সংক্ষিপ্ত

১৯৯২ সালে প্রথম বিশ্ব জল দিবস পালিত হয়। রিও ডি জেনিরোতে পরিবেশ ও উন্নয়ন সম্পর্কিত জাতি সংঘের অনুষ্ঠানে বিষয়টি গৃহীত হয়েছিল। সেই থেকে প্রতি বছর পালিত হচ্ছে বিশ্ব জল দিবস।

পালিত হচ্ছে বিশ্ব জল দিবস। প্রতি বছর ২২ মার্চ দিনটি নির্দিষ্ট করা হয় বিশ্ব জল দিবস হিসেবে। বিশুদ্ধ জলের গুরুত্ব সকলের সামনে তুলে ধরতে পালিত হয় দিনটি। ১৯৯৩ সালে প্রথম এই রীতি চালু হয়েছিল। জাতিসংঘের পরিসংখ্যান অনুসারে, বিশ্বজুড়ে ২.২ বিলিয়নের বেশি মানুষ নিরাপদ জলের সুবিধা ছাড়াই দিন কাটাচ্ছে। তবে, ভবিষ্যতে এটি বিশ্বব্যাপী সমস্যার কারণ হতে পারে। এই বার্তা দিতেই পালিত হয় বিশ্ব জল দিবস।

প্রতি বছর ২২ মার্চ পালিত হয় World Water Day বা বিশ্ব জল দিবস। এই দিনটি পালনের লক্ষ্য হল জল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। ১৯৯২ সালে প্রথম বিশ্ব জল দিবস পালিত হয়। রিও ডি জেনিরোতে পরিবেশ ও উন্নয়ন সম্পর্কিত জাতি সংঘের অনুষ্ঠানে বিষয়টি গৃহীত হয়েছিল। সেই থেকে প্রতি বছর পালিত হচ্ছে বিশ্ব জল দিবস। পরিশুদ্ধ জলের গুরুত্ব সম্পর্কে সকলের জ্ঞান বৃদ্ধি করাই এর লক্ষ্য। প্রতি বছর IGRAC দ্বারা একটি থিম নির্দিষ্ট করা হয়।

এবছরের থিম, জল ও স্যানিটেশন সংকট সমাধান করা। বিশ্বব্যাপী জল সংকট মোকাবিলায় কঠোর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার ও জোর দেওয়া হল এবছরের বিশেষ কর্মসূচী। জাতিসংঘে বলা হয়েছ, মানুষের প্রয়োজন স্কুল, ব্যবসা, স্বাস্থ্যকেন্দ্র, খামার ও কারখান। তেমনই প্রয়োজন জল ও টয়লেট। আর এই কারণেই এছরের থিম জল ও স্যানিটেশন সংকট সমাধান করা। গত বছরের থিম ছিল ‘ভূগর্ভস্থ জল: অদৃশ্যকে দৃশ্যমান করা।’

জাতিসংঘ অনুসারে, এই জল দিবসের লক্য ২০৩০ সালের মধ্যে সকলের জন্য পরিশুদ্ধ পানীয় জল ও স্যানিটাইজেশনের ব্যবস্থা করা।বিশ্ব উষ্ণায়ন, জলবায়ুর পরবির্তন ও পানীয় জলের অপব্যয়ের কারণে কমছে বিশুদ্ধ জলের মাত্রা। এই জলের মাত্রা সঠিক রাখতে পালিত হয় এই বিশেষ দিন। সর্বত্র জল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাই হল এই দিনটির লক্ষ্য।

কথায় আছে জলের অপর নাম জীবন। তাই বেঁচে থাকার জন্য আবশ্যক বিশুদ্ধ জল। এদিকে কিছু মানুষের ভুলে প্রতি মুহূর্তে জল দূষিত হচ্ছে। তেমনই গর্ভস্থ জল শেষ হয়ে যাচ্ছে। এই সমস্যা বন্ধ করা প্রয়োজন। সকলের মিলে উদ্যোগ নিলে তবেই জল রক্ষা করা সম্ভব। এই বার্তা দিতেই পালিত হচ্ছে বিশ্ব জল দিবস। প্রতি বছর ২২ মার্চ দিনটি নির্দিষ্ট করা হয় বিশ্ব জল দিবস হিসেবে।

 

আরও পড়ুন

এন্ডোমেট্রিওসিসের ফলে সন্তান ধারণের অক্ষমতার ঝুঁকি বাড়ছে- জেনে নিন এই সমস্যায় কতটা সফল চিকিৎসা

এই তিন উপায় খেতে পারেন সজনে পাতা, নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস, দূর হবে নানান শারীরিক জটিলতা

খেজুর দিয়ে তৈরি করুন এই কয়টি বিশেষ ফেসপ্যাক, দূর হবে ত্বকের নানান সমস্যা