রথযাত্রায় জগন্নাথ, বলরাম ও সুভদ্রার পুজোর পদ্ধতি জেনে নিন। ধূপ, প্রদীপ, জল, ফুল, চামর ও ময়ূরের পালক দিয়ে কীভাবে পুজো করবেন জানুন।
আগামী ২৭ জুন পালিত হবে রথযাত্রা। স্নানযাত্রায় স্নানের পর শরীরিক অসুস্থতার কারণে প্রভু শ্রীজগন্নাথ, দাদা বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে অনসরকাল কাটান। স্নানযাত্রায় স্নান করার পর প্রভু শ্রীজগন্নাথদেব অসুস্থ হয়ে পড়েন। সেই কারণে ভক্তগণের থেকে নিভৃতে অনসরকালে চিকিৎসকের অধীনে চিকিৎসাধীন থেকে এক পক্ষকাল যাবত চিকিৎসা এবং সেবায় সুস্থ হয়ে ওঠেন। সুস্থ হয়ে প্রথে মাসির বাডডি যান। জগন্নাথ দেবের বেড়াতে যাওয়ার উৎসবকেই বলে রথযাত্রা।
এই শুভ সময় বাড়িতেউ জগন্নাথ দেবের পুজো করুন। ভক্তি ভরে জগন্নাথ দেবের পুজো করলে মিলবে তাঁর আশীর্বাদ। জেনে নিন কীভাবে পুজো করবেন।
পুজোর উপকরণ
ধূপকাঠি
ঘি-র প্রদীপ
জল ভর্তি শঙ্খ
নতুন কাপড়
ফুল
চামর
ময়ূরের পালক দিয়ে তৈরি পাখা
ঘন্টা
ধূপকাঠি দিয়ে পুজো
পুজো শুরু প্রথম পর্যায়ে ধূপকাঠি জ্বালান। ঘড়ির কাঁটার দিকে ৭ বার ভগবান জগন্নাথের দিকে ঘোরান। প্রথমে জগন্নাথ, তারপর বলরাম ও তারপর সুভদ্রা দেবীর পুজো করুন। তারপর সুদর্শন চক্রেও পুজো করুন।
ঘি-র প্রদীপ জ্বালান
প্রথমে ভগবান জগন্নাথের পদ্মের কাছে প্রদীপটি ঘড়ির কাঁটার দিকে চারবার ঘুরিয়ে দেখান। তারপর আমরা জগন্নাথের পেটে প্রদীপটি দেখান।
ভগবানকে স্নান করান
জলে ভরা শঙ্খটি নিয়ে ভগবান জগন্নাথের মাথার ওপরে তিনবারে ঘড়িয়ে কাঁঠার দিকে ঘুরিয়ে দিন এবং তারপর ভগবানের দেহের চারপাশে ঘড়ির কাঁটার দিকে সাতবার শঙ্খটি ঘুরিয়ে দিন। এবার নতুন কাপড় দিয়ে মুছে নিন।
ফুল নিবেদন
ভগবান জগন্নাথকে ফুল নিবেদন করুন। ঘরির কাঁটার দিকে সাতবার ঘুরিয়ে ফুল নিবেদন করুন জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে।
চামরার ব্যবহার করুন
জগন্নাথের পুরো শরীরে চামর দিয়ে হাওয়া করুন। সাতবার করে হাওয়া করুন। জগন্নাথের পর বলরাম, তারপর সুভদ্রাকে হওয়া করুন। তারপর সুদর্শন চক্রেও হাওয়া দিন।
ময়ূর পাখা ব্যবহার করুন
চামরের পর ময়ূল পাখা ব্যবহার করুন। ময়ূরের পাখা দিয়ে হাওয়া করুন। এতে মিলবে জগন্নাথ দেবের কৃপা। পুজো শেষে ঘন্টা বাজান। নিষ্ঠা ভরে পুজো করুন।
ভোগ নিবেদন
এরই সঙ্গে জগন্নাথ দেবের পছন্দের সব খাবার নিবেদন করুন। এবছর এই শুভ সময় বাড়িতেউ জগন্নাথ দেবের পুজো করুন। ভক্তি ভরে জগন্নাথ দেবের পুজো করলে মিলবে তাঁর আশীর্বাদ। কেটে যাবে আপনার জীবনের সকল জটিলতা।

