গরমেও চা চাই? সাবধান! হতে পারে মারাত্মক ক্ষতি, না জানলে ভুল করবেন
গরমেও চা চাই? সাবধান! হতে পারে মারাত্মক ক্ষতি, না জানলে ভুল করবেন
- FB
- TW
- Linkdin
)
Disadvantages Of Drinking Tea In Summer : আমাদের মধ্যে অনেকেই আছেন যারা এক কাপ চা দিয়ে দিন শুরু করতে চান। সকালে ঘুম থেকে উঠেই এক কাপ চা না খেলে কোনো কাজ বা কিছুতেই মন বসে না। এমনকি তীব্র গরমেও চা পান করা তারা ছাড়তে পারেন না। দিনে ৩-৪ কাপের বেশি চা পান করা তাদের অভ্যাসে পরিণত হয়েছে। চা তাদের কাছে নেশার মতো, তাই তারা এটা ছাড়তে পারেন না।
কিন্তু আপনি কি জানেন? গ্রীষ্মকালে চা পান করা এড়িয়ে চলা উচিত। কারণ এর উপকারিতার চেয়ে অপকারিতা বেশি। চা থেকে গ্যাস, বদহজম, টক ঢেঁকুর ইত্যাদি সমস্যা হতে পারে। তাহলে চলুন, গরমে চা পান করলে স্বাস্থ্যের কী কী ক্ষতি হতে পারে, তা জেনে নেওয়া যাক।
আমরা সবাই জানি যে চায়ে থাকা ক্যাফিন ঘুমের ব্যাঘাত ঘটায়। গরমে এমনিতেই গরমের কারণে রাতে ঠিকমতো ঘুমানো যায় না। তার ওপর চা পান করলে ঘুমের সমস্যা আরও খারাপ হতে পারে।
সাধারণত গ্রীষ্মের তাপে ত্বক শুষ্ক হয়ে যায়, ফলে চুলকানি, জ্বালা ইত্যাদি নানা রকম ত্বকের সমস্যা দেখা দেয়। এর ওপর চায়ে থাকা ক্যাফিন ত্বকের সমস্যা আরও বাড়িয়ে দেয়।
গরমের কারণে হৃদয়ে চাপ বাড়ে। তার ওপর চায়ে থাকা ক্যাফিন হৃদস্পন্দন বাড়িয়ে হৃদরোগের দিকে ঠেলে দেয়।
গরমের কারণে শরীর থেকে জল বেরিয়ে যায়। ফলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা বাড়ে। এই অবস্থায় চা পান করলে, চায়ের ট্যানিন কোষ্ঠকাঠিন্যের সমস্যা আরও বাড়িয়ে দেয়।
গরম যত বাড়ছে, ততই বাড়ছে মানসিক চাপ। এর ওপর চা পান করলে, চায়ের ক্যাফিন উদ্বেগ আরও বাড়িয়ে দেয়।