সংক্ষিপ্ত
নাকের চারিদিক রুক্ষ্ম হয়ে যায় অনেকের। অনেকের নাকের চারিদিক দিয়ে ছাল উঠছে। এমন সমস্যা থেকে মুক্তি পেতে মেনে চলুন এই বিশেষ টিপস।
দিনের শুরুতে বোঝা যাচ্ছে শীতের হালকা আমেজ। ত্বকের রুক্ষ্ম ভাব, ছাল ওঠার মতো সমস্যা দেখা দিচ্ছে। তেমনই অনেকে ত্বকে চুলকানি ভাব দেখা যাচ্ছে। বিশেষ করে নাকের চারিদিক রুক্ষ্ম হয়ে যাচ্ছে। অনেকের নাকের চারিদিক দিয়ে ছাল উঠছে। এমন সমস্যা থেকে মুক্তি পেতে মেনে চলুন এই বিশেষ টিপস।
নাকের চারপাশের ত্বক শুকিয়ে যাওয়ার প্রবণতা থাকলে ফেস পাউডার ভুলেও ব্যবহার করবেন না। এতে সমস্যা থেকে মিলবে মুক্তি। মুখে ফেসপাউডার একান্ত ব্যবহার করতে চাইলে নাকের চার পাশের অংশ এড়িয়ে চলুন।
১৫ মনিটের বেশি নাকে জল দেবেন না। স্নানের সময় দীর্ঘক্ষণ অনেকে শাওয়ারের নিচে দাঁড়িয়ে থাকেন। এতে ত্বক আরও রুক্ষ্ম হয়ে যায়।
ত্বকে নিয়মিত ময়েশ্চরাইজার ব্যবহার করুন। এতে ত্বকের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। নাকে ছাল ওঠার সমস্যা দূর হয় এর গুণে।
নাকে চল ওঠার সমস্যা দেখা দিলে বরফ ঘষুন। নাকের চারিদিকে বরফ ঘষুন নিয়মিত। এতে সমস্যা থেকে মিলবে মুক্তি।
তেল ভিত্তিক মেকআপ ব্যবহার করুন। তেমনই তেল ভিত্তিক রিমুভার ব্যবহার করুন। এতে সমস্যা থেকে দ্রুত মিলবে মুক্তি। ত্বকের এই সমস্যা থেকে মুক্তি পেতে সঠিক পণ্য ব্যবহার করুন। তৈলাক্ত পণ্য ব্যবহার না করলে মিলবে উপকার। মেনে চলুন এই বিশেষ টিপস।
রোজ পর্যাপ্ত জল পান করুন। শরীরে জলের অভাব হলে ত্বক শুষ্ক হয়ে যায়। রোজ ৭ থেকে ৮ গ্লাস জল পান করুন। এতে শরীরে হাইড্রেটেড থাকবে। শরীর যেমন থাকবে সুস্থ তেমনই দূর হবে নাকে ছাল ওঠার সমস্যা। মেনে চলুন এই বিশেষ টিপস।
তেমনই ব্যবহার করতে পারেন ওটস ও মধুর প্যাক। প্রথমে ওটস নিয়ে ভালো করে মিহি করে নিন। তাতে মেশান পরিমাণ মতো মধু। ভালো করে মিশিয়ে নিন। এবার তা নাকে ও নাকের চারপাশে লাগান ওটস ও মধুর প্যাক। কিছুক্ষণ পর ঘষে ধুয়ে নিন। এতে মিলবে উপকার। সপ্তাহে অন্তত ২ দিন ব্যবহার করুন এই প্যাক। এটি ত্বকের জন্য বেশ উপকারী। এমনকী, যাদের রুক্ষ্ম ত্বকের সমস্যা আছে তারও এই প্যাক মুখে লাগাতে পারেন। এতে দ্রুত মিলবে উপকার। এবার থেকে নাকের চারিদিকে ত্বক রুক্ষ্ম হয়ে কিংবা ছাল ওঠার সমস্যায় যারা ভুগছেন তারা মেনে চলুন এই বিশেষ টিপস।
আরও পড়ুন- Fertility-র সমস্যা থেকে মুক্তি পেতে পান করুন লবঙ্গ দুধ, রইল এক বিশেষ পানীয়ের খোঁজ
আরও পড়ুন- সঙ্গমে তো লিপ্ত হচ্ছেন, যৌনমিলনের আগে জেনে নিন দাম্পত্যকে উষ্ণ করার সহজ কিছু ট্রিকস
আরও পড়ুন- পুজোর কদিনে বেড়েছে বাড়তি মেদ, ওজন কমাতে অনুসরণ করুন এই ছয় পন্থা, দ্রুত মিলবে উপকার