সংক্ষিপ্ত

ভারতীয় দলের হয়ে এখনও পর্যন্ত খুব বেশি ম্যাচ খেলার সুযোগ না পেলেও, ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন হনুমা বিহারী। এবারের মরসুমের শুরুটাও ভালোভাবেই করেছেন তিনি।

সম্প্রতি পুত্রসন্তানের বাবা হয়েছেন ভারতীয় ক্রিকেটার হনুমা বিহারী। ৭ জুলাই পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তাঁর স্ত্রী প্রীতি রাজ। তবে এতদিন সে কথা গোপনই রেখেছিলেন হনুমা ও প্রীতি। এবার সোশ্যাল মিডিয়া পোস্টে মা হওয়ার খবর জানিয়েছেন প্রীতি। তিনি লিখেছেন, 'আমরা এই ঘোষণা করতে পেরে রোমাঞ্চিত যে আমাদের পরিবারে নতুন আনন্দ এসেছে। আমাদের পুত্রসন্তানের নাম ইভান কিয়েশ।' এই পোস্ট দেখে হনুমার সতীর্থরা তাঁকে অভিনন্দন জানাচ্ছেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ক্রিকেটপ্রেমীরাও অভিনন্দন জানাচ্ছেন। এখনও পর্যন্ত অবশ্য পুত্রসন্তানের ছবি প্রকাশ করেননি হনুমা ও প্রীতি। তাঁরা সদ্যোজাতকে আড়ালেই রাখতে চাইছেন।

গতবার দলীপ ট্রফি ফাইনালে পশ্চিমাঞ্চলের কাছে হেরে গিয়েছিল হনুমার দল দক্ষিণাঞ্চল। এবার সেই পশ্চিমাঞ্চলকেই হারিয়ে দলীপ ট্রফি জিতল হনুমার নেতৃত্বাধীন দক্ষিণাঞ্চল। প্রিয়াঙ্ক পাঞ্চালের দলের বিরুদ্ধে বদলা নিতে পেরে খুশি হনুমা। তিনি বলেছেন, 'পশ্চিমাঞ্চলের বিরুদ্ধে জয় পেয়ে ভালো লাগছে। ওরা গত বছর আমাদের বিরুদ্ধে দাপট দেখিয়েছিল। আমরা প্রথম ইনিংসে এগিয়ে যাওয়ার পরেও হেরে গিয়েছিলাম। আমরা এবারও প্রথম ইনিংসে লিড পাই। তখনই আমি দলের সবাইকে গতবার কী হয়েছিল সেটা মনে করিয়ে দিই।'

২০২২-এর জুলাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষবার টেস্ট ম্যাচ খেলেন হনুমা। এরপর তিনি আর জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাননি। তবে ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন এই ব্যাটার। অধিনায়ক হিসেবেও তিনি সফল। তাঁর নেতৃত্ব দেওয়ার সহজাত দক্ষতা, প্রতিপক্ষ দলের শক্তি ও দুর্বলতা অনুযায়ী কৌশল তৈরি করা, ম্যাচের পরিস্থিতি অনুযায়ী কৌশল বদল, দলের সবাইকে ভালোভাবে ব্যবহার করতে পারা প্রশংসিত হয়েছে। এ প্রসঙ্গে হনুমা বলেছেন, ‘আমি অধিনায়কত্ব ভালোবাসি। দলের বোলিং লাইনআপ ভালো হলে অধিনায়কত্ব অনেক সহজ হয়ে যায়।’

২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত দলীপ ট্রফিতে দেশের বিভিন্ন অঞ্চলের দলের বদলে ইন্ডিয়া রেড, ইন্ডিয়া ব্লু ও ইন্ডিয়া গ্রিন দল খেলেছিল। এরপর আঞ্চলিক দলগুলিকে ফিরিয়ে আনা হয়েছে। হনুমার মতে, দলীপ ট্রফিতে বিভিন্ন অঞ্চলের দল খেললেই ভালো হয়। দক্ষিণাঞ্চলের অধিনায়ক বলেছেন, ‘এবারের দলীপ ট্রফিতে খেলার মান সত্যিই ভালো ছিল। আমরা চ্যাম্পিয়ন হয়েছি বলে এ কথা বলছি না। ইন্ডিয়া ব্লু বা ইন্ডিয়া গ্রিনের হয়ে খেলার সময় ক্রিকেটাররা ম্যাচের পরিস্থিতি অনুযায়ী খেলত। অঞ্চলভিত্তিক প্রতিযোগিতা ফিরতেই প্রতিদ্বন্দ্বিতা বেড়ে গিয়েছে। আশা করি এই প্রতিযোগিতা এরকমই থাকবে।’

আরও পড়ুন-

আরসিবি কেন আইপিএল জিততে পারছে না? জবাব হাতড়াচ্ছেন যুজবেন্দ্র চাহাল

ভারতীয় দলের জন্য ভালো খবর, নেটে পুরোদমে বোলিং করছেন জসপ্রীত বুমরা

ফের নেটে ব্যাটিং অনুশীলন, ক্রিকেট থেকে দূরে থাকতে পারছেন না ইরফান পাঠান