সংক্ষিপ্ত
শনিবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জে আয়োজিত হয় দুর্গাপুজোর কার্নিভাল। কার্নিভালে গোরু নিয়ে শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। স্থানীয়সূত্রে খবর শোভাযাত্রা চলাকালীন আচমকাই ক্ষিপ্ত হয়ে ওঠে বলদটি। তারপর হঠাৎই দড়ি ছিড়ে ভিড়ের মধ্যে এলোপাথারি ছুটতে থাকে বলদটি। বলদের গুঁতোয় মৃত্যু হয় এক স্থানীয় বাসিন্দার। আহত আরও বেশ কয়েকজন।
মালবাজারের পর এবার পুজো কার্নিভালে দুর্ঘটনার সাক্ষী উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। শোভাযাত্রার মাঝেই আচমকা বেলাগাম হয়ে তাণ্ডব শুরু করল গোরু। গোরুর তাণ্ডবে মৃত্যু হয়েছে একজনের। পুজোর মধ্যে এই মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা। সূত্রের খবর কার্নিভালে ব্যবহৃত গোরুর গাড়ির দড়ি ছিড়ে আচমকাই ছুটতে থাকে উন্মত্ত বলদ। ফলে স্বাভাবিকভাবেই ভিড়ের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। উন্মত্ত ভিড়ের মাঝে বলদের গুরুতরভাবে জখম হন এক ব্যক্তি। মৃত্যু হয় সাধন পাল নামক এক ব্যক্তির।
শনিবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জে আয়োজিত হয় দুর্গাপুজোর কার্নিভাল। কার্নিভালে গোরু নিয়ে শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। স্থানীয়সূত্রে খবর শোভাযাত্রা চলাকালীন আচমকাই ক্ষিপ্ত হয়ে ওঠে বলদটি। তারপর হঠাৎই দড়ি ছিড়ে ভিড়ের মধ্যে এলোপাথারি ছুটতে থাকে বলদটি। বলদের গুঁতোয় মৃত্যু হয় এক স্থানীয় বাসিন্দার। আহত আরও বেশ কয়েকজন।
আরও পড়ুন - হরিদেবপুরে নিখোঁজ যুবকের রহস্যমৃত্যুর ঘটনায় গ্রেফতার করা হল বান্ধবী এবং তাঁর মা ও ভাইকে
পুজো কার্নিভালে অংশ নিতে এসেই প্রাণ খোয়ালেন বছর পঁয়ষট্টির সাধন কর্মকার। পুজোর আনন্দের মাঝে এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া রায়গঞ্জজুড়ে। এবার প্রশ্ন উঠছে মালবাজারের ঘটনার পরও কেন সতর্ক হল না প্রশাসন?
এর আগে বিসর্জনের সময় মাল নদীতে হরপা বানের জেরে দুর্ঘটনার ছবি দেখেছিল গোটা রাজ্য। সন্ধ্যে সাড়ে ৭টা থেকে ৮টা মধ্যে মাল নদীতে ছিল বিসর্জনের ভিড়। সেই সময়ই মাল নদীতে আসে হড়পা বান। প্রবল জলের স্রোতে বেশ কয়েক জন তলিয়ে গেছে বলে আশঙ্কা করা হয়েছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে এখনও কিছু জানান হয়নি। তবে স্থানীয়দের মতে কমপক্ষে তিন জনের জনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন - মাদক কাণ্ডে এনসিবির জালে এয়ার ইন্ডিয়ার প্রাক্তন বিমানচালক, প্রায় ১২০ কোটি টাকার মাদক উদ্ধার!
ঘটনার পরই দ্রুত প্রশাসনের উদ্যোগে জেসিবি নামিয়ে উদ্ধারকাজ শুরু করা হয়। জানা গেছে, পাহাড় থেকে প্রবল জলস্রোত নামতে থাকায় উদ্ধার কাজে কিছুটা সমস্যা হয়। উদ্ধারকাজ চলছে। এই প্রতিবেদন লেখার সময়ও উদ্ধারকাজ চলছে। এখনও পর্যন্ত প্রবল জলের তোড় থেকে ১০ জনকে উদ্ধার করা হয়েছে। প্রথম দফায় স্থানীয় বাসিন্দারাই উদ্ধারকাজে হাত লাগায়। এখনও পর্যন্ত বহু মানুষ নিখোঁজ রয়েছেন। প্রশাসনের মতে নিখোঁজের সংখ্য়া ২০-২৫। মাঝ নদীতে অনেকে আটকে রয়েছে. রাতের অন্ধকারে উদ্ধারকাজ ব্যহত হয়েছে। উদ্ধারকাজে গতি আনতে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে খবর দেওয়া হয়েছিল। এবার ফের পুজো কার্নিভাল চলাকালীন দুর্ঘটনা উত্তর দিনাজপুরের রায়গঞ্জে।
আরও পড়ুন - গরু পাচারকাণ্ডে আরও ফাঁপরে অনুব্রত মণ্ডল, সিবিআইয়ের ৩৫ পাতার চার্জশিটে ৫৩টি সম্পত্তির উল্লেখ