Mahalaya 2024:কেন পালন করা হয় মহালয়া ? জানুন এই দিনটির ধর্মীয় গুরুত্ব
- FB
- TW
- Linkdin
মহালয়া ২০২৪
দুর্গা পুজোর আগেই পালন করা হয় মহালয়া। মহালয়া থেকেই শুরু হয়ে যায় দেবীপক্ষ। জানুন কেন পালন করা হয় মহামলা।
হিন্দু ধর্মে গুরুত্ব
মহালয়ার গুরুত্ব হিন্দু ধর্মে অনেক। মহালয়া দিয়েই শুরু হয় হিন্দুদের সবথেকে বড় উৎসব। এই দিনটিকে নবরাত্রি ও পিতৃপক্ষের সঙ্গম বলা হয়।
দেবী দুর্গার আবহন
হিন্দু ধর্মের রীতি অনুযায়ী এই দিন থেকেই দেবী দুর্গার আবহণ করা হয়। দেবীকে বাড়িতে আসার আমন্ত্রণ জানান হয়।
মহালয়ায় পালন
মহালয়া, অমাবস্যা আর পিতৃপক্ষ একই দিনে পড়ে। হিন্দুদের কাছে এটি একটি পবিত্র দিন।
তর্পণ
এই দিন পিতৃপুরুষের উদ্দেশ্যে প্রার্থনা করা হয়। তিন আর জল দিয়ে পুজো করা হয়।
চোখ আঁকা
প্রাচীন রীতি অনুযায়ী এই দিনই দেবী দুর্গার চোখ আঁকা হয়। অর্থাৎ দুর্গা প্রতিমাকে চূড়ান্ত রূপ দেওয়া হয়।
দেবীপক্ষের সূচনা
পুরাণ এবং শাস্ত্রের বেশ কিছু তথ্য এবং ব্যাসদেব রচিত মহাভারতে এই দিনটিকে পিতৃপক্ষের সমাপ্তি এবং দেবীপক্ষের সূচনা হিসেবে উল্লেখ করা হয়েছে। কিন্তু এই দিনটিকে কেন মহালয়া বলা হয়ে থাকে।
মহালয়ের পুরাণ ব্যাখ্যা
পুরাণ মতে এই দিন থেকেই অশুভ শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন দেবী দুর্গা।
মহালয়া শুভ না অশুভ
পুরাণ অনুযায়ী এটি একটি শুভ অনুষ্ঠান। এই দিনে পিতৃপুরুষ আশীর্বাদ করেন। দিনটি কোনও মতেই অশুভ নয়।
মহালয়া ২০২৪
চলতি বছর ২ অক্টবর মহালয়া। অর্থাৎ এই দিন থেকেই উৎসবের শুরু হয়ে যায়।