সংক্ষিপ্ত
- লাহোরের আকাশে হঠাৎই 'শয়তানের আগমন'
- দেখেই আশঙ্কার প্রহর গুণতে শুরু করল পাকিস্তান
- যদিও শেষ পর্যন্ত স্থায়ী হল না ভয়ের আবহ
- আকাশ পথেই অন্য দিকে মোড় নিলে 'কালো আংটি'
লাহোরের আকাশে হঠাৎই 'শয়তানের আগমন'। দেখেই আশঙ্কার প্রহর গুণতে শুরু করল পাকিস্তান। যদিও শেষ পর্যন্ত স্থায়ী হল না ভয়ের আবহ। তার আগেই আকাশ পথেই অন্য দিকে মোড় নিলে 'কালো আংটি'। মুহূর্তে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো।
সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে সেই ভিডিয়ো। পাকিস্তানের লাহোর শহরের এই ভিডিয়ো নিয়ে উত্তাল নেট দুনিয়া। যেখানে দেখা যাচ্ছে, বিশাল এক কালো ধোঁয়ার রিং উড়ে বেড়াচ্ছে আকাশ পথে। যা দেখে অনেকেই বলেছেন, শয়তানের আংটি এবার গ্রাস করবে পাকিস্তানকে। সাদামাটা কেউ ওই কালো ধোঁয়ার আংটির মধ্য়ে ভিনগ্রহের প্রাণীর সন্ধান পেয়েছেন। ইংরেজির ও-এর মতো দেখতে ওই ধোঁয়াকে ভুতুরে মেঘ আখ্যা দিয়েছেন অনেকে।
যদিও বাস্তব বলছে অন্য কথা। কিছুদিন আগেও কাজাখ অঞ্চলের ওপর একই ধরনের কালো ধোয়ার বৃত্ত দেখা গিয়েছিল। লেমিংটন স্পা-এর কালো বৃত্তের মতোই দেখতে এই ধোঁয়ার বৃত্ত। গত বছর এক স্কুল ছাত্রী প্রথম এই কালো ধোঁয়ার বৃত্ত দেখতে পায়। পরে খোঁজ নিয়ে জানা যায়, সামনেই কোনও জায়গায় আগুন থেকেই ওই কালো ধোঁয়া তৈরি হয়েছে। তবে পর্য়বেক্ষকরা বলছেন, এ ধরনের কালো ধোঁয়ার রিং কোনও নতুন ঘটনা নয়। কোনও জায়গায় গোলাকার কোনও পাত্রের মধ্য়ে বিস্ফোরণ হলে এই ধরনের আকার নেয় ধোঁয়া।