নভেম্বর মাসের অমাবস্যা কত তারিখে পড়েছে? জেনে নিন দিনক্ষণ, তিথি ও পালনের নিয়ম
কেটে গিয়েছে নভেম্বর মাসের পূর্ণিমা তিথি। আসতে চলেছে চলতি মাসের অমাবস্যা তিথি। তবে এই মাসে কত তারিখে পড়ছে এই অমাবস্যা তিথি? পঞ্জিকা কী বলছে? কিন্তু এই অমাবস্যা তিথির দিনক্ষণ, সময়সূচী এবং নিয়মকানুন সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই প্রতিবেদনটি পড়ুন।

মূলত নভেম্বর মাসের এই অমাবস্যাকে মার্গশীর্ষ অমাবস্যা হিসেবেই পালন করা হয়। তবে এই মাসে কত তারিখে পড়ছে এই অমাবস্যা তিথি? পঞ্জিকা কী বলছে? কিন্তু এই অমাবস্যা তিথির দিনক্ষণ, সময়সূচী এবং নিয়মকানুন সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই প্রতিবেদনটি পড়ুন।
২০২৫ সালের নভেম্বর মাসের অমাবস্যা তিথি কত তারিখে?
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী, ২০২৫ সালের নভেম্বর মাসে অমাবস্যা তিথি পড়ছে আগামী ২০ নভেম্বর, বৃহস্পতিবার। আর এটিকে মার্গশীর্ষ অমাবস্যা বলা হচ্ছে। তবে তিথি নিয়ে যদি কথা বলি, তাহলে ১৯ নভেম্বর, সকাল ৯:৪৩ মিনিটে শুরু হচ্ছে অমাবস্যা, আর তিথি শেষ হচ্ছে ২০ নভেম্বর, দুপুর ১২:১৬ মিনিটে।
তবে আমরা যদি এদিন সূর্যোদয় নিয়ে কথা বলি, তাহলে ভোর ৬:৪৮ মিনিটে এদিন সূর্যোদয় হবে আর পিতৃ পূজা হবে বেলা ১১:৩০ থেকে ১২:৩০ মিনিট পর্যন্ত। পাশাপাশি বিষ্ণু পুজো হবে ভোর ৫:০১ মিনিট থেকে ৫:৫৪ মিনিট পর্যন্ত।
২০২৫ এর নভেম্বর মাসের অমাবস্যা
তিথির তারিখ
২০ নভেম্বর, বৃহস্পতিবার
তিথি শুরু
১৯ নভেম্বর, সকাল ৯:৪৩
তিথি শেষ
২০ নভেম্বর, দুপুর ১২:১৬
পিতৃ পূজার সময়
সকাল ১১:৩০ থেকে ১২:৩০
বিষ্ণু পূজার সময়
ভোর ৫:০১ থেকে ৫:৫৪
কীভাবে পালন করবেন এই নভেম্বর মাসের অমাবস্যা?
দেখুন, হিন্দু ধর্মে নভেম্বর মাসের অমাবস্যা বা মার্গশীর্ষ অমাবস্যকে পূর্ণ তিথি হিসেবেই ধরা হয়। এদিন ভোরবেলা উঠে পিতৃ তর্পণ করলে পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়। আর পিন্ডদান বা শ্রাদ্ধ কর্মের জন্য এই দিনটি শুভ। কারণ, পূর্বপুরুষের আত্মার শান্তির জন্য এই দিনটিতে প্রার্থনা করা হয়।
এমনকি এই অমাবস্যার দিন অশ্বত্থ গাছের নীচে একটি প্রদীপ জ্বালানো পরিবারের জন্য শুভ বলে মনে করা হয়। এছাড়া প্রদীপ জ্বালিয়ে ওই গাছের চারদিকে প্রদক্ষিণ করলেও ভালো ফলাফল আসে। এতে বহু দোষ থেকে মুক্তি পাওয়া যায়। এমনকি অমাবস্যার দিন দরিদ্রদের দান করলে পরিবারে কোনও সময় অর্থাভাব দেখা যায় না এবং প্রচুর পরিমাণে উন্নতি পাওয়া যায়।

