09:43 PM (IST) Feb 23
মহিলাদের টি-২০ বিশ্বকাপ ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

ভারতকে ৫ রানে হারিয়ে মহিলাদের টি-২০ বিশ্বকাপ ফাইনালে পৌঁছে গেল গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

09:37 PM (IST) Feb 23
শেষ ওভারে জয়ের জন্য ভারতের দরকার ১৬ রান

১৯ ওভারের শেষে ভারতের রান ৭ উইকেটে ১৫৭। জয়ের জন্য শেষ ওভারে দরকার ১৬ রান।

09:24 PM (IST) Feb 23
১৪ রান করে আউট রিচা ঘোষ, ৬ উইকেট হারাল ভারত

১৪ রান করে আউট হয়ে গেলেন রিচা ঘোষ। ১৩৫ রানে ৬ উইকেট হারাল ভারতীয় দল।

09:18 PM (IST) Feb 23
ক্রিজের কাছে পৌঁছে গিয়েও মাটিতে ব্যাট না ফেলায় রান আউট হরমনপ্রীত কউর

ভালো ইনিংস খেলেও রান আউট হয়ে গেলেন ভারতের অধিনায়ক হরমনপ্রীত কউর। ৫ উইকেট হারাল ভারত।

09:15 PM (IST) Feb 23
অর্ধশতরান করলেন হরমনপ্রীত কউর

চাপের মুখে দুরন্ত অর্ধশতরান করলেন ভারতের অধিনায়ক হরমনপ্রীত কউর। জয়ের লক্ষ্যে লড়াই চালাচ্ছে ভারত।

08:58 PM (IST) Feb 23
৪৩ রান করে আউট জেমাইমা রডরিগেজ

৯৭ রানে ৪ উইকেট হারাল ভারতীয় দল। ৪৩ রান করে আউট হয়ে গেলেন জেমাইমা রডরিগেজ।

08:39 PM (IST) Feb 23
৬ ওভারের শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ৫৯

৬ ওভারের শেষে ৩ উইকেটে ৫৯ রান করল ভারতীয় দল। জেমাইমা রডরিগেজ ২০ ও হরমনপ্রীত কউর ১৮ রানে অপরাজিত।

08:28 PM (IST) Feb 23
রান আউট হয়ে গেলেন ইয়াস্তিকা ভাটিয়া, ৩ উইকেট হারাল ভারতীয় দল

৪ রান করে রান আউট হয়ে গেলেন ইয়াস্তিকা ভাটিয়া। ২৮ রানে ৩ উইকেট হারাল ভারতীয় দল।

08:21 PM (IST) Feb 23
২ রান করে আউট স্মৃতি মন্ধানা, দ্বিতীয় উইকেট হারাল ভারত

১৫ রানে দ্বিতীয় উইকেট হারাল ভারতীয় দল। ২ রান করে আউট স্মৃতি মন্ধানা।

08:17 PM (IST) Feb 23
৬ বলে ৯ রান করে আউট ভারতের ওপেনার শেফালি ভার্মা

বড় রান তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারাল ভারত। ৬ বলে ৯ রান করে আউট শেফালি ভার্মা।

07:59 PM (IST) Feb 23
টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ৪ উইকেটে ১৭২ রান করল অস্ট্রেলিয়া

বেথ মুনির ৫৪ ও অধিনায়ক মেগ ল্যানিংয়ের অপরাজিত ৪৯ রানের সুবাদে ৪ উইকেটে ১৭২ রান করল অস্ট্রেলিয়া।

07:51 PM (IST) Feb 23
১৪৮ রানে চতুর্থ উইকেট হারাল অস্ট্রেলিয়া

৭ রান করে শিখা পাণ্ডের বলে বোল্ড গ্রেস হ্যারিস। ১৪৮ রানে ৪ উইকেট হারাল অস্ট্রেলিয়া।

07:47 PM (IST) Feb 23
দীপ্তি শর্মার বলে বোল্ড অ্যাশলে গার্ডনার, তৃতীয় উইকেট পেল ভারত

১৪১ রানে তৃতীয় উইকেট হারাল অস্ট্রেলিয়া। ৩১ রান করে দীপ্তি শর্মার বলে বোল্ড অ্যাশলে গার্ডনার।

07:25 PM (IST) Feb 23
৩৭ বলে ৫৪ রান করে শিখা পাণ্ডের বলে শেফালি ভার্মার হাতে ক্যাচ দিয়ে আউট বেথ মুনি

অস্ট্রেলিয়ার দ্বিতীয় উইকেট তুলে নিল ভারত। ৫৪ রান করে আউট বেথ মুনি।

07:23 PM (IST) Feb 23
অর্ধশতরান করলেন বেথ মুনি

মহিলাদের টি-২০ বিশ্বকাপ সেমি ফাইনালে ভারতের বিরুদ্ধে ওপেন করতে নেমে অর্ধশতরান করলেন অস্ট্রেলিয়ার বেথ মুনি।

07:16 PM (IST) Feb 23
১০ ওভারের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৬৯/১

১০ ওভারের শেষে অস্ট্রেলিয়া ১ উইকেট হারিয়ে ৬৯ রান করেছে। বেথ মুনি ৩৭ ও মেগ ল্যানিং ৫ রানে অপরাজিত।

07:07 PM (IST) Feb 23
২৫ রান করে আউট অ্যালিসা হিলি, রাধা যাদবের বলে স্টাম্পিং রিচা ঘোষের

৫২ রানে প্রথম উইকেট হারাল অস্ট্রেলিয়া। ২৫ রান করে রাধা যাদবের বলে স্টাম্প আউট হয়ে গেলেন অ্যালিসা হিলি।

06:58 PM (IST) Feb 23
টসে জিতে ব্যাটিং করতে নেমে ভালো শুরু অস্ট্রেলিয়ার

৬ ওভারের শেষে অস্ট্রেলিয়ার স্কোর বিনা উইকেটে ৪৩। বেথ মুনি ১৯ ও অ্যালিসা হিলি ২৩ রানে অপরাজিত।

06:35 PM (IST) Feb 23
প্রথম ওভারের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৬/০

অস্ট্রেলিয়ার হয়ে ব্যাটিং ওপেন করতে নেমেছেন বেথ মুনি ও অ্যালিসা হিলি। প্রথম ওভারে ৬ রান করেছেন হিলি।

06:15 PM (IST) Feb 23
মহিলাদের টি-২০ বিশ্বকাপ সেমি ফাইনালে ভারতীয় দলে একাধিক বদল

অসুস্থতার জন্য মহিলাদের টি-২০ বিশ্বকাপ সেমি ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে পারছেন না পূজা বস্ত্রকর। রাজেশ্বরী গায়কোয়াড়ের বদলে দলে এসেছেন রাধা যাদব। দেবিকা বৈদ্যর বদলে দলে এসেছেন ইয়াস্তিকা ভাটিয়া। 

Read more Articles on