সংক্ষিপ্ত

সামগ্রিকভাবে পাকিস্তানের আর্থিক অবস্থা খুব খারাপ। পাকিস্তান ক্রিকেট বোর্ডও লাভজনক সংস্থা নয়। আইপিএল-এ খেলার সুযোগ নেই বলে পাকিস্তানের ক্রিকেটাররা বেশি অর্থ উপার্জন করতে পারেন না।

বিসিসিআই-এর চুক্তি অনুযায়ী গ্রেড সি-তে যে ক্রিকেটাররা আছেন তাঁদের অর্ধেকেরও কম বেতন পান পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। পিসিবি-র চুক্তি অনুযায়ী ক্রিকেটের ৩ ফর্ম্যাটেই খেলেন বলে বছরে ৪৩,৫০,০০০ পাকিস্তানি মুদ্রা পান বাবর। তাঁর মতোই পিসিবি-র চুক্তি অনুযায়ী সবচেয়ে বেশি অর্থ পান মহম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদি, ইমাম উল-হক ও হাসান আলি। সেখানে বিসিসিআই-এর চুক্তিতে গ্রেড সি-তে থাকা উমেশ যাদব, শিখর ধাওয়ান, শার্দুল ঠাকুর, ঈশান কিষাণ, দীপক হুডা, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, সঞ্জু স্যামসন, আর্শদীপ সিং ও কে এস ভরত বার্ষিক ১ কোটি টাকা করে পাচ্ছেন। গ্রেড বি-তে থাকা চেতেশ্বর পূজারা, কে এল রাহুল, শ্রেয়াস আইয়ার, মহম্মদ সিরাজ, সূর্যকুমার যাদব ও শুবমান গিল বছরে ৩ কোটি টাকা করে পাচ্ছেন। গ্রেড এ-তে থাকা হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ সামি, ঋষভ পন্থ ও অক্ষর প্যাটেল বছরে ৫ কোটি টাকা করে পাচ্ছেন। সর্বোচ্চ গ্রেড এ প্লাসে থাকা রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা ও জসপ্রীত বুমরা বছরে ৭ কোটি টাকা করে পাচ্ছেন।

চুক্তির অঙ্কেই বিসিসিআই ও পিসিবি-র আর্থিক সঙ্গতির ফারাক স্পষ্ট। বিসিসিআই-এর চুক্তিতে সবচেয়ে কম অর্থও পিসিবি-র চুক্তির সর্বাধিক অর্থের দ্বিগুণের বেশি। বিরাট, রোহিত, জাদেজা, বুমরার বেতন বাবরের চেয়ে ১২ গুণ বেশি। রবিবার নতুন চুক্তির কথা ঘোষণা করেছে বিসিসিআই। রাহুল নেমে গিয়েছেন গ্রেড বি-তে। অন্যদিকে, এ প্লাস ক্যাটিগরিতে উঠে এসেছেন জাদেজা। যাঁদের টেস্ট, ওডিআই ফর্ম্যাটে ভারতীয় দলে থাকা নিশ্চিত, তাঁদের রাখা হয়েছে গ্রেড এ-তে। যাঁরা সাধারণ সীমিত ওভারের ফর্ম্যাটে খেলেন, তাঁদের রাখা হয়েছে গ্রেড বি-তে। যাঁরা যে কোনও একটি ফর্ম্যাটে খেলেন, তাঁদের রাখা হয়েছে গ্রেড সি-তে।

বিসিসিআই-এর চুক্তিতে এ প্লাস ক্যাটিগরিতে বুমরার থাকা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। চোটের জন্য দীর্ঘদিন মাঠের বাইরে এই পেসার। তাঁর পক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও খেলা সম্ভব হবে না। এমনকী, ওডিআই বিশ্বকাপেও অনিশ্চিত এই পেসার। চোটের জন্যই বুমরার পক্ষে আইপিএল-এ খেলা সম্ভব হচ্ছে না। ইশান্ত শর্মা, অজিঙ্কা রাহানে, ঋদ্ধিমান সাহা, ভুবনেশ্বর কুমার, হনুমা বিহারী, ময়ঙ্ক আগরওয়াল, দীপক চাহার বিসিসিআই-এর নতুন চুক্তিতে জায়গা পাননি। সেখানে বুমরার সর্বোচ্চ ক্যাটিগরিতে থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন ক্রিকেটপ্রেমীদের একাংশ।

আরও পড়ুন-

IPL 2023: শুক্রবার আইপিএল-এর উদ্বোধন, সিএসকে-র বিরুদ্ধে জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে গুজরাট

IPL 2023: কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের মগজাস্ত্র, অভিজ্ঞ অলরাউন্ডাররাই ভরসা কেকেআর-এর

জেরুজালেমের রেস্তোরাঁয় শিশুর মতো উচ্ছ্বাস সচিনের, ভিডিও দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা