ফের ভাইরাল পাক সাংবাদিক আমিন হাফিজ মনে করাচ্ছেন আরেক পাক সাংবাদিক চাঁদ নবাব-কে এর আগে মোষের ইন্টারভিউ নিয়েছিলেন এবার কিসের জন্য ভাইরাল হলেন তিনি? 

পাক মন্ত্রীদের মতো পাক সাংবাদিকরাও নেটিজেনদের জন্য খোরাক তৈরি করতে কিছু কম যান না। পাক সাংবাদিক চাঁদ নবাব তো এই বিষয়ে কিংবদন্তি। ক্যামেরার সামনে রিপোর্টিং করতে গিয়ে তিনি যা করেন, তাই ভাইরাল হয়। তাঁরই পথে এগোচ্ছেন পাক সংবাদ চ্যানেল জিও টিভির সাংবাদিক আমিন হাফিজ-ও। এর আগে একটি মোষের সাক্ষাৎকার নিয়ে ও গাদার পিঠে চড়তে চড়তে রিপোর্টিং করে তিনি ভাইরাল হয়েছিলেন।

ফের একবার ইন্টারনেটে সাড়া ফেলে দিয়েছেন তিনি। এবার হইচই ফেলেছে তাঁর পোশাক-আশাক। ভাইরাল ভিডিওয় তাঁকে দেখা যাচ্ছে তরোয়াল হাতে বাদশার বেশে ও মেজাজে রিপোর্টিং করতে। এক টুইটার ব্যবহারকারী এই ভিডিওটি পোস্ট করে লিখেছেন, 'পাকিস্তানের বিখ্যাত সাংবাদিকের কাণ্ডকারখানা'।

Scroll to load tweet…

আসুন দেখে নেওয়া যাক পাক টিভিতে কীভাবে খবরটি পরিবেশিত হয়েছে -

Scroll to load tweet…

তাঁর আগের কীর্তি, ভাইরাল হওয়া সেই ভিডিও -

Scroll to load tweet…

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ২ লক্ষেরও বেশিবার দেখা হয়েছে। তবে এই হাস্যকর ভিডিও নিয়ে নেটিজেনরা দ্বিধাবিভক্ত। কেউ বলছেন আমিন হাফিদ চাঁদ নবাব-এর দিকেই এগোচ্ছেন। আবার অনেকের দাবি চাঁদকে এখনই টপকে গিয়েছেন তিনি। আপনার কী মনে হয়?