2026 ICC Men's T20 World Cup: টি-২০ বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। সব দলই এই টুর্নামেন্টের জন্য চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দিয়েছে। ভারতের পাশাপাশি অন্য আয়োজক দেশ শ্রীলঙ্কাও (Sri Lanka) প্রস্তুতিতে ব্যস্ত।

DID YOU
KNOW
?
বিশ্বকাপ জিতেছেন রাঠোর
২০২৪ সালে টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারতীয় দলের ব্যাটিং কোচ ছিলেন বিক্রম রাঠোর।

Sri Lanka Cricket: টি-২০ বিশ্বকাপের (2026 ICC Men's T20 World Cup) আগে ব্যাটিং পরামর্শদাতা হিসেবে ভারতীয় দলের প্রাক্তন ব্যাটিং কোচ বিক্রম রাঠোরকে (Vikram Rathour) নিযুক্ত করল শ্রীলঙ্কা। বৃহস্পতিবার এই ঘোষণা করা হয়েছে। চলতি মাসের ১৮ তারিখ শ্রীলঙ্কা দলে যোগ দেবেন রাঠোর। তাঁর সঙ্গে ১০ মার্চ পর্যন্ত চুক্তি করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। টি-২০ বিশ্বকাপের প্রস্তুতিতে দ্বীপরাষ্ট্রের ক্রিকেটারদের সাহায্য করবেন ভারতীয় দলের প্রাক্তন ব্যাটিং কোচ। তিনি টুর্নামেন্ট চলাকালীনও শ্রীলঙ্কা দলের সঙ্গে থাকবেন। ভারতীয় দলের এই প্রাক্তন ওপেনারের অভিজ্ঞতা ক্রিকেটারদের সাহায্য করবে বলে আশায় শ্রীলঙ্কার ক্রিকেট মহল। অনেক ক্রিকেটারই আইপিএল-এ (IPL 2026) খেলার সুবাদে ভারতের বিভিন্ন শহর ও স্টেডিয়ামের সঙ্গে পরিচিত। তাঁদের টেকনিক বা শট বাছাইয়ের ক্ষেত্রে কোনও সমস্যা থাকলে সে বিষয়ে সাহায্য করবেন রাঠোর।

সাফল্য পেয়েছেন রাঠোর

রাহুল দ্রাবিড় (Rahul Dravid) যখন ভারতীয় দলের প্রধান কোচ ছিলেন, তখন তাঁর কোচিং স্টাফের অন্যতম সদস্য ছিলেন রাঠোর। এই প্রাক্তন ব্যাটার ২০১৯ সালের সেপ্টেম্বরে ভারতীয় দলের ব্যাটিং কোচ নিযুক্ত হন। ২০২৪ সালের জুলাই পর্যন্ত তিনি ভারতীয় দলের সঙ্গে যুক্ত ছিলেন। এই সময়ের মধ্যে ভারতীয় দল ২০২৩ সালে ওডিআই বিশ্বকাপে (2023 ICC Men's Cricket World Cup) রানার্স হয় এবং ২০২৪ সালে টি-২০ বিশ্বকাপ (2024 ICC Men's T20 World Cup) চ্যাম্পিয়ন হয়। ভারতীয় দল থেকে অব্যাহতি পাওয়ার পর রাজস্থান রয়্যালসে (Rajasthan Royals) দ্রাবিড়ের সহকারী নিযুক্ত হন রাঠোর। এবারের আইপিএল-এও (IPl 2026) তিনি এই দায়িত্বে আছেন। এরই মধ্যে তিনি নতুন দায়িত্ব পেলেন। এই প্রাক্তন ব্যাটার ভারতীয় দলের হয়ে ছয়টি টেস্ট ম্যাচ এবং সাতটি ওডিআই ম্যাচ খেলেছেন। মাঝারি মানের ব্যাটার হলেও, কোচিংয়ে সাফল্য পাচ্ছেন তিনি।

সহজ গ্রুপে শ্রীলঙ্কা

এবারের টি-২০ বিশ্বকাপে গ্রুপ বি-তে অস্ট্রেলিয়া (Australia), আয়ারল্যান্ড (Ireland), ওমান (Oman) ও জিম্বাবোয়ের (Zimbabwe) সঙ্গে আছে শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়া ছাড়া বাকি দলগুলি তেমন শক্তিশালী নয়। ৮ ফেব্রুয়ারি নিজেদের প্রথম ম্যাচ আয়ারল্যান্ডের মুখোমুখি হবে শ্রীলঙ্কা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।