সংক্ষিপ্ত
এবারের ওডিআই বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছে ভারতীয় দল। ফলে দলের সবাই ফুরফুরে মেজাজে। ভালো পারফরম্যান্স ধরে রাখাই ভারতের টিম ম্যানেজমেন্টের লক্ষ্য।
ওডিআই বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের পর ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের আগে কয়েকদিন সময় পেয়ে গিয়েছে ভারতীয় দল। বিশ্বকাপের মতো প্রতিযোগিতায় এক সপ্তাহ বিরতি সাধারণত পাওয়া যায় না। এই বিরতি পেয়ে খুশি ভারতীয় ক্রিকেটাররা। তাঁরা তরতাজা অবস্থায় পরের ম্যাচ খেলতে নামার জন্য তৈরি হচ্ছেন। উইকেটকিপার-ব্যাটার কে এল রাহুল, প্রধান কোচ রাহুল দ্রাবিড়, ব্যাটিং কোচ বিক্রম রাঠোর, মিডল অর্ডার ব্যাটার সূর্যকুমার যাদবকে হিমালয়ের নদীতে বরফগলা জলে স্নান করতে দেখা গেল। অপূর্ব প্রাকৃতিক পরিবেশ উপভোগ করলেন ভারতীয় দলের সদস্যরা। তাঁরা খুশি মনেই লখনউয়ে পৌঁছলেন।
ফুরফুরে মেজাজে ভারতীয় দল
ওডিআই বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ খেলতে হিমাচল প্রদেশের বিখ্যাত শৈলশহর ধরমশালায় গিয়েছিল ভারতীয় দল। কিউয়িদের বিরুদ্ধে ম্যাচটাই এবারের ওডিআই বিশ্বকাপে লিগ পর্যায়ে ভারতীয় দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল। সেই ম্যাচের আগে পর্যন্ত পয়েন্ট তালিকার শীর্ষে ছিল নিউজিল্যান্ড। তবে ৪ উইকেটে জয় পেয়ে ভারতীয় দলই শীর্ষে পৌঁছে গিয়েছে। ফলে ভারতীয় শিবিরে এখন খুশির মেজাজ। অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার চোট নিয়ে কিছুটা চিন্তায় থাকলেও, ভারতীয় দলে খুব একটা সমস্যা নেই।
ধরমশালায় দারুণ সময় কাটালেন রাহুলরা
ধরমশালার পরিবেশ এমনই যে সেখানে গেলেই মন ভালো হয়ে যায়। হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম ভারতের সবচেয়ে সুন্দর স্টেডিয়াম। এখানে খেলার চেয়েও মাঠের চারপাশের পাহাড়ের দৃশ্যই দর্শকদের বেশি দৃষ্টি আকর্ষণ করে। সব দেশের ক্রিকেটাররাই এখানে খেলা উপভোগ করেন। রাহুলরাও ধরমশালায় কয়েকদিন কাটিয়ে মুগ্ধ। সোশ্যাল মিডিয়া পোস্টে সেই মুগ্ধতা প্রকাশ করেছেন রাহুল। তিনি পাহাড়ি নদীতে স্নান করার ছবি শেয়ার করে লিখেছেন, 'প্রকৃতির মাঝে বরফে স্নান করার সঙ্গে কোনও কিছুরই তুলনা হয় না।'
পাহাড়ে ছুটি উপভোগ করলেন রাহুল দ্রাবিড়ও
দ্রাবিড়কে সাধারণত উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় না। কিন্তু তিনিও হিমালয়ের নদীতে স্নান উপভোগ করলেন। এর আগে ধরমশালার ত্রিউন্দে সতীর্থদের সঙ্গে ট্রেকিংয়ে যান ভারতীয় দলের প্রধান কোচ। সেই ট্রেকিংও উপভোগ করেন তিনি। বিসিসিআই-এর পক্ষ থেকে শেয়ার করা একটি ভিডিওতে দ্রাবিড় বলেছেন, ‘ত্রিউন্দে আসার পর আমরা অসাধারণ দৃশ্য দেখছি। এখানে পাহাড়ের উপরে উঠে আসা কঠিন। এই ট্রেক যে যথেষ্ট কঠিন, সেটা স্বীকার করতেই হবে। দুর্ভাগ্যজনকভাবে শুধু সাপোর্ট স্টাফরাই এখানে এসেছি। ক্রিকেটারদের নিয়ে আসা সম্ভব হয়নি। পাথরের উপর দিয়ে হাঁটা বেশ ঝুঁকির। আশা করি কোনওদিন আমাদের দলের ক্রিকেটাররা এখানে আসবে।’
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে। জয়েন করুন- https://www.whatsapp.com/channel/0029Va9a73wK0IBjbT91jj2D
আরও পড়ুন-
Australia Vs Netherlands: ডাচদের বিরুদ্ধে ৩০৯ রানে জয়, সেমি-ফাইনালের দৌড়ে অস্ট্রেলিয়া
ICC ODI Rankings: ওডিআই র্যাঙ্কিংয়ে রোহিত শর্মাকে পিছনে ফেলে দিলেন বিরাট কোহলি