সংক্ষিপ্ত
গরম শুরু মানেই চুলের হাজারও সমস্যা। খুশকি কিংবা তেল তেলে ভাব। আবার কারও অধিক শুষ্ক চুল। এর সঙ্গে চুল পড়ার সমস্যা তো আছেই। তাছাড়া, ঘামের জন্য অনেকেরই স্ক্যাল্প থেকে বাজে গন্ধ ছাড়ে। চুলের সকল সমস্যা সমাধান করু জবা ফুলের গুণে। আজ রইল চুল মজবুত করার উপায়। গরমে ব্যবহার করতে পারেন এই পাঁচটি জবা ফুলের তৈরি প্যাক।
গরম শুরু মানেই চুলের হাজারও সমস্যা। খুশকি কিংবা তেল তেলে ভাব। আবার কারও অধিক শুষ্ক চুল। এর সঙ্গে চুল পড়ার সমস্যা তো আছেই। তাছাড়া, ঘামের জন্য অনেকেরই স্ক্যাল্প থেকে বাজে গন্ধ ছাড়ে। চুলের সকল সমস্যা সমাধান করু জবা ফুলের গুণে। আজ রইল চুল মজবুত করার উপায়। গরমে ব্যবহার করতে পারেন এই পাঁচটি জবা ফুলের তৈরি প্যাক। এতে চুল মজবুত করতে ব্যবহার করতে পারেন এই প্যাক।
জবা ও পেঁয়াজের রস দিয়ে প্যাক বানাতে পারেন। দুটো জবা ফুল নিয়ে পাপড়িগুলো ছিঁড়ে নিন। এবার তা বেটে নিন। অন্য দিকে, পেঁয়ার ঘরে রস বের করে নিন। এবার জবা ফুল বাটার সঙ্গে পেঁয়াজের রস মিশিয়ে প্যাক বানান। মিশ্রণটি স্ক্যাল্পে লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন। এই প্যাকের গুণে চুল মজবুত হবে।
জবা ও মেথি দিয়ে প্যাক বানাতে পারেন। আধ কাপ জলে ১ চা চামচ মেথি দিয়ে সারা রাত ভিজিয়ে রাখুন। সকালে তা বেটে নিন। দুটো জবা ফুল নিয়ে পাপড়িগুলো ছিঁড়ে নিন। এবার তা বেটে নিন। দুটো মিশ্রণ এক সঙ্গে করে ভালো করে মিশিয়ে প্যাক বানান। মিশ্রণটি স্ক্যাল্পে লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন।
জবা ও অ্যালোভেরা জেল দিয়ে প্যাক বানাতে পারেন। দুটো জবা ফুল নিয়ে পাপড়িগুলো ছিঁড়ে নিন। এবার তা বেটে নিন। এবার অ্যালোভেরা গাছের একটি পাতা কেটে তার ভিতর থেকে জেল বের করে নিন। জবা ফুলের মিশ্রণের সঙ্গে মেশান। এই প্যাকটি স্ক্যাল্পে লাগান। ১৫ মিনিট রেখে শ্যাম্পু করে নিন।
জবা ও পাতিলেবুর রস দিয়ে প্যাক বানাতে পারেন। দুটো জবা ফুল নিয়ে পাপড়িগুলো ছিঁড়ে নিন। এবার তা বেটে নিন। তার সঙ্গে মেশান পাতিলেবুর রস। মিশ্রণটি স্ক্যাল্পে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। খুশকি দূর হবে এই প্যাকের গুণে।
জবা ও নারকেল তেল মিশিয়ে চুলে লাগাতে পারেন। দুটো জবা ফুল নিয়ে পাপড়িগুলো ছিঁড়ে নিন। কড়াইয়ে নারকেল তেল গরম করুন। তেল ফুটতে শুরু করলে এই ফুলের পাপড়ি দিয়ে দিন। এবার ছাঁকনিতে ছেঁকে নিন। এই তেল দিয়ে মাসাজে উপকার পাবেন। তারপর শ্যাম্পু করে নিন। চুলের জন্য বেশ উপযুক্ত এই তেল।
আরও পড়ুন- কেমন মানুষ আপনি? জানাবে আপনার মোবাইল ফোনের রং
আরও পড়ুন- জীবনের মত হাঁটুর ব্যথাকে জানান বিদায়, শুধু মেনে চলুন এই ৫ সহজ নিয়ম