সংক্ষিপ্ত
ভারত-দক্ষিণ আফ্রিকার টি-২০ সিরিজ ১-১ অবস্থায় শেষ হয়েছে। বৃহস্পতিবার ওডিআই সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচ। যে দল এই ম্যাচ জিতবে তারাই সিরিজের দখল নেবে।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতীয় দল হেরে গেলেও, বৃহস্পতিবার তৃতীয় ম্যাচে দলে বদলের সম্ভাবনা কম। ভারতীয় দলে থাকতে পারেন- রুতুরাজ গায়কোয়াড়, সাই সুদর্শন, তিলক ভার্মা, কে এল রাহুল (অধিনায়ক), সঞ্জু স্যামসন, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, মুকেশ কুমার ও আবেশ খান। দক্ষিণ আফ্রিকা দলে থাকতে পারেন- রিজা হেনড্রিকস, টনি ডে জর্জি, র্যাসি ভ্যান ডার ডুসেন, এইডেন মার্করাম (অধিনায়ক), হেইনরিক ক্লাসেন, ডেভিড মিলার, উইয়ান মালডার, কেশব মহারাজ, নান্দ্রে বার্গার, লিজাড উইলিয়ামস ও বিউরান হেনড্রিকস। ভারতীয় সময় অনুযায়ী ম্যাচ শুরু হবে বিকেল সাড়ে চারটেয়।
ভারতীয় দলের ভরসা সুদর্শন
ওডিআই ফর্ম্যাটে অভিষেক ম্যাচে অর্ধশতরানের পর দ্বিতীয় ম্যাচেও অর্ধশতরান করেছেন ভারতীয় দলের ওপেনার সুদর্শন। বৃহস্পতিবার সিরিজ নির্ণায়ক তৃতীয় ম্যাচেও এই তরুণ ব্যাটারের উপর ভরসা করছে টিম ম্যানেজমেন্ট। অপর ওপেনার রুতুরাজের কাছ থেকেও ভালো ইনিংসের আশায় দল। তিলক ভার্মারও ভালো ইনিংস দলের জন্য জরুরি। গত ম্যাচে ভালো পারফরম্যান্স দেখান অধিনায়ক রাহুল। তিনি দলের অন্যতম ভরসা। ওডিআই ম্যাচে অভিষেক হওয়ার পর বল হাতে সাফল্য পেয়েছেন রিঙ্কু। এবার তিনি ব্যাট হাতেও সাফল্যের লক্ষ্যে। বারবার সুযোগ পেয়েও ব্যর্থ হয়েছেন সঞ্জু। তাঁর নিজের তাগিদেই ভালো ব্যাটিং করা উচিত। গত ম্যাচে ভারতীয় দলের বোলিংয়ে ভেদশক্তির অভাব প্রকট হয়ে গিয়েছে। বৃহস্পতিবার জয় পেতে হলে বোলারদের উইকেট নিতে হবে।
প্রত্যাবর্তনের লক্ষ্যে ভারতীয় দল
টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে হেরে যাওয়ার পর তৃতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরায় ভারতীয় দল। বৃহস্পতিবারও সেই লড়াইয়ের আশায় ভারতীয় শিবির। মঙ্গলবারের ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়িয়ে সিরিজ জয়ই ভারতের লক্ষ্য।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Indian Cricket Team: ওডিআই ম্যাচে অভিষেকেই শতরান করা একমাত্র ভারতীয় ব্যাটার কে?
India Vs South Africa: বৃহস্পতিবার পার্লে ওডিআই সিরিজ নির্ণায়ক ম্যাচ, তৈরি হচ্ছেন রাহুলরা