সংক্ষিপ্ত

এবারের ওডিআই বিশ্বকাপে ফর্মে ফিরেছে পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। প্রথম ২ ম্যাচ হেরে যাওয়ার পর টানা ৩ ম্যাচ জিতে সেমি-ফাইনালের লড়াইয়ে প্যাট কামিন্সের দল।

৪০০ রানের টার্গেট তাড়া করে ওডিআই বিশ্বকাপে পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুর্বল নেদারল্যান্ডস যে জয় পাবে না সে বিষয়ে সবাই নিশ্চিত ছিলেন। অস্ট্রেলিয়া কত রানে জয় পাবে সেটা নিয়েই আগ্রহ ছিল। বিশাল ব্যবধানে জয় পেল অস্ট্রেলিয়া। ১০০ রানও করতে পারল না ডাচরা। তারা ২১ ওভারের মধ্যে ৯০ রানে অলআউট হয়ে গেল। ফলে ৩০৯ রানে জয় পেল অস্ট্রেলিয়া। এই জয়ের ফলে ৫ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে ৪ নম্বরে থাকল প্যাট কামিন্সের দল। বাকি ৪ ম্যাচের মধ্যে ৩টিতে জয় পেলেই অস্ট্রেলিয়ার সেমি-ফাইনালে খেলা নিশ্চিত হয়ে যাবে।

'ম্যাড ম্যাক্স'-এর তাণ্ডবে অস্ট্রেলিয়ার জয়

নেদারল্যান্ডসের বিরুদ্ধে অসাধারণ পারফরম্যান্স দেখালেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল। বুধবার ৬ নম্বরে ব্যাটিং করতে নেমে ৪৪ বলে ১০৬ রানের বিস্ফোরক ইনিংস খেলেন ম্যাক্সওয়েল। তাঁর ইনিংসে ছিল ৯টি বাউন্ডারি ও ৮টি ওভার-বাউন্ডারি। অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নারও শতরান করেন। তিনি ৯৩ বলে ১০৪ রান করেন। এই ইনিংসে ছিল ১১টি বাউন্ডারি ও ৩টি ওভার-বাউন্ডারি। স্টিভ স্মিথ করেন ৭১ রান। মার্নাস লাবুশেন করেন ৬২ রান। এছাড়া অস্ট্রেলিয়ার আর কোনও ব্যাটার বড় রান করতে পারেননি। অধিনায়ক কামিন্স করেন ১২ রান। ৮ রান করেন ক্যামেরন গ্রিন। মিচেল মার্শ করেন ৯ রান। জশ ইনগ্লিস করেন ১৪ রান। প্রথম বলেই আউট হয়ে যান মিচেল স্টার্ক (০)। ১ রান করে অপরাজিত থাকেন অ্যাডাম জাম্পা।

নেদারল্যান্ডসের অসহায় আত্মসমর্পণ

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোনওরকম লড়াই করতে পারল না ডাচরা। ব্যতিক্রম একমাত্র লগ্যান ভ্যান বিক। ৭৪ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। ১১৫ রান দিয়ে ২ উইকেট নেন ব্যাস ডে লিডে। ৫৯ রান দিয়ে ১ উইকেট নেন আরিয়ান দত্ত। ব্যাটারদের মধ্যে দুই অঙ্কের রান করেন মাত্র পাঁচজন। ওপেনার বিক্রমজিৎ সিং করেন ২৫ রান। অপর ওপেনার ম্যাক্স ওডোড ৬ রান করেই আউট হয়ে যান। কলিন অ্যাকারম্যান করেন ১০ রান। সিব্র্যান্ড এনগেলব্রেখট করেন ১১ রান। ডে লিডে করেন ৪ রান। অধিনায়ক স্কট এডওয়ার্ডস ১২ রান করে অপরাজিত থাকেন। তেজা নিদামানুরু করেন ১৪ রান। ভ্যান বিক, রোয়েলফ ভ্যান ডার মারউই ও পল ভ্যান মিকিরেন ০ রানে আউট হয়ে যান।  ১ রান করেন আরিয়ান।

অস্ট্রেলিয়ার বোলারদের দাপট

নেদারল্যান্ডসের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে সবচেয়ে ভালো পারফরম্যান্স দেখান জাম্পা। এই স্পিনার ৮ রান দিয়ে ৪ উইকেট নেন। ১৯ রান দিয়ে ২ উইকেট নেন মার্শ। ১ উইকেট করে নেন স্টার্ক, জশ হ্যাজেলউড ও কামিন্স।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে। জয়েন করুন- https://www.whatsapp.com/channel/0029Va9a73wK0IBjbT91jj2D 

আরও পড়ুন-

ICC ODI Rankings: ওডিআই র‍্যাঙ্কিংয়ে রোহিত শর্মাকে পিছনে ফেলে দিলেন বিরাট কোহলি

Hardik Pandya: চোট পেয়ে চলতি ওডিআই বিশ্বকাপ থেকেই কি ছিটকে গেলেন হার্দিক পান্ডিয়া?

YouTube video player