10:09 PM (IST) Mar 22
তৃতীয় ওডিআই ম্যাচে ২১ রানে হার, সিরিজ খোয়াল ভারত

তৃতীয় ওডিআই ম্যাচে অস্ট্রেলিয়ার ২৬৯ রানের জবাবে ২৪৮ রানে অলআউট হয়ে গেল ভারতীয় দল। ২-১ ফলে সিরিজ জিতল অস্ট্রেলিয়া।

10:07 PM (IST) Mar 22
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারের মুখে ভারতীয় দল

অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই শেষবার দ্বিপাক্ষিক ওডিআই সিরিজে হেরে গিয়েছিল ভারতীয় দল। এবারও অস্ট্রেলিয়ার কাছেই হারছেন রোহিত শর্মারা।

09:54 PM (IST) Mar 22
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজে হারের মুখে ভারত

১৮ রান করে আউট হয়ে গেলেন রবীন্দ্র জাদেজা। ২২৫ রানে ৮ উইকেট হারিয়ে হারের মুখে ভারত।

09:37 PM (IST) Mar 22
২১৮ রানে ৭ উইকেট হারাল ভারতীয় দল

৪০ বলে ৪০ রান করে অ্যাডাম জাম্পার বলে স্টিভ স্মিথকে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন হার্দিক পান্ডিয়া। ২১৮ রানে ৭ উইকেট হারাল ভারতীয় দল।

09:06 PM (IST) Mar 22
জয়ের জন্য ৭২ বলে ভারতের দরকার ৭২ রান, ক্রিজে হার্দিক পান্ডিয়া-রবীন্দ্র জাদেজা

৩৮ ওভারের শেষে ভারতীয় দলের স্কোর ৬ উইকেটে ১৯৮। হার্দিক পান্ডিয়া ৩০ ও রবীন্দ্র জাদেজা ৮ রানে অপরাজিত।

08:50 PM (IST) Mar 22
পরপর ২ বলে বিরাট কোহলি, সূর্যকুমার যাদবের উইকেট হারিয়ে চাপে ভারত

৫৪ রান করে অ্যাশটন আগরের বলে ডেভিড ওয়ার্নারকে ক্যাচ দিয়ে ফিরে গেলেন বিরাট কোহলি। পরের বলেই বোল্ড সূর্যকুমার যাদব। ১৮৫ রানে ৬ উইকেট হারিয়ে চাপে ভারত।

08:26 PM (IST) Mar 22
অর্ধশতরান করলেন বিরাট কোহলি, তিনিই এই ইনিংসে ভারতের ভরসা

৬১ বলে অর্ধশতরান পূর্ণ করলেন বিরাট কোহলি। অসাধারণ ব্যাটিং করছেন তিনি। জয়ের জন্য তাঁর দিকেই তাকিয়ে দল।

08:20 PM (IST) Mar 22
বিরাট কোহলির সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট অক্ষর প্যাটেল

মাত্র ২ রান করেই রান আউট হয়ে গেলেন অক্ষর প্যাটেল। ১৫১ রানে ৪ উইকেট হারাল ভারতীয় দল।

08:13 PM (IST) Mar 22
৩২ রান করে আউট হয়ে গেলেন কে এল রাহুল

৩২ রান করে অ্যাডাম জাম্পার বলে শন অ্যাবটের হাতে ধরা পড়লেন কে এল রাহুল। ১৪৬ রানে ৩ উইকেট হারাল ভারতীয় দল।

08:00 PM (IST) Mar 22
২৫ ওভারের শেষে ভারতীয় দলের স্কোর ২ উইকেটে ১২৩, জয়ের জন্য এখনও দরকার ১৪৭ রান

২৫ ওভারের শেষে ভারতের স্কোর ২ উইকেটে ১২৩। বিরাট কোহলি ৩৭ ও কে এল রাহুল ১৭ রানে অপরাজিত।

07:35 PM (IST) Mar 22
সেট হয়ে গিয়েছেন বিরাট কোহলি, কে এল রাহুল, লড়ছে ভারত

ভালো ব্যাটিং করছেন বিরাট কোহলি ও কে এল রাহুল। ২ উইকেট হারালেও, ভালোভাবেই এগিয়ে চলেছে ভারতের ইনিংস।

07:07 PM (IST) Mar 22
৩৭ রান করে অ্যাডাম জাম্পার বলে এলবিডব্লু শুবমান গিল

৩৭ রান করে আউট হয়ে গেলেন শুবমান গিল। ৭৭ রানে দ্বিতীয় উইকেট হারাল ভারত।

06:52 PM (IST) Mar 22
৩০ রান করে শন অ্যাবটের বলে মিচেল স্টার্ককে ক্যাচ দিলেন রোহিত শর্মা

৬৫ রানের মাথায় প্রথম উইকেট হারাল ভারতীয় দল। ৩০ রান করে আউট রোহিত শর্মা।

06:41 PM (IST) Mar 22
রোহিত শর্মা-শুবমান গিলের দুর্দান্ত ব্যাটিং, চালকের আসনে ভারত

শুবমান গিলের পাশাপাশি দুর্দান্ত ব্যাটিং করছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মাও। অষ্টম ওভারে বিনা উইকেটে ৫০ পেরিয়ে গেল ভারতের স্কোর।

06:28 PM (IST) Mar 22
ভালো ব্যাটিং শুবমান গিলের, জয়ের আশায় ভারত

অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ব্যাটিং ওপেন করতে নেমে ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন শুবমান গিল। ভারতের ইনিংসের শুরুটা ভালো হয়েছে।

06:11 PM (IST) Mar 22
ভারতীয় দলের হয়ে ব্যাটিং ওপেন করতে নেমেছেন রোহিত শর্মা-শুবমান গিল

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের তৃতীয় ওডিআই ম্যাচে ভারতীয় দলের টার্গেট ২৭০ রান। ব্যাটিং ওপেন করতে নেমেছেন রোহিত শর্মা  ও শুবমান গিল।

05:38 PM (IST) Mar 22
মহম্মদ সিরাজের জোড়া উইকেট, তৃতীয় ওডিআই ম্যাচে ২৬৯ রানে অলআউট অস্ট্রেলিয়া

১০ রান করে মহম্মদ সিরাজের বলে রবীন্দ্র জাদেজাকে ক্যাচ দিয়ে আউট মিচেল স্টার্ক। ২৬৯ রানে অলআউট অস্ট্রেলিয়া।

05:17 PM (IST) Mar 22
পরপর উইকেট অক্ষর প্যাটেল, মহম্মদ সিরাজের, ৯ উইকেট হারাল অস্ট্রেলিয়া

২৪৭ রানে ৯ উইকেট হারাল অস্ট্রেলিয়া। জোড়া উইকেট অক্ষর প্যাটেলের। ১ উইকেট নিলেন মহম্মদ সিরাজ।

05:08 PM (IST) Mar 22
অস্ট্রেলিয়ার রান আটকে রাখার চেষ্টায় ভারতের বোলাররা

অস্ট্রেলিয়ার ৭ উইকেট তুলে নেওয়ার পর এবার যত কম রানে সম্ভব আটকে রাখার চেষ্টা করছেন ভারতের বোলাররা। তাহলে ব্যাটারদের কাজ কিছুটা সহজ হবে।

04:45 PM (IST) Mar 22
কুলদীপ যাদবের ৩ শিকার, ৭ উইকেট হারিয়ে চাপে অস্ট্রেলিয়া

তৃতীয় ওডিআই ম্যাচে একের পর এক উইকেট হারিয়ে চলেছে অস্ট্রেলিয়া। ৩৮ রান করে কুলদীপ যাদবের বলে আউট অ্যালেক্স কেরি। ২৫ রান করে অক্ষর প্যাটেলের বলে শুবমান গিলকে ক্যাচ দিয়ে আউট মার্কাস স্টোইনিস। ২০৩ রানে ৭ উইকেট হারাল অস্ট্রেলিয়া।