সংক্ষিপ্ত

বিয়ের প্রথম ৬টা মাস সব ঠিক থাকলেও, আস্তে আস্তে নানা রকম সমস্যা সামনে এসে দাঁড়ায়। এই থেকে শুরু হয় অশান্তি। শেষে বিচ্ছেদ। তবে একবার বিয়ের সিদ্ধান্ত ভুল ছিল বলে, সারা জীবন একা কাটাবেন এমন নয়। বিয়ের আগে মানুষ চিন্তে ভুল হতেই পারে। তাই বলে, একটা ভুলের জন্য সারাটা জীবন একা থাকার সিদ্ধান্ত নেওয়া কোনও বুদ্ধি মত্তার কাজ নয়। তাই ডিভোর্সের পরও ডেটিং করতে পারেন।

বিবাহ বিচ্ছেদের ঘটনা নতুন নয়। রোজ কোনও না কোনও সম্পর্ক ভাঙছে। সে প্রেমের বিয়ে হোক কিংবা সম্বন্ধ করা। বিয়ের প্রথম ৬টা মাস সব ঠিক থাকলেও, আস্তে আস্তে নানা রকম সমস্যা সামনে এসে দাঁড়ায়। এই থেকে শুরু হয় অশান্তি। শেষে বিচ্ছেদ। তবে একবার বিয়ের সিদ্ধান্ত ভুল ছিল বলে, সারা জীবন একা কাটাবেন এমন নয়। বিয়ের আগে মানুষ চিন্তে ভুল হতেই পারে। তাই বলে, একটা ভুলের জন্য সারাটা জীবন একা থাকার সিদ্ধান্ত নেওয়া কোনও বুদ্ধি মত্তার কাজ নয়। তাই ডিভোর্সের পরও ডেটিং করতে পারেন। আজ টিপস রইল তাদের জন্য।

আপনার প্রাক্তন সঙ্গী নতুন কোনও সম্পর্কে জড়িয়েছে- এমন খবর কানে আসা মাত্র অনেকে মরিয়া হয়ে খোঁজ শুরু করে নতুন সম্পর্কের। এর পরিণতি হয় ভয়ঙ্কর। আবারও সম্পর্কে জড়াতেই পারেন। তবে, তাড়াহুড়ো নয়। দ্বিতীয়বার সম্পর্কে জড়ানোর আগে সেই মানুষটাকে ভালো করে চিনে নিন। প্রয়োজনে কিছু দিন একা থাকুন। নিজের মানসিক অবস্থার দিকে খেয়াল রাখুন। তারপর নতুন সম্পর্কের খোঁজ করবেন।
বিচ্ছেদের পর অনেকে নতুন সম্পর্কে যেতে ভয় পায়। একটা বিয়ের সিদ্ধান্ত ভুল ছিল বলে, অথবা একটা মানুষকে ভুল চিনেছেন বলে দুনিয়া খারাপ এমন নয়। ডিভোর্সের পরও বহু মানুষ বিয়ে করছে, এই কথা মাথায় রাখুন। নিজের মনে নেতিবাচক চিন্তা ভাবনা আসতে দেবেন না। এতে আপনারই মানসিক জটিলতা বৃদ্ধি পাবে। 

বিচ্ছেদের পর শারীরিক চাহিদা পূরণের জন্য অনেকে সম্পর্কে জড়ান। এমন করা উচিত নয়। নিজের মনকে বোঝান। শারীরিক চাহিদা হতেই পারে। কিন্তু, পরিস্থিতির চাপে সে বিষয় খেয়াল রাখা সম্ভব নয়, এটা বোঝার চেষ্টা করুন। শুধু শারীরিক চাহিদা পূরণের জন্য কারও সঙ্গে সম্পর্কে জড়ানোর মতো অনৈতিক কাজ করবেন না।  

বিবাহ বিচ্ছেদের পর একাকীত্ম্য অনেককে গ্রাস করে। চারপাশের সকলের থেকে নিজেকে আলাদা মনে হয়। সকলের সামনে যেতে অনেকে দ্বিধা বোধ করেন। এমন হওয়া স্বাভাবিক। কিন্তু, নিজের এই ভুল মানসিকতার বদল করুন। নিজেকে ব্যস্ত রাখুন। মনে করুন আপনার মতো অনেক মেয়ে আছে। তাই সকলের সঙ্গে মন খুলে গল্প করুন। পুরনো বন্ধুদের সঙ্গে ঘুরতে যান। নিজেকে সময় দিন। জীবনটা আবার সুন্দর করে সাজানোর চেষ্টা করুন। 

আরও পড়ুন- এলআইসি আনল এক বাম্পার স্কিম, আর ৬০ নয় এবার ৪০ বছর বয়স থেকে মিলবে ৫০ হাজার টাকা পর্যন্ত পেনশন

আরও পড়ুন- আকাশছোঁয়া সোনা-রূপোর দাম আজ কোথায় ঠেকল, জেনে নিন ২২ ও ২৪ ক্যারেটের দর

আরও পড়ুন- সন্তানের স্বাস্থ্য ভালো করতে চান? এই খাবারগুলো রাখুন পাতে