সংক্ষিপ্ত

  • ঠাণ্ডা জাঁকিয়ে না পড়লেও এবার ত্বক শুষ্ক হচ্ছে
  • টান ধরছে মুখে ঠোঁটে, হাতে পায়ে
  • পাশাপাশি ত্বকের আরও অনেক সমস্যাই দেখা যাচ্ছে
  • এবার সেই সমস্যার একটাই সমাধান অ্যালোভেরা

বাড়িতে অধিকাংশেরই এখন অ্যালোভেরা গাছ রয়েছে। বিজ্ঞাপনই হোক বা ভাইরাল খবর সোশ্যাল মিডিয়ার পাতায়, অ্য়ালোভেরার গুণ নিয়ে সকলেই এখন কম বেশি অনেক কিছুই জানেন। তাই এবার শীতের মরসুমেও হাতিয়ার হয়ে উঠুক সেই অ্যালোভেরা। শুষ্ক ত্বকের জেল্লা ফেরাতে এবার অ্যালোভেরাতেই নজর দিন। রইল কিছু সহজ টিপস...

 

  • স্কিনের অতিরিক্ত তেলাভাব নিয়ন্ত্রণ করে।
  • অ্যালোভেরা জেল পাওয়া যায় এই গাছের পাতা থেকে। গাছের পাতা কেটে ভিতরের জেল মুখে মাখুন। এতে আপনার ত্বক হবে মসৃণ ও উজ্জ্বল।
  • অ্যালোভেরা জেল অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত যা ত্বককে সতেজ রাখে।
  • অ্যান্টিসেপটিক, অ্যান্টিভাইরাল এই বৈশিষ্ঠ্যগুলি থাকায় রোদ, ধুলো, দূষণে ক্ষতিগ্রস্ত স্কিন সারিয়ে তুলতে সাহায্য করে।
  • কাটা দাগ, ক্ষতচিহ্ন, ব্রণর দাগ কমিয়ে আপনাকে দেয় উজ্জ্বল ত্বক।

 

 

  • অ্যালোভেরা রুক্ষ ত্বক হাইড্রেট ও ময়েশ্চারাইজ করে।
  • মুখের চামড়া কুঁচকে যাওয়া ও বলিরেখা দূর করে।
  • অ্যালোভেরা জেল ভিটামিন সি, ভিটামিন ই ও বিটা- ক্যারোটিনযুক্ত হয় ত্বকের কালোভাব, বয়সকালীন ছোপ দূর করতে সাহায্য করে।
  • ব্রণ, ফুসকুড়ি ও মুখে কালো দাগ-ছোপ কমিয়ে আপনার মুখের লাবণ্য ফিরিয়ে আনে।
  • শুধুমাত্র ত্বক নয় চুল ও স্কাল্পের নানা সমস্যার সমাধান করে অ্যালোভেরা জেল।

বাজারে বিভিন্ন ব্র্যান্ডের অ্যালোভেরা জেল পাওয়া যায়, সস্তার অ্যালোভেরা জেল না কিনে কোনো বিশ্বাসযোগ্য ব্র্যান্ডের অ্যালোভেরা জেল কেনাই ভালো। জেনে নিন অ্যালোভেরার গুণাগুণ, আর দেখুন ম্যাজিক।