সংক্ষিপ্ত
ধীরে ধীরে সম্পর্ক (Relationship) যেন তিক্ত হয়ে উঠেছে। তাই মাঝে মধ্যেই বিচ্ছেদের কথা ভাবছে রিয়ে। বিপরীতে থাকা মানুষটাও যে বিচ্ছেদ করতে চায়, তা তার আচরণে বোঝা যাচ্ছে। তবে, ব্রেকআপের সিদ্ধান্ত নেওয়ার আগে কয়টি জিনিস মাথায় রাখুন।
রিয়া ও অর্চির প্রেমটা প্রায় ৪ বছরের। কলেজে আলাপ দুজনের, প্রেম (Love) শুরু হয়েছিল কলেজের শেষ বছর থেকে। এরপর এক সঙ্গে উচ্চশিক্ষা। ভালোবাসার ভাড়ারে রয়েছে একাধিক সুন্দর স্মৃতি (Memories)। বর্তমানে দুজনেই কর্মরত। তবে, শেষ এক বছরের বেশি সময় ধরে সম্পর্কে নানা রকম সমস্যা দেখা দিচ্ছে। সারাক্ষণ অশান্তি, সন্দেহ, সবই প্রবেশ করেছেন দুজনের মাঝে। ধীরে ধীরে সম্পর্ক (Relationship) যেন তিক্ত হয়ে উঠেছে। তাই মাঝে মধ্যেই বিচ্ছেদের কথা ভাবছে রিয়ে। অর্চিও যে বিচ্ছেদ করতে চায়, তা তার আচরণে বোঝা যাচ্ছে। তবে, ব্রেকআপের সিদ্ধান্ত নেওয়ার আগে কয়টি জিনিস মাথায় রাখুন।
সবার আগে খোলামেলা আলোচনা করুন। ব্রেকআপের (Breakup) সিদ্ধান্ত নিলেন, পরে আবার পরে মনে হল ভুল করেছেন, এতে লাভ নেই। তাই নিজেদের অনুভূতি সম্পর্কে দুজনে খোলামেলা আলোচনা (Discursion) করুন। কেন অশান্তি হচ্ছে এত তা খুঁজে দেখুন। সমস্যা যদি মিটিয়ে নেওয়া যায়, তাহলে বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়ার কোনও মানে নেই।
সম্পর্কের প্রতি সৎ (Honest) থাকুন। সম্পর্কে থাকাকালীন অন্য কারও প্রতি ভালোবাসা তৈরি হতেই পারে। এমন হতে, দুজনকে মিথ্যা কথা বলবেন না। নতুন সম্পর্কে জড়াতে চাইলে আগের সম্পর্ক শেষ করুন। কিন্তু, প্রেমিকাকে লুকিয়ে অন্য মেয়ের সঙ্গ সম্পর্কে জড়াবেন না। এতে দুজনের প্রতিই আপনি অসৎ থাকলেন।
বিচ্ছেদের (Breakup) সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে দেখুন, কেন ব্রেকআপ করতে চান। ঠিক কী সমস্যা হচ্ছে, আপনি ভুল ভাবছেন না তো, অথবা কেউ আপনাকে ভুল বোঝাচ্ছে না তো। ব্রেকআপের পর আপনি একা থাকতে কতটা স্বচ্ছন্দ্যবোধ করবেন, তা ভেবে নিন।
মিথ্যা আশা দেবেন না। সম্পর্ক শেষ করতে চাইলে, তাকে অপেক্ষা করার কথা বলবেন না। এখন বিচ্ছেদ করতে চাইছেন, হয়তো ভবিষ্যতে সব ঠিক হয়ে যাবে, এমন কথা না বলাই ভালো। এতে মিথ্যা আশা (False Hope) দেওয়া হবে।
নিজের সিদ্ধান্ত প্রসঙ্গে আত্মবিশ্বাসী (Confident) হন। যা সিদ্ধান্ত নেবেন, তা ভাবনা চিন্তা করে নিন। এখন ব্রেকআপ করলেন, একমাস পর আবার সব মিটিয়ে নিতে চাইলেন, এমন ঠিক নয়। মনে দ্বন্দ্ব থাকলে ভেবে চিন্তে সময় নিয়ে সিদ্ধান্ত নিন। তবে, এটাই যেন হয় আপনার চূড়ান্ত সিদ্ধান্ত। তা না হলে পরে সমস্যায় পড়বেন।
আরও পড়ুন: মেটাবলিজম বাড়িয়ে সুস্থ ও সক্রিয় থাকুন, মেনে চলুন সহজ পাঁচটি উপায়, রইল টিপস
আরও পড়ুন: অনুভূতি ব্যক্ত করুন মেসেজে, রইল কনফেশন ডে-র ১০টি শুভেচ্ছাবার্তা, দেখে নিন এক নজরে
আরও পড়ুন: ওজন কমাতে শুধু কম খেলেই হবে না, সবার আগে মেনে চলুন এই কয়টি জিনিস, রইল টোটকা