সংক্ষিপ্ত
যদি ভেন্যু নিয়ে অনিশ্চয়তা অব্যাহত থাকে, তাহলে স্পনসরদের চাপ আরও বাড়তে পারে।
চ্যাম্পিয়ন্স ট্রফির ভেন্যু নিয়ে বিতর্কের যেন এবার নতুন মোড়। ভারতের ম্যাচগুলি হাইব্রিড মডেলে খেলার বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে এই মাসের শেষে আইসিসির বৈঠকে এই বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে। কিন্তু এরই মধ্যে জানা গেছে, টুর্নামেন্টটি একদিনের বদলে টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজনের কথা ভাবা হচ্ছে।
যদি ভেন্যু নিয়ে অনিশ্চয়তা এখনও অব্যাহত থাকে, তাহলে স্পনসররা আইসিসিকে টি-টোয়েন্টি ফরম্যাটে টুর্নামেন্ট আয়োজনের জন্য চাপ দিতে পারে। যা তাদের পক্ষে মার্কেটিং করার ক্ষেত্রে সহজ হবে বলে মত অনেকের। একটি প্রতিবেদনে বলা হয়েছে এই কথা। অন্যদিকে, পাকিস্তানে খেলতে যেতে অস্বীকার করেছে ভারত। ফলে, পাকিস্তান যদি এখন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে সরে দাঁড়ায়, তাহলে আইনি ব্যবস্থার পাশাপাশি বিশাল আর্থিক ক্ষতির সম্মুখীনও হতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
এছাড়াও আন্তর্জাতিক ক্রিকেটে আবারও একঘরে হয়ে যাওয়ার আশঙ্কা তো রয়েছেই। তাই বর্তমান পরিস্থিতিতে আইসিসির প্রস্তাবিত হাইব্রিড মডেল মেনে নিতে পাকিস্তান বাধ্য হবে বলেই মনে করা হচ্ছে।
ওদিকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ম্যাচগুলি হাইব্রিড মডেলে খেলার বিষয়ে এই মাসের শুরুতে আইসিসি বোর্ড মিটিং করে নীতিগতভাবে সম্মত হয়েছে। এছাড়াও আগামী ২০২৭ সাল পর্যন্ত আইসিসি টুর্নামেন্টগুলিতে ভারত বনাম পাকিস্তানের সব ম্যাচ হাইব্রিড মডেলে খেলার বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের দাবিও আইসিসি মেনে নিয়েছে। ফলে, ২০২৬ সালে ভারতে অনুষ্ঠিত হতে চলা টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচও হাইব্রিড মডেলে খেলতে রাজি বিসিসিআই।
অন্যদিকে, আগামী বছর ১৯ ফেব্রুয়ারি থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার কথা। আর ১ মার্চ ভারত-পাকিস্তান ম্যাচ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।