সংক্ষিপ্ত
এবারের ওডিআই বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সহজেই নেদারল্যান্ডসকে হারিয়ে দিয়েছে পাকিস্তান। মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধেও ভালো পারফরম্যান্স দেখাল পাকিস্তান।
ওডিআই বিশ্বকাপে এখনও পর্যন্ত ভারতের বিরুদ্ধে একটি ম্যাচেও জিততে পারেনি পাকিস্তান। একইভাবে আবার ওডিআই বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে জয় পায়নি শ্রীলঙ্কা। মঙ্গলবারও শ্রীলঙ্কাকে হারিয়ে দিল পাকিস্তান। বিশাল স্কোর করেও পাকিস্তানকে থামাতে পারল না শ্রীলঙ্কা। এদিন প্রথমে ব্যাটিং করতে নেমে ৯ উইকেটে ৩৪৪ রান করে শ্রীলঙ্কা। শতরান করেন কুশল মেন্ডিস, সাদিরা সমরবিক্রমা। অর্ধশতরান করেন পথুম নিশাঙ্ক। পাল্টা পাকিস্তানের হয়ে শতরান করেন আবদুল্লাহ শফিক ও মহম্মদ রিজওয়ান। ৪৮.২ ওভারে ৪ ৪ উইকেট হারিয়ে জয় তুলে নেয় পাকিস্তান। পরপর ২ ম্যাচে জয় পেয়ে ভালো জায়গায় চলে গেল বাবর আজমের দল। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১০২ রানে হারের পর এবার পাকিস্তানের কাছেও হেরে চাপে পড়ে গেল শ্রীলঙ্কা।
এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনাকা। ইনিংসের শুরুটা ভালো হয়নি। দ্বিতীয় ওভারেই আউট হয়ে যান কুশল পেরেরা। অপর ওপেনার নিশাঙ্ক (৫১)। ৩ নম্বরে ব্যাটিং করতে নেমে ৭৭ বলে ১২২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন মেন্ডিস। এই ইনিংসে ছিল ১৪টি বাউন্ডারি ও ৬টি ওভার-বাউন্ডারি। ৪ নম্বরে ব্যাটিং করতে নামা সমরবিক্রমা ৮৯ বলে ১০৮ রান করেন। তিনি ১১টি বাউন্ডারি ও ২টি ওভার-বাউন্ডারি মারেন। চরিত আসালাঙ্কা অবশ্য বড় রান পাননি (১)। ধনঞ্জয় ডি সিলভা করেন ২৫ রান। শনাকা করেন ১২ রান। দুনিথ ওয়েল্লালাগে করেন ১০ রান। দ্রুত আউট হয়ে যান মাহিশ থিকসানা। ১ রান করে অপরাজিত থাকেন মাথিসা পাথিরানা।
পাকিস্তানের হয়ে ৭১ রান দিয়ে ৪ উইকেট নেন হাসান আলি। ৬৪ রান দিয়ে ২ উইকেট নেন হ্যারিস রউফ। ৬৬ রান দিয়ে ১ উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি। ৬২ রান দিয়ে ১ উইকেট নেন মহম্মদ নওয়াজ। ৫৫ রান দিয়ে ১ উইকেট নেন শাদাব খান।
বিশাল টার্গেট তাড়া করতে নেমে ৩৭ রানের মধ্যে ইমাম-উল-হক (১২) ও অধিনায়ক বাবর আজমের (১০) উইকেট হারিয়ে বসে শ্রীলঙ্কা। তবে শফিক (১১৩) ও রিজওয়ানের (অপরাজিত ১৩১) শতরানে পাকিস্তানের জয় নিশ্চিত হয়ে যায়। সৌদ শাকিল করেন ৩১ রান। ২২ রান করে অপরাজিত থাকেন ইফতিকার আহমেদ।
শ্রীলঙ্কার হয়ে ৬০ রান দিয়ে ২ উইকেট নেন দিলশান মদুশনাকা। ৫৯ রান দিয়ে ১ উইকেট নেন থিকসানা। ৯০ রান দিয়ে ১ উইকেট নেন পাথিরানা।
আরও পড়ুন-
ENG vs BAN: জয়ে ফিরল ইংরেজরা, বাটলার-দের বিরুদ্ধে বাংলাদেশ হারল ১৩৭ রানে
India Vs Pakistan: হামলার হুমকি, ভারত-পাকিস্তান ম্যাচে ১১ হাজারেরও বেশি নিরাপত্তারক্ষী