সংক্ষিপ্ত
অ্যাডিলেড টেস্টে খারাপ পারফরম্যান্সের জেরে ঋষভ পন্থ এবং বিরাট কোহলির জন্য নিঃসন্দেহে বড় ধাক্কা।
আইসিসি টেস্ট ব্যাটিং র্যাঙ্কিংয়ে ইংল্যান্ড তারকা জো রুট শীর্ষস্থান হারালেন। উল্টোদিকে, ইংল্যান্ডের অপর এক তারকা তথা রুটের সতীর্থ হ্যারি ব্রুক ব্যাটিং র্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছে গেলেন। কারণ, নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম দুটি টেস্টে সেঞ্চুরি হাঁকানোর সুবাদে ব্রুক একেবারে শীর্ষে উঠে এলেন।
অন্যদিকে, অ্যাডিলেড টেস্টে খারাপ পারফরম্যান্সের জেরে ঋষভ পন্থ এবং বিরাট কোহলির জন্য নিঃসন্দেহে বড় ধাক্কা। টেস্ট র্যাঙ্কিংয়ে অনেকটাই নেমে গেলেন তারা। ঋষভ পন্থ তিন ধাপ নেমে নবম স্থানে রয়েছেন এবং বিরাট কোহলি ছয় ধাপ নেমে রয়েছেন কুড়িতে। ভারতের তরুণ ব্যাটার যশস্বী জয়সওয়াল রয়েছেন চতুর্থ স্থানে। ওদিকে ভারতের বিরুদ্ধে অ্যাডিলেডে সেঞ্চুরি করা ট্রাভিস হেড ছয় ধাপ এগিয়ে গেলেন। তিনি এখন রয়েছেন পঞ্চম স্থানে।
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা আরও তিন ধাপ এগিয়ে গেলেন। আপাতত সপ্তম স্থানে উঠে এসেছেন তিনি। কিন্তু স্টিভ স্মিথ প্রথম দশ থেকে আপাতত ছিটকে গেছেন। তিন ধাপ নেমে স্মিথ এখন রয়েছেন একাদশ স্থানে। সেইসঙ্গে, অ্যাডিলেডে খারাপ পারফরম্যান্সের দরুণ ভারত অধিনায়ক রোহিত শর্মা পাঁচ ধাপ নেমে এসেছেন। তিনি এখন ৩১তম স্থানে রয়েছেন।
এছাড়া টেস্ট বোলিং র্যাঙ্কিংয়ে ভারতের যশপ্রীত বুমরা অবশ্য শীর্ষস্থান ধরে রেখেছেন। ওদিকে রবিচন্দ্রন অশ্বিন এক ধাপ নেমে রয়েছেন পঞ্চম স্থানে। রবীন্দ্র জাদেজা ষষ্ঠ স্থান ধরে রেখেছেন। আর ভারতের বিরুদ্ধে পাঁচ উইকেট নেওয়ার পর, অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স আরও এক ধাপ এগিয়ে গিয়ে আপাতত চতুর্থ স্থানে উঠে এসেছেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।