সংক্ষিপ্ত

ওডিআই বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের লড়াই জমে উঠেছে। গ্রুপ এ থেকে সুপার সিক্সের যোগ্যতা অর্জন করেছে জিম্বাবোয়ে, নেদারল্যান্ডস, ওয়েস্ট ইন্ডিজ। গ্রুব বি থেকে সুপার সিক্সে শ্রীলঙ্কা, স্কটল্যান্ড, ওমান।

ওডিআই বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে আয়ারল্যান্ডকে সহজেই ১৩৩ রানে হারিয়ে সুপার সিক্সের যোগ্যতা অর্জন করল শ্রীলঙ্কা। এই গ্রুপের অন্য ম্যাচে ওমানকে সহজেই ৭৬ রানে হারিয়ে সুপার সিক্সের যোগ্যতা অর্জন করেছে স্কটল্যান্ডও। শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড ৩ ম্যাচ খেলে ৬ পয়েন্ট করে পেয়েছে। ওমান ৪ ম্যাচে ৪ পয়েন্ট পেয়ে সুপার সিক্সের যোগ্যতা অর্জন করেছে। শ্রীলঙ্কা ও স্কটল্যান্ডের ১টি করে ম্যাচ বাকি। সেই ম্যাচের ফলের উপরেই নির্ভর করছে গ্রুপের শীর্ষে থাকবে কোন দল। রানের গড়ে অবশ্য স্কটল্যান্ডের চেয়ে অনেকটা এগিয়ে শ্রীলঙ্কা। ফলে শেষ ম্যাচে যদি ২ দলই জেতে, তাহলে গ্রুপের শীর্ষে থাকবে শ্রীলঙ্কাই।

রবিবার স্কটল্যান্ডের বিরুদ্ধে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ৪৯.৫ ওভারে ৩২৫ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। ১০৩ রান করেন ওপেনবার দিমুথ করুণারত্নে। তাঁর ইনিংসে ছিল ৮টি বাউন্ডারি। অপর ওপেনার পথুম নিশাঙ্ক করেন ২০ রান। ৩ নম্বরে ব্যাটিং করতে নেমে প্রথম বলেই আউট হয়ে যান কুশল মেন্ডিস (০)। ৪ নম্বরে ব্যাটিং করতে নেমে ৮২ রান করেন সাদিরা সমরবিক্রমা। তাঁর ইনিংসে ছিল ৪টি বাউন্ডারি। ৩৮ রান করেন চরিত আসালাঙ্কা। ৪২ রান করে অপরাজিত থাকেন ধনঞ্জয় ডি সিলভা। আর কেউ বড় রান পাননি। ৫ রান করেন অধিনায়ক দাসুন শনাকা। ৪ রান করেন ওয়ানিন্দু হাসারঙ্গা। ০ রানে আউট হয়ে যান মাহিশ থিকসানা। ৪ রান করেন লাহিড়ু কুমারা। ০ রানেই রান আউট হয়ে যান কাসুন রঞ্জিতা। স্কটল্যান্ডের হয়ে ৪৬ রান দিয়ে ৪ উইকেট নেন মার্ক অ্যাডেয়ার। ৫৬ রান দিয়ে ৩ উইকেট নেন ব্যারি ম্যাককার্থি। ৫২ রান দিয়ে ২ উইকেট নেন গ্যারেথ ডেলানি।

বিশাল টার্গেট তাড়া করতে নেমে ৩১ ওভারেই ১৯২ রানে অলআউট হয়ে যায় স্কটল্যান্ড। সর্বাধিক ৩৯ রান করেন কার্টিস ক্যামফার। ৩৩ রান করেন হ্যারি টেকটর। ২৬ রান করে অপরাজিত থাকেন জর্ড ডকরেল। ১৯ রান করেন ডেলানি। ১৭ রান করেন ওপেনার অ্যান্ডি ম্যাকব্রাইন। স্কটল্যান্ডের অধিনায়ক অ্যান্ড্রু বলবির্নি করেন ১২ রান। শ্রীলঙ্কার হয়ে ৭৯ রান দিয়ে ৫ উইকেট নেন হাসারঙ্গা। ২৮ রান দিয়ে ২ উইকেট নেন থিকসানা। ১ উইকেট করে নেন রঞ্জিতা, কুমারা ও শনাকা। 

আরও পড়ুন-

কপিল দেবই আসল 'ক্যাপ্টেন কুল', বিশ্বকাপ জয়ের ৪০ বছর পূর্তিতে প্রশংসা সুনীল গাভাসকরের

১৯৮৩ সালের বিশ্বকাপ জয় আমার জীবন বদলে দিয়েছিল, চ্যাম্পিয়নদের শ্রদ্ধা সচিন তেন্ডুলকরের

Ravindra Jadeja: ক্রিকেট থেকে বিরতি, ঘোড়ায় চড়ে ঘুরছেন রবীন্দ্র জাদেজা