তৃতীয় ওডিআই ম্যাচে অস্ট্রেলিয়ার ২৬৯ রানের জবাবে ২৪৮ রানে অলআউট হয়ে গেল ভারতীয় দল। ২-১ ফলে সিরিজ জিতল অস্ট্রেলিয়া।
- Home
- Sports
- Cricket
- Ind Vs Aus 3rd ODI Live: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ম্যাচে হার, ওডিআই সিরিজ খোয়াল ভারত
Ind Vs Aus 3rd ODI Live: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ম্যাচে হার, ওডিআই সিরিজ খোয়াল ভারত
চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচ খেলতে নেমেছে ভারতীয় দল। ওডিআই সিরিজ এখন ১-১। ফলে সিরিজ জিততে হলে শেষ ম্যাচে ভারতীয় দলকে জিততেই হবে। ওডিআই বিশ্বকাপের আগে এই সিরিজ জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চাইছে ভারতীয় দল।
- FB
- TW
- Linkdin
অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই শেষবার দ্বিপাক্ষিক ওডিআই সিরিজে হেরে গিয়েছিল ভারতীয় দল। এবারও অস্ট্রেলিয়ার কাছেই হারছেন রোহিত শর্মারা।
১৮ রান করে আউট হয়ে গেলেন রবীন্দ্র জাদেজা। ২২৫ রানে ৮ উইকেট হারিয়ে হারের মুখে ভারত।
৪০ বলে ৪০ রান করে অ্যাডাম জাম্পার বলে স্টিভ স্মিথকে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন হার্দিক পান্ডিয়া। ২১৮ রানে ৭ উইকেট হারাল ভারতীয় দল।
৩৮ ওভারের শেষে ভারতীয় দলের স্কোর ৬ উইকেটে ১৯৮। হার্দিক পান্ডিয়া ৩০ ও রবীন্দ্র জাদেজা ৮ রানে অপরাজিত।
৫৪ রান করে অ্যাশটন আগরের বলে ডেভিড ওয়ার্নারকে ক্যাচ দিয়ে ফিরে গেলেন বিরাট কোহলি। পরের বলেই বোল্ড সূর্যকুমার যাদব। ১৮৫ রানে ৬ উইকেট হারিয়ে চাপে ভারত।
৬১ বলে অর্ধশতরান পূর্ণ করলেন বিরাট কোহলি। অসাধারণ ব্যাটিং করছেন তিনি। জয়ের জন্য তাঁর দিকেই তাকিয়ে দল।
মাত্র ২ রান করেই রান আউট হয়ে গেলেন অক্ষর প্যাটেল। ১৫১ রানে ৪ উইকেট হারাল ভারতীয় দল।
৩২ রান করে অ্যাডাম জাম্পার বলে শন অ্যাবটের হাতে ধরা পড়লেন কে এল রাহুল। ১৪৬ রানে ৩ উইকেট হারাল ভারতীয় দল।
২৫ ওভারের শেষে ভারতের স্কোর ২ উইকেটে ১২৩। বিরাট কোহলি ৩৭ ও কে এল রাহুল ১৭ রানে অপরাজিত।
ভালো ব্যাটিং করছেন বিরাট কোহলি ও কে এল রাহুল। ২ উইকেট হারালেও, ভালোভাবেই এগিয়ে চলেছে ভারতের ইনিংস।
৩৭ রান করে আউট হয়ে গেলেন শুবমান গিল। ৭৭ রানে দ্বিতীয় উইকেট হারাল ভারত।
৬৫ রানের মাথায় প্রথম উইকেট হারাল ভারতীয় দল। ৩০ রান করে আউট রোহিত শর্মা।
শুবমান গিলের পাশাপাশি দুর্দান্ত ব্যাটিং করছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মাও। অষ্টম ওভারে বিনা উইকেটে ৫০ পেরিয়ে গেল ভারতের স্কোর।
অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ব্যাটিং ওপেন করতে নেমে ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন শুবমান গিল। ভারতের ইনিংসের শুরুটা ভালো হয়েছে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের তৃতীয় ওডিআই ম্যাচে ভারতীয় দলের টার্গেট ২৭০ রান। ব্যাটিং ওপেন করতে নেমেছেন রোহিত শর্মা ও শুবমান গিল।
১০ রান করে মহম্মদ সিরাজের বলে রবীন্দ্র জাদেজাকে ক্যাচ দিয়ে আউট মিচেল স্টার্ক। ২৬৯ রানে অলআউট অস্ট্রেলিয়া।
২৪৭ রানে ৯ উইকেট হারাল অস্ট্রেলিয়া। জোড়া উইকেট অক্ষর প্যাটেলের। ১ উইকেট নিলেন মহম্মদ সিরাজ।
অস্ট্রেলিয়ার ৭ উইকেট তুলে নেওয়ার পর এবার যত কম রানে সম্ভব আটকে রাখার চেষ্টা করছেন ভারতের বোলাররা। তাহলে ব্যাটারদের কাজ কিছুটা সহজ হবে।
তৃতীয় ওডিআই ম্যাচে একের পর এক উইকেট হারিয়ে চলেছে অস্ট্রেলিয়া। ৩৮ রান করে কুলদীপ যাদবের বলে আউট অ্যালেক্স কেরি। ২৫ রান করে অক্ষর প্যাটেলের বলে শুবমান গিলকে ক্যাচ দিয়ে আউট মার্কাস স্টোইনিস। ২০৩ রানে ৭ উইকেট হারাল অস্ট্রেলিয়া।