সংক্ষিপ্ত

অন্যান্য দলের উপর নির্ভর না করে যোগ্যতা অর্জন করতে হলে, ভারতকে বাকি তিনটি টেস্টের একটিতেও হারলে চলবে না।  

শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। ফলে, ভারতের কাছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার আশা অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে। কারণ, চলতি বর্ডার-গাভাসকার ট্রফির দ্বিতীয় টেস্টে পরাজিত হয়েছে টিম ইন্ডিয়া। 

আর বর্তমানে দক্ষিণ আফ্রিকা একেবারে শীর্ষে রয়েছে। দক্ষিণ আফ্রিকা শীর্ষে উঠে আসায় অস্ট্রেলিয়া দ্বিতীয় স্থানে নেমে গেছে। গত পাঁচটি টেস্ট পরপর জিতে দক্ষিণ আফ্রিকার পয়েন্ট শতাংশ এই মুহূর্তে ৬৩.৩৩। তারা ১০টি ম্যাচের মধ্যে ৬টিতেই জয় পেয়েছে। একটি ড্র করেছে এবং তিনটিটে হেরেছে। এবার পাকিস্তানের বিরুদ্ধে দুটি টেস্ট খেলবে দক্ষিণ আফ্রিকা। নিজেদের মাঠে ম্যাচগুলি হওয়ার কথা। ফলে, নিঃসন্দেহে বাড়তি সুবিধা পাবে দক্ষিণ আফ্রিকা। 

যদিও অ্যাডিলেড টেস্টের পর শীর্ষস্থানে উঠে এসেছিল অস্ট্রেলিয়া। কারণ, তাদের পয়েন্ট শতাংশ ৬০.৭১ । ১৪ টি ম্যাচ খেলে ৯টিতে জয়, ৪টিতে হার এবং ১টি ড্র করেছে অজিরা। এই সিরিজের পর অস্ট্রেলিয়া দুটি ম্যাচ খেলবে বিদেশের মাটিতে। আর তৃতীয় স্থানে থাকা ভারতের পয়েন্ট শতাংশ ৫৭.২৯। ১৬টি ম্যাচ খেলে ৯টিতে জয় পেয়েছে তারা। মোট ৬টি ম্যাচে হার এবং একটি ড্র করেছে ভারত। 

উল্লেখ্য, প্রথম দুই স্থানাধিকারী দল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে। সেই জায়গায় দাঁড়িয়ে, দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া ফাইনালে মুখোমুখি হতে পারে। যদিও ভারতের সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি। কীভাবে তা সম্ভব, তা একবার দেখে নেওয়া যাক। অন্যান্য দলের উপর নির্ভর না করে যোগ্যতা অর্জন করতে হলে, ভারতকে বাকি তিনটি টেস্টের সবকটিতেই জিততে হবে। 

তবে ৬০.৫২ পয়েন্ট শতাংশ অর্জন করতে হলে ভারতকে একটি ড্র এবং দুটি ম্যাচ অবশ্যই জিততে হবে। তিনটি জয় পেলে রোহিতদের পয়েন্ট শতাংশ দাঁড়াবে ৬৪.০৫-এ গিয়ে। যা অস্ট্রেলিয়ার পক্ষে অতিক্রম করা একেবারেই সম্ভব নয়। কিন্তু ৪-১ ব্যবধানে জিতলে অন্য দলের উপর নির্ভর না করেই ফাইনাল খেলতে পারবে ভারত। 

অস্ট্রেলিয়াকে ৩-২ ব্যবধানে হারালে ভারতের পয়েন্ট শতাংশ হবে ৫৮.৭৭। তবে শ্রীলঙ্কাকে অবশ্যই অন্তত একটি ম্যাচে অস্ট্রেলিয়াকে হারাতেই হবে। যদি সিরিজ ২-২ ব্যবধানে ড্র হয়, তাহলে শ্রীলঙ্কাকে দুটি টেস্টেই জয় পেতে হবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। তাহলেই একমাত্র ভারত ফাইনাল খেলতে পারবে। তবে ভারত ৩-২ ব্যবধানে সিরিজ হারলেও সুযোগ থাকবে তাদের সামনে। সেক্ষেত্রে শ্রীলঙ্কা এবং পাকিস্তানকে যথাক্রমে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই ম্যাচের সিরিজে জিততে হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।