- Home
- Lifestyle
- Relationship
- Sex Life: শুক্রাণু হ্রাস থেকে যোনি পথ শুকিয়ে যাওয়ার সমস্যা হতে পারে ধূমপানের কারণে, দেখে নিন যৌন জীবনে কী কী প্রভাব ফেলে এই বদ অভ্যেস
Sex Life: শুক্রাণু হ্রাস থেকে যোনি পথ শুকিয়ে যাওয়ার সমস্যা হতে পারে ধূমপানের কারণে, দেখে নিন যৌন জীবনে কী কী প্রভাব ফেলে এই বদ অভ্যেস
- FB
- TW
- Linkdin
ধূমপানের প্রভাবে শরীরে বাসা বাঁধছে একাধিক রোগ। হৃদরোগ, ফুসফসে ক্যান্সারের মতো রোগের কারণ হল ধূমপান। একথা সকলের জানা। তা সত্ত্বেও নিয়মিত ধূমপান করেন অনেকেই। তবে জানেন কি, ত্বক, ফুসফুস ও হার্টের ওপর যেমন প্রভাব ফেলে ধূমপান তেমনই যৌন জীবনে প্রভাব ফেলে এই খারাপ অভ্যেস।
জানা গিয়েছে, অধিক ধূমপান করার ফলে রক্তে ফ্রি রাডিক্যাল তৈরি হয়। যা পুরুষের শুক্রাণুর ক্ষতি করে। শুক্রাণু হ্রাস পাওয়া এমনকী শুক্রাণুর আকার অস্বাভাবিক হয়ে যাওয়ার কারণ হল এই অভ্যেস। এতে সন্তান জন্ম দিতে গিয়ে দেখা যাচ্ছে সমস্যা।
যৌন অক্ষমতার কারণ হতে পারে ধূমপান। যারা নিয়মিত ধূমপান করেন, তারা এই অভ্যেস দ্রুত ত্যাগ করুন। তা না হলে বাড়তে থাকবে যৌন অক্ষমতার সমস্যা।
ইরেকশন-এ সমস্যা হতে পারে ধূমপানের কারণে। দেখা গিয়েছে, যারা অধিক ধূমপান করেন তাদের ইরেকশন-এ সমস্যা হচ্ছে। এর ফলে যৌন জীবনে দেখা দিচ্ছে সমস্যা। রক্তনালীতে থাকা রাসায়নিক পদার্থের ওপর সিগারেট খারাপ প্রভাব ফেলে। এর কারণে সঠিক সময় লিঙ্গের ধমনীতে সম্পূর্ণ রক্ত পৌঁছাচ্ছে না।
বর্তমানে ছেলে ছাড়া মেয়েরাও রপ্ত করেছেন ধূমপানের অভ্যেসকে। জানা গিয়েছে, ধূমপানের কারণে মেয়েদের ডিম্বানুর সংখ্যা কমে যায়। এতে সহজে প্রেগনেন্সি আসতে চায় না।
যোনিপথ শুকিয়ে যায় ও যৌন মিলনের সময় ব্যথা হওয়ার কারণ হল এই ধূমপান। তাই সময় থাকতে এই অভ্যেস ত্যাগ করুন। যৌন মিলনের সময় যদি লক্ষ্য করেন আপনার যোনিপথ শুকিয়ে যাচ্ছে তাহলে সমস্যা উপেক্ষা করবেন না। চিকিৎসকের পরামর্শ তো নেবেনই সঙ্গে ত্যাগ করুন ধূমপানের অভ্যেস।
যৌন মিলনে সময় বিছানায় উত্তেজনার অভাব দেখা গেলে সতর্ক হন। নিয়মিত ধূমপান করলে যৌন মিলনের সময় স্ট্যামিনার অভাব দেখা যায়। তাই সময় থাকতে সতর্ক হন।
তেমনই গর্ভাবস্থায় ধূমপান করলে গর্ভস্থ বাচ্চার ক্ষতি হয়। তেমনই সন্তানের জন্মের পরও ধূমপান করতে নিষেধ করা হয়। বাচ্চা যতদিন স্তন্যপান করছেন ততদিন ধূমপান করা ক্ষতিকর।
সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে বর্তমান প্রজন্মকে সম্মুখীন হতে হচ্ছে নানান বাধার। তেমনই অনেকের যৌন জীবন সুখের হয় না। এর অন্যতম কারণ হল আধুনিক জীবনযাত্রা। বর্তমানে আমরা অনেকেই এমন কিছু খারাপ অভ্যেস রপ্ত করেছি, তার কারণে দেখা দিচ্ছে এমন সমস্যা।
তাই সুস্থ জীবনযাপন করতে এবং যৌন জীবনের সুখের করতে হলে ধূমপান ত্যাগ করুন। এমনকী, অন্য কেউ ধূমপান করলে তার সামনেও থাকবেন না। এতেও হচ্ছে ক্ষতি। তামাকের ধোঁয়া থেকে ত্বক, ফুসফুস ও হার্টের সমস্যা দেখা দেয়। সঙ্গে সমস্যা দেখা দিচ্ছে যৌন জীবন।