ভারতে খেলা নিয়ে রাজনীতি নতুন কিছু নয়। এবার জিম্বাবোয়ে সফর নিয়েও রাজনীতি শুরু হয়েছে। শুবমান গিলরা যখন মাঠে লড়াই করছেন, তখন কংগ্রেস ও বিজেপি-র মধ্যে চাপানউতোর শুরু হয়েছে।

শনিবার জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে ভারতের হারের পর দল গঠন নিয়ে প্রশ্ন তুলেছিলেন কংগ্রেস সাংসদ শশী থারুর। রবিবার দ্বিতীয় ম্যাচ জিতে ভারতীয় দল সিরিজে সমতা ফেরানোর পরেই তাঁকে পাল্টা আক্রমণ করলেন বিজেপি মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা। তিনি সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘শশী থারুর ও কংগ্রেস কি টিম ইন্ডিয়ার কাছে ক্ষমা চাইবে? কংগ্রেস, শশী থারুর ও তাঁদের সাঙ্গোপাঙ্গোরা মোদী ও বিজেপি-র প্রতি ঘৃণাবশত ভারতীয় ক্রিকেট দলের প্রতিও ঘৃণা, নেতিবাচক মানসিকতা প্রকাশ করার একদিন পরেই আমাদের ছেলেরা পাল্টা আঘাত হানল। জিম্বাবোয়ের বিরুদ্ধে বিশাল জয় পেল ওরা। এখন প্রশ্ন হল, কংগ্রেস কেন গতকাল ভারতের হারে উল্লসিত হয়ে উঠেছিল? ওরা মোদীকে ঘৃণা করে বলে কেন ভারতের সেনা, সংস্থা, এমনকী খেলাকেও নিচু করে দেখানোর চেষ্টা করে? কংগ্রেস হল ভারত-বিরোধী।’

ট্রোলের জবাব থারুরের

রবিবার ভারতের তরুণ ওপেনার অভিষেক শর্মা শতরান করে দলকে জয় পেতে সাহায্য করার পর সোশ্যাল মিডিয়া পোস্টে তাঁকে অভিনন্দন জানিয়ে থারুর লেখেন, ‘তরুণ ভারতীয় দল জিম্বাবোয়েকে ১০০ রানে হারিয়ে দিয়েছে। আমি অভিনন্দন জানাচ্ছি। বিশেষ করে অভিষেক শর্মাকে অভিনন্দন জানাচ্ছি। ও আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ভারতের হয়ে তৃতীয় দ্রুততম শতরান করল। গতকাল খারাপ পারফরম্যান্সের পর ওরা এত তাড়াতাড়ি ঘুরে দাঁড়ানোয় আমি খুব খুশি। আমি ট্রোলড হওয়ায় খুশি।’

Scroll to load tweet…

খেলা নিয়ে রাজনীতি কবে বন্ধ হবে?

ক্রিকেটাররা মাঠে ঘাম ঝরান, পরিশ্রম করে দলকে জেতানোর চেষ্টা করেন। কিন্তু রাজনীতিবিদরা ঠান্ডা ঘরে বসে খেলা নিয়েও রাজনীতি করেন। যা দেখে সাধারণ মানুষ তিতিবিরক্ত। সাধারণ ক্রীড়াপ্রেমীরা খেলার মাঠে রাজনীতির অনুপ্রবেশ চান না।

Scroll to load tweet…

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

India vs Zimbabwe: জিম্বাবোয়ের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে ১০০ রানে জয়, ঘুরে দাঁড়াল ভারত

IND vs ZIM: দ্বিতীয়বার টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন, তারপরেও ভারতের জার্সিতে কেন জোড়া তারা নেই?

IND vs ZIM: ডোবালেন ব্যাটাররা, জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে লজ্জার হার ভারতের