সংক্ষিপ্ত

মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হচ্ছে এবারের টি-২০ বিশ্বকাপ। মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যবস্থাপনা নিয়ে আগেই অভিযোগ করেছে ভারতীয় দল। এবার শ্রীলঙ্কাও অভিযোগ করল।

নাচতে না জানলে উঠোন বাঁকা। শ্রীলঙ্কা সম্পর্কে বহু প্রচলিত এই বাংলা প্রবাদ ব্যবহার করতেই হচ্ছে। ভারতীয় দল যেখানে টি-২০ বিশ্বকাপে অব্যবস্থা নিয়ে সরব হয়েছে, আইসিসি-র কাছে অভিযোগ জানিয়েছে, সেই ভারতীয় দলকেই বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ করল শ্রীলঙ্কা। শুধু শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডই নয়, সরকারও এই ঘটনার সঙ্গে জড়িয়ে পড়েছে। শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী হারিন ফার্নান্ডো পার্লামেন্টে জানিয়েছেন, দলের পক্ষ থেকে সরকারিভাবে প্রতিবাদ জানানো হয়েছে। পাকিস্তান দলের পক্ষ থেকেও আইসিসি-র কাছে অব্যবস্থা নিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। তবে শ্রীলঙ্কার মতো অন্য কোনও দেশের সরকার এই ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত হয়নি এবং পক্ষপাতিত্বের অভিযোগও করেনি।

শ্রীলঙ্কার সমস্যা কী?

এবারের টি-২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৬ উইকেটে হেরে গিয়েছে শ্রীলঙ্কা। শনিবার দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা। প্রথম ম্যাচ নিউ ইয়র্কে হলেও, দ্বিতীয় ম্যাচ খেলতে ডালাসে যেতে হয়েছে শ্রীলঙ্কা দলকে। এরপর তৃতীয় ম্যাচ খেলতে ফ্লোরিয়া যেতে হবে শ্রীলঙ্কার ক্রিকেটারদের। গ্রুপের চতুর্থ তথা শেষ ম্যাচ খেলতে আবার সেন্ট লুসিয়ায় যেতে হবে শ্রীলঙ্কা দলকে। নিউ ইয়র্কে যাওয়ার পথে বিমান বিভ্রাটে মায়ামিতে ৭ ঘণ্টা আটকে থাকতে হয় শ্রীলঙ্কার ক্রিকেটারদের। অনুশীলনের মাঠ থেকে হোটেল দেড় ঘণ্টা দূরে। এসব নিয়েই অভিযোগ দায়ের করেছে শ্রীলঙ্কা দল।

মার্কিন যুক্তরাষ্ট্রে সব দলই সমস্যায়

নিউ ইয়র্কে ভারতীয় দল অনুশীলনের জন্য ভালো মাঠ পাচ্ছে না বলে আগেই ক্ষোভপ্রকাশ করেছেন প্রধান কোচ রাহুল দ্রাবিড়। পাকিস্তান দলের হোটেলও অনুশীলনের মাঠ থেকে অনেক দূরে ছিল। এ বিষয়ে অভিযোগ দায়ের করার পর মাঠের কাছাকাছি হোটেলে জায়গা পেয়েছে পাকিস্তান দল। ফলে শ্রীলঙ্কা পক্ষপাতিত্বের যে অভিযোগ করছে তা অমূলক।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

'ম্যায় থক গয়ি হুঁ' পাকিস্তান হারতেই ক্ষোভে ফেটে পড়লেন এক তরুণী, দেখুন ভিডিও

T-20 World Cup 2024: চোটের কবলে রোহিত, টস করতে যাবেন কে? তুঙ্গে জল্পনা

USA Vs Pakistan: সুপার ওভারে পাকিস্তানকে হারানোর নায়ক সূর্যকুমার যাদবের বন্ধু