সংক্ষিপ্ত
বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্স দেখিয়ে চলেছেন অভিজ্ঞ পেসার মহম্মদ শামি। কিন্তু জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির পক্ষ থেকে এখনও তাঁকে ফিট ঘোষণা করা হয়নি।
টানটান উত্তেজনার ম্যাচে চণ্ডীগড়কে ৩ রানে হারিয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফির কোয়ার্টার-ফাইনালে পৌঁছে গেল বাংলা। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৫৯ রান করে বাংলা। জবাবে ৯ উইকেটে ১৫৬ রান করল চণ্ডীগড়। ম্যাচের সেরা বাংলার সায়ন ঘোষ। তিনি ৪ ওভার বোলিং করে ৩০ রান দিয়ে ৪ উইকেট নেন। ৪ ওভারে ২৫ রান দিয়ে ১ উইকেট নেন মহম্মদ শামি। তবে বোলিংয়ের চেয়েও এই ম্যাচে ব্যাটিংয়ে নজর কাড়লেন শামি। ১০ নম্বরে ব্যাটিং করতে নেমে ১৭ বলে ৩২ রান করে অপরাজিত থাকেন এই তারকা। তাঁর ইনিংসে ছিল ৩টি বাউন্ডারি ও ২টি ওভার-বাউন্ডারি। শামি এদিন ব্যাট হাতে সাফল্য না পেলে জয় পেত না বাংলা।
দলগত লড়াইয়ে জয় বাংলার
এদিন বাংলার ব্যাটারদের মধ্যে সর্বাধিক ৩৩ রান করেন করণ লাল। ঋত্বিক চট্টোপাধ্যায় করেন ২৮ রান। প্রদীপ্ত প্রামাণিক করেন ৩০ রান। চণ্ডীগড়ের হয়ে ৪ ওভারে ২১ রান দিয়ে ৪ উইকেট নেন জগজিৎ সিং। জোড়া উইকেট নেন রাজ বাওয়া। ১ উইকেট করে নেন নিখিল শর্মা, অমৃত লুবানা ও ভগমিন্দর লাথার। এরপর রান তাড়া করতে নেমে বাংলার বোলারদের দাপটে জয়ের কাছাকাছি গিয়েও থেমে গেল চণ্ডীগড়। অধিনায়ক মনন ভোরা ওপেন করতে নেমে করেন ২৩ রান। রাজ করেন ৩২ রান। প্রদীপ যাদব করেন ২৭ রান। নিখিল করেন ২২ রান।
শেষ ওভারে নাটক
জয়ের জন্য শেষ ওভারে চণ্ডীগড়ের দরকার ছিল ১১ রান। ৭ রানের বেশি দেননি সায়ন। তিনি নিখিলকে আউট করে দেন। রান আউট হন জগজিৎ। ফলে জয় পেল বাংলা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
'শামির জন্য দরজা খোলা,' অ্যাডিলেড টেস্টে হারের পরেই বার্তা রোহিতের
অ্যাডিলেডে জসপ্রীত বুমরার চোট গুরুতর? কী জানালেন ভারতীয় দলের বোলিং কোচ?
অ্যাডিলেডে লজ্জাজনক হারের পরেও আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে পারবে ভারত?