সংক্ষিপ্ত
নিউজিল্যান্ডের পুরষদের সিনিয়র ক্রিকেট দলে একাধিক ভারতীয় বংশোদ্ভূত খেলোয়াড় আছেন। তাঁরা ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন।
দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতীয় দলের হোয়াইটওয়াশ হওয়ার জন্য চেন্নাই সুপার কিংসকে দায়ী করলেন প্রাক্তন ক্রিকেটার রবিন উথাপ্পা। তাঁর দাবি, তরুণ অলরাউন্ডার রাচিন রবীন্দ্রকে চেন্নাইয়ে অনুশীলন করার সুযোগ দিয়ে নিউজিল্যান্ড দলকে সুবিধা পাইয়ে দিয়েছে সিএসকে। নিজের ইউটিউব চ্যানেলে উথাপ্পা বলেছেন, ‘রাচিন রবীন্দ্র এখানে এসে সিএসকে অ্যাকাডেমিতে অনুশীলন করেছে। সিএসকে খুব ভালো ফ্র্যাঞ্চাইজি। সবসময় খেলোয়াড়দের পাশে থাকে এই ফ্র্যাঞ্চাইজি। কিন্তু কোথাও একটা গিয়ে থামতে হবে। ফ্র্যাঞ্চাইজির খেলোয়াড়ের চেয়ে দেশের স্বার্থকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। বিশেষ করে সেই খেলোয়াড় যদি বিদেশি হয় এবং আমাদের দেশের বিরুদ্ধে খেলে।’
সিএসকে অ্যাকাডেমিতে অনুশীলন করেই তৈরি হয়েছেন রাচিন
ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলতে নামার আগে এদেশের পরিবেশ-পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য সিএসকে অ্যাকাডেমিতে অনুশীলন করেন রাচিন। তিনি গ্রেটার নয়ডায় আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগেও সিএসকে অ্যাকাডেমিতে অনুশীলন করেন। আইপিএল-এ সিএসকে-র হয়ে খেলার সুবাদে তিনি এই সুযোগ পেয়েছেন। তাঁকে এই সুযোগ দেওয়ার জন্য সিএসকে ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানান রাচিন। তিনি বেঙ্গালুরু টেস্টে ১৩৪ রান করে নিউজিল্যান্ডকে ভারতের মাটিতে ৩৬ বছর পর প্রথম টেস্ট ম্যাচ জিততে সাহায্য করেন। বেঙ্গালুরু টেস্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন রাচিন। সিরিজের প্রথম টেস্ট ম্যাচে হেরে যাওয়ার পর আর ঘুরে দাঁড়াতে পারেনি ভারতীয় দল। ৩-০ ফলে সিরিজ জিতেছে নিউজিল্যান্ড। ঘরের মাঠে রোহিত শর্মাদের এই ভরাডুবির জন্য সিএসকে-কে দায়ী করছেন উথাপ্পা।
রবীন্দ্রর প্রশংসায় উথাপ্পা
সিএসকে ম্যানেজমেন্টের সমালোচনা করলেও, বেঙ্গালুরুতে কঠিন উইকেটে শতরান করার জন্য রাচিনের প্রশংসা করেছেন উথাপ্পা। তিনি এই অলরাউন্ডারকে নিউজিল্যান্ড ক্রিকেটের ভবিষ্যৎ বলে বর্ণনা করেছেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
১২ বছর পর টেস্টে ভারতের মাটিতে নিউজিল্যান্ডের ব্যাটারের শতরান, 'ঘরের মাঠে' নতুন নজির রাচিন রবীন্দ্রর
সচিন তেন্ডুকরই আদর্শ, জানালেন নিউজিল্যান্ডের নায়ক রাচিন রবীন্দ্র
ICC Cricket World Cup: গত বিশ্বকাপ ফাইনালের বদলা, ইংল্যান্ডকে ৯ উইকেটে উড়িয়ে দিল নিউজিল্যান্ড