- Home
- Lifestyle
- Relationship
- আপনি কি সঙ্গীর সঙ্গে বড্ড বেশি ঝগড়া করেন? তাহলে আপনাদের সম্পর্কের মধ্যে ভালোবাসা দুর্দান্ত
আপনি কি সঙ্গীর সঙ্গে বড্ড বেশি ঝগড়া করেন? তাহলে আপনাদের সম্পর্কের মধ্যে ভালোবাসা দুর্দান্ত
সম্পর্ককে উজ্জীবিত রাখতে মারামারি-কাটাকাটি না করে আজ থেকেই কোমর বেঁধে আঙুল তোলার জন্য তৈরি হোন।

আপনি কি নিজের সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে পারতপক্ষে ঝুটঝামেলা এড়িয়ে চলেন? বেশি তর্ক হলে সম্পর্ক ভেঙে যাওয়ার ভয় পান? তাহলে আপনাকে নিশ্চিন্ত করে অভয় দিতে পারবে মিশিগান বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণার রিপোর্ট।
মানুষের প্রেমের সম্পর্কের মধ্যে ঝগড়াঝাঁটি অশান্তির বিষয়ে একটি গবেষণা করে বিশেষজ্ঞরা দেখেছেন যে, যেসব সম্পর্কের মধ্যে তর্কাতর্কি ঝগড়াঝাঁটি কম হয়, সেসব যুগলদের তুলনায় ঝগড়া করা যুগলদের মধ্যেই ভালোবাসা থাকে বেশি।
গবেষণায় দেখা গেছে যে, যেসমস্ত দম্পতি নিজেদের মধ্যে সভ্য উপায়ে লড়াই করে থাকেন, তাঁদের মধ্যে ভালোবাসার বন্ধন দৃঢ় হয়। এই ঝগড়া কতটা ঘন ঘন করতে পারলে সম্পর্কের বাঁধন পোক্ত হবে, তারও হিসেব দেওয়া হয়েছে রিপোর্টে।
মাসে এক বা দু’দিন নয়। প্রত্যেক সপ্তাহে একদিনের বেশি ঝগড়া হলে, তবেই ভালোবাসা আরও মজবুত হবে।
বিশেষজ্ঞদের মতে, দম্পতি বা যুগলের মধ্যে সবচেয়ে বড় ভুল হল, সমস্যাকে এড়িয়ে যাওয়া। আমরা ভাবি অনেককিছু বলব। কিন্তু, আমরা মুখে কিছুই বলি না। যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ তর্কের ইচ্ছেটা গিয়ে রাগে পরিণত হচ্ছে, বিষয়টা তিক্ত হয়ে উঠছে এবং সম্পর্কটা ধীরে ধীরে অসহ্য হয়ে দাঁড়াচ্ছে, ততক্ষণ না পর্যন্ত আমরা মুখ খুলি না।
আমরা আসলে সমস্ত কথোপকথন এড়িয়ে যেতে চাই এটা ভেবে যে, ছোট ছোট রাগগুলো প্রকাশ করে ফেললে সম্পর্কে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। কিন্তু আমরা অনেকেই এটা জানি না যে, প্রকাশ না করলেই অনেক বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে।
একটি সমীক্ষায় দেখা গেছে যে, যে সমস্ত দম্পতি ঝগড়া করেন, তাঁরাই প্রেমের সম্পর্কের দিক থেকে অনেক বেশি সুখী। যেসমস্ত প্রেমিক-প্রেমিকা বা স্বামী-স্ত্রীর মধ্যে সচরাচর কোনও মতবিরোধ হয় না, বা দেখা যায় না, তাঁরা কম সুখী থাকেন।
৪৪ শতাংশ মার্কিন দম্পতি মনে করেন যে, সপ্তাহে অন্তত একবার গুছিয়ে ঝগড়া হওয়ার অর্থ হল, নিজেদের পারস্পরিক যোগাযোগ বেশ ভালো থাকা। অনেকে আবার এমনও মনে করেছেন যে, সম্পর্কে ঝগড়া যত বেশি হবে, সম্পর্কের প্রগাঢ়তা তত অধিক উষ্ণ থাকবে।
পরস্পরের কাজ নিয়ে মতান্তর, ভাবনাচিন্তা নিয়ে প্রশ্ন তোলা, সঙ্গীর সমালোচনা করা অথবা অভিমান করা, এই সব কিছুই ‘সভ্য উপায়ে’ ঝগড়া করার পদ্ধতি। তাই, সম্পর্ককে উজ্জীবিত রাখতে মারামারি-কাটাকাটি না করে আজ থেকেই কোমর বেঁধে আঙুল তোলার জন্য তৈরি হোন।