সংক্ষিপ্ত

কোজাগরী লক্ষ্মীপুজোর তিথি থাকছে ৮ অক্টোবর শনিবার রাত ৩/২৯/৪২ থেকে ৯ অক্টোবর রাত ২/২৫/৫ পর্যন্ত। আর লক্ষ্মী পুজোর আগে আগুন বাজার দর। সবজি থেকে মাছ- সবই বিকোচ্ছে বহু মূল্যে। দেখে নিন কোন খাদ্যদ্রব্যের কত দাম।


রাত পোহালেই লক্ষ্মী পুজো। মন্ডপে আসতে শুরু করেছেন দেবী প্রতিমা। অধিকাংশ বাঙালি বাড়িতেই এই কোজাগরী লক্ষ্মী পুজো হয়ে থাকে। তিথি অনুসারে ৯ অক্টোবর পুজিত হবেন দেবী লক্ষ্মী। কোজাগরী লক্ষ্মীপুজোর তিথি থাকছে ৮ অক্টোবর শনিবার রাত ৩/২৯/৪২ থেকে ৯ অক্টোবর রাত ২/২৫/৫ পর্যন্ত। আর লক্ষ্মী পুজোর আগে আগুন বাজার দর। সবজি থেকে মাছ- সবই বিকোচ্ছে বহু মূল্যে। দেখে নিন কোন খাদ্যদ্রব্যের কত দাম। 

লক্ষ্মী পুজোর আগে বাজারে জ্যোতি আলুর দর ৩০ থেকে ৩৫ টাকা কিলো, তেমন চন্দ্রমুখী আলু বিক্রি ৪০ থেকে ৪৫ টাকা। অন্য দিকে, পেঁয়াজের দর ৩০ থেকে ৩৫ টাকা কিলো। আদা বিকোচ্ছে ১০০ থেকে ১২০ টাকা কিলো প্রতি। রসুনের দাম ৮০-১০০ টাকা কিলো। কাঁচালঙ্কা ১০০ থেকে ১২০ টাকা কিলো। ক্যাপসিকাম ৩০০ থেকে ৩৫০ টাকা কিলো দামে বিক্রি হচ্ছে। লক্ষ্মী পুজোর আগে পাতিলেবুর দাম ৩ থেকে ৪ পিস ১০ টাকা। তেমনই পেঁপে ৩০ টাকা কিলো ও কুমড়ো ৩০ টাকা কিলো। অন্য দিকে, থোর ৩০ থেকে ৪০ টাকা কিলো। তেমনই ফুলকপি ২০ থেকে ২৫ টাকা কিলো ও বাঁধাকপি ৪৫ থেকে ৫০ টাকা কিলো দামে বিকোচ্ছে। তেমনই কাঁকরোল ৬০ টাকা কিলো, লাউ ৫০ টাকা কিলো, কুঁদরি ২০ টাকা কিলো, পটল ৫০ থেকে ৬০ টাকা কিলো, ঢ্যাঁড়স ৫০ টাকা কিলো, চাল কুমড়ো ৫০ টাকা কিলো, টমেটো ৬০ থেকে ৮০ টাকা কিলো, উচ্ছে ৫০ টাকা কিলো, ঝিঙে ৫০ টাকা কিলো, বেগুন ৮০ টাকা কিলো, বরবটি ৪০ টাকা কিলো, এঁচোড় ৪০ টাকা কিলো, চিচিঙ্গা ৪০ টাকা কিলো, মোচা ৫০ টাকা কিলো, গাঁটি কচু ৫০-৬০ টাকা কিলো, ধনেপাতা ১০-২০ টাকা আঁটি, কাল্মি শাক ১০ টাকা আঁটি, মটরশুঁটি ৫০ থেক ৬০ টাকা কিলো, লাল শাক ১০ টাকা আঁটি দামে বিকোচ্ছ। 

তেমনই আগুন মাছের দাম। রুই মাছ ১২০ থেকে ১৬০ টাকা কিলো, কাটা রুই মাছ ১৬০-১৮০ টাকা কিলো, কাতলা মাছ ২২০-২৫০ টাকা কিলো, পাবদা মাছ ৩০০-৪০০ টাকা কিলো, পার্শে মাছ ৩০০-৩৫০ টাকা কিলো, বোয়াল মাছ ৪০০-৪৫০ টাকা কিলো, মাগুড় মাছ ৩৫০-৪০০ টাকা কিলো, চিতল মাছ ৬৫০- ৮০০ টাকা কিলো, ৪০০-৪৫০ গ্রাম ইলিশ মাছ ৫৫০ থেকে ৭০০ টাকা, ৫০০-৭০০ গ্রাম ইলিশ মাছ ৭৫০ থেকে ১০০০ টাকা, ১ কিলো ইলিশের দাম ১২০০ থেকে ১৮০০ টাকায় বিকোচ্ছে। 

আরও পড়ুন- কোজাগরি লক্ষী পূর্ণিমা কি এবং কেন এই তিথিতেই লক্ষ্মীদেবীর আরাধনা করা হয়

আরও পড়ুন- মালবাজারের পরে এবার দুর্ঘটনা রায়গঞ্জে, পুজো কার্নিভালে গোরুর তাণ্ডবে মৃত ১

আরও পড়ুন- এই একটি জিনিস ঘরে রাখলে কখনোই অর্থের অভাব হবে না, লক্ষীদেবীর আশির্বাদ থাকে সব সময়