- Home
- Religion
- Spritiual
- Durga Puja 2024: ঠিক কখন হবে অষ্টমীর অঞ্জলি আর সন্ধীপুজো, রইল গুরুত্বপূর্ণ পুজোর নির্ঘণ্ট
Durga Puja 2024: ঠিক কখন হবে অষ্টমীর অঞ্জলি আর সন্ধীপুজো, রইল গুরুত্বপূর্ণ পুজোর নির্ঘণ্ট
- FB
- TW
- Linkdin
দুর্গাপুজোর অঞ্জলি
দুর্গাপুজো উপলক্ষ্যে ষষ্ঠী থেকে দশমী নিত্যদিনই অঞ্জলি দেওয়া যায়। কিন্তু অষ্টমীর অঞ্জলির ধর্মীয় গুরুত্ব অনেক বেশি।
অষ্টমীর অঞ্জলির গুরুত্ব
প্রাচীন কাল থেকেই বি্শ্বাস করা হয়, দুর্গা পুজোর মানেই অষ্টমীর অঞ্জলি। এই দিন দেবীকে ফুল অর্পণ করলে আর ভক্তিভরে ডাকলে আশীর্বাদ পাওয়া যায়।
সন্ধীপুজোর গুরুত্ব
প্রাচীন কাল থেকেই বিশ্বাস করা হয়, অষ্টমী আর নবমী তিথির সন্ধীক্ষণেই দেবী দুর্গা চরম শক্তিশালী হয়ে বধ করেছিলেন অসুরকে।
অকালবোধে সন্ধীপুজো
অকালবোধনেও সন্ধীপুজোর গুরুত্ব রয়েছে। এই সময়ই শ্রীরাম দেবী দুর্গার আশীর্বাদ নিয়ে রাবণের বধ করেছিলেন।
সন্ধীপুজোর মাহাত্ম্য
মনে করা হয় সন্ধীপুজোর সময়ই দুষ্টের বিনাশ হয়। সেই সময় সৃষ্ট চরম শক্তিশালী হয়ে যায়।
অষ্টমীর অঞ্জলির সময়
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী ১০ অক্টোবর বৃহস্পতিবার অষ্টমী তিথি শুরু। শেষ হবে শুক্রবার বেলা ১২টা ৭ মিনিটে।
গুপ্তপ্রেসের পঞ্জিকা অনুযয়ী
বৃহস্পতিবার সকাল ৭টা ২৩ মিনিটে শুরু হবে অষ্টমী তিথি। শেষ হবে পরের দিন সকাল ৬টা ৪৬ মিনিটে।
অঞ্জলি দেওয়ার সময়
অষ্টমী তিথি যতক্ষণ থাকবে ততক্ষণই অষ্টমীর অঞ্জলি দেওয়া যায়। কোনও বাধা নেই।
সন্ধীপুজোর সময়
সন্ধিপুজো , সকাল ৬টা ২২ মিনিট ৫৮ সেকেন্ডের মধ্যে শ্রীশ্রী শারদীয়া দুর্গাদেবীর মহাষ্টম্যাদি কল্পারম্ভ মহাষ্টমী বিহিত পুজো শেষ হবে।
বেলায় অঞ্জলি
সন্ধীপুজো ভোরবেলা করতে হবে। সেই কারণে সন্ধীপুজোর পরেই অনেক জায়গায় অষ্টমীর অঞ্জলি হবে।