সংক্ষিপ্ত

ব্যর্থতার পালা চললেও, নিজেদের মেজাজেই আছেন পাকিস্তানের ক্রিকেটাররা। টি-২০ বিশ্বকাপে ব্যর্থ হওয়ার পরেও বিদেশে ফুর্তি করছেন বাবর আজমরা।

টি-২০ বিশ্বকাপে ব্যর্থতার পর দেশে ফিরে দলের খেলার পর্যালোচনা, নতুন পরিকল্পনা করার বদলে ছুটি কাটানোর সিদ্ধান্ত নিলেন পাকিস্তান ক্রিকেটাররা। অধিনায়ক বাবর আজম-সহ বেশ কয়েকজন ক্রিকেটার লন্ডনে ছুটি কাটাচ্ছেন। ভারত, আফগানিস্তান, বাংলাদেশের ক্রিকেটাররা যখন টি-২০ বিশ্বকাপে সুপার এইট পর্যায়ে লড়াই করবেন, তখন আমোদ-প্রমোদে ব্যস্ত থাকবেন পাকিস্তানের ক্রিকেটাররা। পাকিস্তান ক্রিকেট বোর্ড খেলোয়াড়দের ছুটি কাটানোর অনুমতি দিয়েছে। ফলে আপাতত টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের ব্যর্থতা নিয়ে পিসিবি-র সঙ্গে ক্রিকেটারদের আলোচনা হচ্ছে না। এই ব্যর্থতার রেশ মিলিয়ে যাওয়ার পর দেশে ফিরে পরবর্তী সিরিজের জন্য তৈরি হবেন পাকিস্তানের ক্রিকেটাররা।

পাকিস্তান ক্রিকেটে ছুটির মেজাজ

পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, বাবর ছাড়াও মহম্মদ আমির, ইমাদ ওয়াসিম, হ্যারিস রউফ, শাদাব খান ও আজম খান আপাতত পাকিস্তানে ফিরছেন না। তাঁরা লন্ডনে পরিবার-পরিজনদের সঙ্গে ছুটি কাটাবেন। কয়েকজন ক্রিকেটার ইংল্যান্ডে স্থানীয় লিগে খেলতেও পারেন। পাকিস্তানের ক্রিকেটারদের মতোই প্রধান কোচ গ্যারি কার্স্টেন ও সহকারী কোচ আজহার মাহমুদও ছুটি কাটাচ্ছেন। তাঁরা নিজেদের বাড়িতে ফিরে যাচ্ছেন। আপাতত পাকিস্তানের সিনিয়র পুরুষ ক্রিকেট দল কোনও সিরিজে খেলছে না। এই কারণে কোচিং স্টাফের সদস্যদের ছুটি মঞ্জুর করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

অগাস্টে ফের মাঠে নামবেন বাবররা

অগাস্টে দেশের মাটিতে বাংলাদেশের বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর অক্টোবরে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলবেন বাবররা। তার আগে ছুটি কাটাচ্ছেন পাকিস্তানের ক্রিকেটাররা। বাবর স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি নিজে থেকে অধিনায়কত্ব ছাড়বেন না। পিসিবি কর্তারা এখনও সরকারিভাবে কোনও মন্তব্য করেননি। তবে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা টি-২০ বিশ্বকাপে ব্যর্থতা নিয়ে সরব। তাঁরা বাবরকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছেন। যদিও পিসিবি সেই দাবি মানবে কি না স্পষ্ট নয়।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Babar Azam: ব্যর্থতার দায় নিয়ে অধিনায়কত্ব ছাড়ছেন? কী সিদ্ধান্ত বাবর আজমের?

Pakistan Vs Ireland: দুর্বল আয়ারল্যান্ডকে হারাতেও কালঘাম ছুটল, লজ্জার টি-২০ বিশ্বকাপ অভিযান শেষ পাকিস্তানের

Pakistan Cricket Team: কী কারণে টি-২০ বিশ্বকাপে ভরাডুবি পাকিস্তানের? উঠে আসছে বিস্ফোরক তথ্য