সংক্ষিপ্ত

চুলের সমস্যা লেগেই থাকে। খুশকি, অধিক চুল পড়া তো আছেই এর সঙ্গে অকাল পক্কতার সমস্যায় ভোগেন অনেকে। অল্প বয়সেই মাথায় দেখা দেয় সাদা চুল। অকাল পক্কতার সমস্যা দেখা দিলে আলুর খোসা লাগান। আলুর খোসা দিয়ে প্যাক বানাতে পারেন। জেনে নিন কীভাবে বানাবেন এই প্যাক।

চুল নিয়ে সব সময় চলে চুল চেরা বিশ্লেষণ। চুলের যত্ন নিতে আমরা কী করব, তা ভেবে পাই না। চুলের যত্ন নিতে হাজারটা পদ্ধতি মেনে চলি আমরা। কখনও বাজার চলতি প্রোডাক্টের ব্যবহার তো কখনও ঘরোয়া টোটকা। হেয়ার প্যাক, হেয়ার মাস্ক থেকে হেয়ার ট্রিটমেন্ট করে থাকি সকলে। এত কিছু সত্ত্বেও চুলের সমস্যা লেগেই থাকে। খুশকি, অধিক চুল পড়া তো আছেই এর সঙ্গে অকাল পক্কতার সমস্যায় ভোগেন অনেকে। অল্প বয়সেই মাথায় দেখা দেয় সাদা চুল। এই সমস্যা থেকে মুক্তি পেতে চট করে হেয়ার কালার করে ফেলবেন না। কেমিক্যাল যুক্ত প্রোডাক্টের ব্যবহারের আগে মেনে চলুন ঘরোয়া টোটকা। অকাল পক্কতার সমস্যা দেখা দিলে আলুর খোসা লাগান। আলুর খোসা দিয়ে প্যাক বানাতে পারেন। জেনে নিন কীভাবে বানাবেন এই প্যাক।


প্রথমে দুটি আলুর খোসা ছাড়িয়ে নিন। এবার গ্যাসে জল গরম হতে দিন। জল ফুটতে শুরু করলে এই খোসা দিয়ে দিন। ১০ মিনিট ফোটান। এবার নামিয়ে জল ছেঁকে নিন। শ্যাম্পুর ও কনডিশনার ব্যবহারের পর এই জল দিয়ে চুল ধুয়ে নিন। এতে অকাল পক্কতার সমস্যা দূর হবে। চুলের যত্নে বেশ উপকারী এই জল। চুল পড়ার সমস্যাও কমবে আলুর খোসার গুণে। 


রূপচর্চায় আলুর ভুমিকা বিস্তর। চোখের তলার কালো দাগ দূর করতেও এটি বেশ উপকারী। আলু গোল করে কেটে চোখের তলায় দিন। কিছুক্ষণ রেখে ধুয়ে নিন। এতে চোখের তলার কালো দাগ দূর হবে। তেমনই ব্রণর দাগ দূর করতে আলুর রস ব্যবহার করা যায়। আলু কেটে ব্লেন্ড করে নিন। এবার রস বের করে নিন। এই রস দিয়ে প্যাক বানাতে পারেন। উপকৃত হবেন এই টোটকা মেনে চললে। রূপচর্চায় আলুর ভূমিকা বিস্তর। ত্বকের যত্নে যেমন আলুর রস ব্যবহার করা যায়, তেমনই চুলের যত্নেও আলুর খোসা ব্যবহার করা হয়ে থাকে। এবার থেকে আলুর খোসা ফেলে না সংগ্রহ করে রাখুন। জলে এই খোসা দিয়ে ফুটিয়ে নিন। তারপর সেই জলে চুল ধুলে উপকার পাবেন। চুলের যত্নে আলুর মতো একাধিক ঘরোয়া টোটকা ব্যবহার করতে পারেন। এতে মুহূর্তে দূর হবে অকাল পক্কতার মতো কঠিন সমস্যা। মাত্র কদিন ব্যবহারেই উপকার পাবেন। 

আরও পড়ুন- ভুলেও এই ফলগুলির রস খাবেন না, হতে পারে মারাত্মক বিপদ

আরও পড়ুন- ঘনঘন সহবাস করছেন, আক্রান্ত হতে পারেন জটিল রোগে, এখনই সতর্ক না হলে হতে পারে মৃত্যু

​​​​​​​আরও পড়ুন- Palmistry: হাতের এই চারটি রেখাই নিয়ে আসবে টাকা পয়সা, আপনাকে নিয়ে যাবে বিদেশও