- Home
- Religion
- Spritiual
- ধনতেরাসে এই জিনিস ভুলেও ঘরে আনবেন না! চিরকালের মতো রুষ্ট হয়ে ঘর ছাড়বেন মা লক্ষ্মী
ধনতেরাসে এই জিনিস ভুলেও ঘরে আনবেন না! চিরকালের মতো রুষ্ট হয়ে ঘর ছাড়বেন মা লক্ষ্মী
ধনতেরাসে এই জিনিস ভুলেও ঘরে আনবেন না! চিরকালের মতো রুষ্ট হয়ে ঘর ছাড়বেন মা লক্ষ্মী
17

Image Credit : Freepik
২৯ অক্টোবর ধনতেরাস। এই শুভ দিনে সবাই ঘরের অর্থাভাব ঘোচাতে সোনাদানা গ্রহরত্ন কেনেন।
27
Image Credit : Getty
তবে জানেন কী ভুলবশত এমন কিছু কিনে ফেলা হয় যা গৃহস্থের চরম অমঙ্গল ডেকে আনে।
37
Image Credit : Getty
আসুন জেনে নেওয়া যাক কোন কোন জিনিস ধনতেরাসের দিন কেনা একেবারেই শুভ নয়-
47
Image Credit : social media
ধনতেরাসের দিন একেবারেই কাচের জিনিস কিনতে নেই। কারণ কাচের সঙ্গে রাহুর সম্পর্ক রয়েছে। তাই এই দিন কাচ কিনলে রাহুকে ডেকে আনা হয়।
57
Image Credit : Social media
ধনতেরাসের দিন তেল কেনা একেবারেই যাবে না। এতে দেবী ভীষণ রুষ্ট হন। প্রদীপ জ্বালালে তা ঘিয়ের জ্বালাতে পারেন। বা তেল আগে তেকে কিনে রাখতে পারেন।
67
Image Credit : Freepik
এই দিন লোহার জিনিস কখনও দিনবেন না। এই দিনে ঘরে লোহার জিনিস আনলে কুবের দেবতা অত্যন্ত রুষ্ট হন।
77
Image Credit : Social media
এই দিন স্টিলের বাসনও একেবারে কেনা চলবে না। স্টিলের জিনিস কেনা এই দিনে শুভ নয়। বাসন কিনলে তামা বা ব্রোঞ্জের কিনতে হয়।
Latest Videos