- Home
- Religion
- Puja Vrat
- হিন্দু ক্যালেন্ডার: বৈশাখ থেকে চৈত্র, মাসগুলোর নাম কীভাবে রাখা হল? রয়েছে অজানা কারণ
হিন্দু ক্যালেন্ডার: বৈশাখ থেকে চৈত্র, মাসগুলোর নাম কীভাবে রাখা হল? রয়েছে অজানা কারণ
হিন্দু ক্যালেন্ডারের অজানা কথা: ইংরেজি ক্যালেন্ডারের মতোই হিন্দু ক্যালেন্ডারেও ১২টা মাস আছে। এই সব মাসের নাম আলাদা আলাদা। কিন্তু এই নামগুলো কীভাবে আর কises ভিত্তিতে রাখা হলো, সেই ব্যাপারে খুব কম লোকই জানেন।

হিন্দু ক্যালেন্ডারের ১২ মাস
ইংরেজি ক্যালেন্ডারের মতো হিন্দু ক্যালেন্ডারেও ১২টি মাস রয়েছে। বৈশাখ মাস দিয়ে শুরু হয়ে চৈত্র মাসে শেষ হয়। প্রতিটি মাসের নামের পেছনে রয়েছে এক অজানা কারণ।
কীভাবে ঠিক করা হয় হিন্দু মাসের নাম? জানুন জ্যোতিষ শাস্ত্রের ব্যাখ্যা
জ্যোতিষ শাস্ত্র অনুসারে, পূর্ণিমা তিথিতে চাঁদ যে নক্ষত্রে অবস্থান করে, সেই নক্ষত্রের নাম অনুসারে প্রতিটি মাসের নামকরণ করা হয়। এটি এক আকর্ষণীয় জ্যোতিষশাস্ত্র প্রক্রিয়া।
নক্ষত্রের সঙ্গে মাসের সম্পর্ক
চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে চাঁদ চিত্রা নক্ষত্রে থাকে, তাই এর নাম চৈত্র। একইভাবে, বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে চাঁদ বিশাখা নক্ষত্রে থাকায় মাসের নাম হয় বৈশাখ।
শ্রাবণ থেকে কার্তিক: প্রতিটি মাসের নামের পেছনের জ্যোতিষীয় কারণ
শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে চাঁদ শ্রবণ নক্ষত্রে থাকে, তাই এর নাম শ্রাবণ। আবার কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে চাঁদ কৃতিকা নক্ষত্রে থাকায় মাসের নাম হয় কার্তিক।
বছরের শেষ মাস ফাল্গুন
হিন্দু ক্যালেন্ডারের শেষ মাস হলো ফাল্গুন। এই মাসের পূর্ণিমা তিথিতে চাঁদ উত্তর ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করে, আর সেই কারণেই এই মাসের নাম রাখা হয়েছে ফাল্গুন।

