সংক্ষিপ্ত

বাচ্চার ভবিষ্যত ভালো করতে শুধু পড়াশোনা করালেই হল না, প্রয়োজন বাড়তি কিছু শিক্ষারও। তাকে যেমন পড়ার বিষয় শিক্ষা দেবেন, তেমনই শিক্ষা দিন তার সঠিক ব্যক্তিত্ব গঠনে। আজ রইল কয়টি টিপস। বাচ্চার ভবিষ্যক গড়তে অবশ্যই এই কয়টি বিষয় শিক্ষা দিন তাকে। জেনে নিন কী কী। 

বাচ্চার (Kids) সঠিক ভবিষ্যত গড়তে মরিয়া অভিভাবকেরা। তার পড়াশোনা, খেলাধুলো সব বিষয়ে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। তবে, এসবের সঙ্গে সমান জরুরি বাচ্চার সঠিক স্বভাব গড়ে তোলা। বাচ্চার ভবিষ্যত ভালো করতে শুধু পড়াশোনা করালেই হল না, প্রয়োজন বাড়তি কিছু শিক্ষারও। তাকে যেমন পড়ার বিষয় শিক্ষা দেবেন, তেমনই শিক্ষা দিন তার সঠিক ব্যক্তিত্ব গঠনে। আজ রইল কয়টি টিপস। বাচ্চার ভবিষ্যক গড়তে অবশ্যই এই কয়টি বিষয় শিক্ষা দিন তাকে। জেনে নিন কী কী। 
 
সবার আগে শেখান টাইম ম্যানেজমেন্ট (Time Management) । ছোট থেকে এই বিষয় শিক্ষা দিন বাচ্চাকে। কোথাও যাওয়ার হলে সঠিক সময় পৌঁছানো দরকার, কোন কাজে কতটা সময় ব্যায় করার দরকার, দিনের কতটা সময় খেলাধুলা করবে আর কতটা পড়াশোনা- শিক্ষা দিন এই সব বিষয়। ছোট থেকে তাকে রুটিন করে চলতে শেখান। সেই রুটিং-এ শুধু পড়ার বিষয় নয়, সঙ্গে থাকুক বাচ্চার খেলা, টিভি (TV) দেখা এমনকী গল্প করার সময়। ছোট থেকে এই শিক্ষা দিলে তারই উপকার।

সিদ্ধান্ত নিতে শেখান বাচ্চাকে (Kids)। সারাক্ষণ আপনার ওপর সে নির্ভর করবে এমন ঠিক নয়। বাচ্চাকে নিজের কাজ নিজেকে করতে শেখান। তা না হলে পরে বাইরে গেলে সমস্যায় পড়বে। বাচ্চার সঠিক ভবিষ্যত গড়তে তাকে সবার আগে সাবলম্বী করুন। সঙ্গে যে কোনও সিদ্ধান্ত নেওয়ার শিক্ষা দিন বাচ্চাকে। এই দুই বিষয় পারদর্শ হওয়া খুব প্রয়োজন। 
 
অর্থ সঞ্চয় করতে শেখান বাচ্চাকে। কোন খাতে কতটা অর্থ ব্যয় করতে হবে তা শিক্ষা দিন। ছোট থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট (Bank Account) খুলে দিন। সেখানে টাকা রাখতে শেখান। সঞ্চয় করার মানসিকতা গড়ে তুলুন। তাকে সঠিক শিক্ষা দিন। এতে তার ভবিষ্যৎ ভালো হবে। 

প্রকৃতিকে রক্ষা করা শিক্ষা দিন বাচ্চাকে (Kids)। অল্প বয়সে আপনার সন্তানের মধ্য়ে পরিবেশ সংরক্ষণ এবং স্থায়িত্বের মূল্যবোধ স্থাপন করুন। পরিবেশের প্রতি যত্নশীল হওয়ার মানসিকতা (Mentality) গড়ে তুলুন। বাগান তৈরি ও গাছ লাগানোর প্রসঙ্গে শিক্ষা দিন। ছোট থেকেই গাছ লাগাতে শেখান। বর্জ্য পদার্থ কোথায় ফেলতে হবে, তা শিক্ষা দিন। চারিদিক পরিষ্কার করার শিক্ষা দিন। তাকে একজন ভালো মনের মানুষ তৈরি করে তুলুন। তাই অবশ্যই এই কয়টি বিষয় শিক্ষা দিন তাকে।

আরও পড়ুন: বাড়ি থাকতে গিয়ে বাচ্চা যেন Unsocial না হয়ে যায়, খেয়াল রাখুন এই কয়টি বিষয়ে

আরও পড়ুন: Parenting Tips: বার বার করোনার খবর বলে আতঙ্কিত করবেন না বাচ্চাকে, দেখা দিতে পারে মানসিক চাপ

আরও পড়ুন: Roundup 2021: করোনার জন্য বছর ভর কেটেছে বাড়িতেই, বাচ্চার সঠিক ভবিষ্যত গড়তে অভিভাবকদের নজর ছিল যে বিষয়ে