টি-২০ বিশ্বকাপ সেমি ফাইনালে নিউজিল্যান্ড-পাকিস্তান লড়াই, সিডনিতে ম্যাচ শুরু দুপুর দেড়টা থেকে
বুধবার টি-২০ বিশ্বকাপের প্রথম সেমি ফাইনাল | পাকিস্তানের মুখোমুখি হচ্ছে গতবারের রানার্স নিউজিল্যান্ড।
টি-২০ বিশ্বকাপের সেমি ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামার আগে পাকিস্তানের সমর্থকরা ৩ দশক পিছিয়ে যাচ্ছেন। ১৯৯২ সালে ওডিআই বিশ্বকাপ সেমি ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়েই ফাইনালে পৌঁছে গিয়েছিল ইমরান খান, ওয়াসিম আক্রমদের পাকিস্তান। সেবার তারাই চ্যাম্পিয়ন হয়। এবারও তেমনই ফলের আশায় পাক সমর্থকরা। তাঁরা ইতিহাসের পুনরাবৃত্তি চাইছেন।
নিউজিল্যান্ড দল কিন্তু সাম্প্রতিক সাফল্যের বিচারে পাকিস্তানের চেয়ে এগিয়ে। ওডিআই বিশ্বকাপ এবং টি-২০ বিশ্বকাপে রানার্স হয়েছে কিউয়িরা। তারা আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছে। এবার টিম সাউদি, ট্রেন্ট বোল্টরা টি-২০ বিশ্বকাপ জিততে চাইছেন। গ্লেন ফিলিপস এই প্রতিযেগিতায় অসাধারণ ফর্মে। শেষ চারের লড়াইয়েও তাঁর উপরেই ভরসা করছে দল।
চলতি টি-২০ বিশ্বকাপে সিডনিতে এখনও পর্যন্ত ৬টি ম্যাচ হয়েছে। সেমি ফাইনাল যে পিচে খেলা হবে, সেই পিচ থেকে ব্যাটাররা সাহায্য পেতে পারেন। ফলে পাকিস্তানের কিছুটা সুবিধা হতে পারে।