সংক্ষিপ্ত

এই বিশেষ দিনে যদি কেউ আপনাকে একা বলে খোঁচা দেয়, তবে মজার মিমকে অস্ত করে আপনি হয়ে উঠতে পারেন আসরের হিরো, আবার ধরুন সকল সিঙ্গল বন্ধুর মাঝে আপনি একাই মিঙ্গল, তখনও প্রেমের কাঁটা গিলতে সমস্যা হলেও মিমের আশ্রয় নিতেই পারেন আপনি। 

প্রেম দিবস (Valentine Day 2022) বলে কথা, কারুর এদিন পোষমাস, কারুর আবার সর্বনাশ, মন ভাঙার পালা কোথাও, কোথাও আবার দুই মনের মনে এক নতুন প্রেমকাহিনির সূত্রপাত। তবে এই বিশেষ দিনে যদি কেউ আপনাকে একা বলে খোঁচা দেয়, তবে মজার মিমকে অস্ত করে আপনি হয়ে উঠতে পারেন আসরের হিরো, আবার ধরুন সকল সিঙ্গল বন্ধুর মাঝে আপনি একাই মিঙ্গল, তখনও প্রেমের কাঁটা গিলতে সমস্যা হলেও মিমের আশ্রয় নিতেই পারেন আপনি। চলুন, তেমনই কিছু মিম এবার রইল আপনার জন্য, অগ্রিম নিজের অস্ত্র সাজিয়ে রাখুন। 

 

View post on Instagram
 

 

যেমন ধরুন, কেউ যদি আপনাকে এসে জিজ্ঞেস করেন প্রেম দিবস এসে গিয়েছে, তাও আপনি একা, তখন আপনি বুক ফুলিয়ে উত্তর দিতে পারবেন, যারা প্রফেশনাল হয়, তাদের একটা স্ট্যান্ডার থাকে। মপহূর্তে দেখতে সকলে চুপ। 

 

 

নিজের জন্য নিজেই উপহার কিনে ফেলুন, কেউ প্রশ্ন করলে উত্তর দিতে পারবেন, আপনি আপনার নিজের সব থেকে পছন্দের মানুষ, বিষয়টা মজার মনে হলেও দিনের শেষে এটাই সত্য, তাই কেউ উড়িয়ে দিতে পারবে না।

 

দিনের শেষে যখন মনে হবে, রাতে কীভাবে ঘুম আসবে এটী ভেঙে যে আমি এখনও একা, তখন একটাই দাওয়াই কাজ করবে, তা হল টাকা, আপনাকে দিনের শেষে কারুর পেছনে টাকা নষ্ট করতে হয়নি। 

 

View post on Instagram
 

 

যখন এই বিশেষ দিনে আপনাকে উপহার দেওয়ার কেউ নেই, তখন নিজেই নিজের জন্য উপহার রেখে অবাক হওয়ার ভান করাও বেশ চমকপ্রদ। 

আরও পড়ুন: শুধু গভীর চুম্বন নয়, সঙ্গে এই কয়টি উপহার আরও স্পেশ্যাল করে তুলবে দিনটি

আরও পড়ুন: মনের সঙ্গে শরীর ভালো থাকে চুমু খেলে, জেনে নিন চুম্বনের উপকারীতা

আরও পড়ুন: কিস ডে-র শুভেচ্ছা জানান এই রোম্যান্টিক মেসেজে, দেখে নিন এক নজরে

 

View post on Instagram
 

 

ভালোবাসার দিনে আপনি একা প্রকাশ্যে মনের কথা যাই হোক না কেন, ভেতরের ছবিটা কম বেশি সকলেরই থাকে জানা। আজ ভ্যালেন্টাইন্স উইকের সপ্তম দিন। রোজ ডে, কিস ডে (Kiss Day), টেডি ডে (Teddy day), প্রমিস ডে (Promise day), হাগ ডে (Hug Day)-র পর এবার কিস ডে পালনের পালা। রাত পোহালেই ভ্যালেন্টাইন্স ডে। আগে থেকেই তাই তৈরি থাকুন, রাত পোহালে সব ধরনের প্রশ্নের জন্য।