সংক্ষিপ্ত

রিপোর্ট অনুযায়ী, তিনি ব্যাট করার জন্য প্রস্তুত।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পঞ্চম টেস্টের দ্বিতীয় সেশনের শুরুতে অস্বস্তি অনুভব করার পর তিনি ড্রেসিংরুমে ফিরে যান। এরপর সাপোর্ট স্টাফের সঙ্গে স্ক্যান করার জন্য হাসপাতালে যান। কী ধরনের চোট, বা তিনি খেলা চালিয়ে যেতে পারবেন কিনা তা তখনও নিশ্চিত ছিল না। তবে এটি গুরুত্বপূর্ণ ম্যাচ হওয়ায়, তিনি বোলিং করতে পারবেন বলেই মনে করা হচ্ছিল। 

এরই মধ্যে আবার নতুন এক তথ্য সামনে এসেছে। রিপোর্ট অনুযায়ী, তিনি ব্যাট করার জন্য প্রস্তুত। তবে বোলিং নিয়ে এখনও সন্দেহ রয়েছে। সকালে তাঁর ফিটনেস পরীক্ষা করে বোলিং নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে। সতীর্থ প্রসিদ্ধ কৃষ্ণ জানিয়েছেন, বুমরার সামান্য পিঠে ব্যথা ছিল। বুমরা মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে আছেন বলেও প্রসিদ্ধ জানিয়েছেন।

মাঠ থেকে উঠে কিছুক্ষণ পর ট্রেনিং কিট পরে তিনি গাড়িতে করে হাসপাতালে যান। কোচিং স্টাফের একজন সদস্যও বুমরার সঙ্গে গেছিলেন বলে খবর। তবে বুমরার অনুপস্থিতিতে বিরাট কোহলি ভারতের নেতৃত্ব দিচ্ছিলেন। এমনিতে গোটা সিরিজ জুড়েই দুর্দান্ত ফর্মে আছেন বুমরা। এখন পর্যন্ত ৩২টি উইকেট নিয়েছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি টেস্ট সিরিজে সর্বাধিক উইকেট শিকারী ভারতীয় বোলারও বুমরা। ৩১ উইকেট নিয়ে বিষেণ সিং বেদীর রেকর্ডও ভেঙেছেন তিনি।

দুটি উইকেট নেওয়ার পর মাঠ ছাড়েন তিনি। বুমরা ছাড়াও প্রসিদ্ধ কৃষ্ণ, মোহাম্মদ সিরাজ তিনটি করে উইকেট নিয়েছেন। নীতিশ কুমার রেড্ডি দুটি উইকেট পেয়েছেন। ভারতীয় পেসারদের দাপটে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস ১৮১ রানে শেষ হয়ে যায়। 

তবে প্রসিদ্ধ জানিয়েছেন, বুমরা পিঠের পেশিতে চোট পেয়েছেন। সেই চোটের অবস্থা কতটা গুরুতর তা জানতেই স্ক্যান করানো হয়েছে। তাঁর কথায়, “বুমরা পিঠের পেশিতে চোট পেয়েছেন। চিকিৎসকেরা আপাতত তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন। দেখা যাক কী হয়।” 

বুমরা রবিবার বল করতে পারবেন কি না, সেই ব্যাপারে কোনও উত্তর দিতে পারেননি প্রসিদ্ধ। মধ্যাহ্নভোজের বিরতির পর, সতীর্থদের সঙ্গেই মাঠে নামেন বুমরা। তবে এক ওভার বল করার পরই মাঠ ছাড়তে হয় তাঁকে। ড্রেসিংরুমে তাঁকে পরীক্ষা করেন ভারতীয় দলের চিকিৎসক। তারপর চোটের জায়গায় স্ক্যান করানোর জন্য তাঁকে সিডনির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চোট গুরুতর নয় বলেই জানা গিয়েছে।

চলতি সিরিজ়‌ে ১৫১.২ ওভার বল করেছেন বুমরা। ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ। তিনি ৩২টি উইকেটও নিয়েছেন। এই সিরিজ়‌ে ২টি দল মিলিয়ে আর কোনও বোলার এত উইকেট নিতে পারেননি। রবিবার বল করতে পারলে সেই তালিকা আরও বাড়িয়ে নিতে পারবেন তিনি।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পঞ্চম টেস্টের দ্বিতীয় সেশনের শুরুতে অস্বস্তি অনুভব করার পর তিনি ড্রেসিংরুমে ফিরে যান। এরপর সাপোর্ট স্টাফের সঙ্গে স্ক্যান করার জন্য হাসপাতালে যান। কী ধরনের চোট, বা তিনি খেলা চালিয়ে যেতে পারবেন কিনা তা তখনও নিশ্চিত ছিল না। তবে এটি গুরুত্বপূর্ণ ম্যাচ হওয়ায়, তিনি বোলিং করতে পারবেন বলেই মনে করা হচ্ছিল।

এরই মধ্যে আবার নতুন এক তথ্য সামনে এসেছে। রিপোর্ট অনুযায়ী, তিনি ব্যাট করার জন্য প্রস্তুত। তবে বোলিং নিয়ে এখনও সন্দেহ রয়েছে। সকালে তাঁর ফিটনেস পরীক্ষা করে বোলিং নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে। সতীর্থ প্রসিদ্ধ কৃষ্ণ জানিয়েছেন, বুমরার সামান্য পিঠে ব্যথা ছিল। বুমরা মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে আছেন বলেও প্রসিদ্ধ জানিয়েছেন।

সূত্রের খবর, শনিবার বিকেলেই স্ক্যানের রিপোর্ট সামনে আসতে পারে। আপাতত জানা গেছে, ব্যাট করতে নামতে পারবেন বুমরা। কিন্তু বল করতে পারবেন কিনা, সেটা রবিবার সকালে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে বলে খবর। 

সিডনির সেন্টেনিয়াল পার্কের সেন্ট ভিনসেন্ট হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল বলে খবর। চলতি সিরিজে ৩২টি উইকেট তুলে তিনিই আপাতত সর্বোচ্চ উইকেটশিকারী। প্রথম টেস্ট থেকেই দুর্দান্ত খেলছেন। কার্যত, হয়ে উঠেছেন ভারতের ‘ওয়ান ম্যান আর্মি’। অতিরিক্ত খেলার কারণে চোট বেড়েছে কিনা সেটাও ভাবাচ্ছে অনেককে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।