MB vs EB Cricket Live Score: ২২ গজে মোহনবাগানকে হারাল ইস্টবেঙ্গল। ক্রিকেটের ডার্বিতে বাজিমাত লাল হলুদের।
MB vs EB Cricket Live Score: ক্রিকেটের বড় ম্যাচে জয় ইস্টবেঙ্গলের। মোহনবাগানকে ৭৭ রানে হারিয়ে বাজিমাত লাল হলুদের।
প্রসঙ্গত, এই ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় ইস্টবেঙ্গল। কলকাতার ভিডিওকন মাঠে, রীতিমতো জমে ওঠে বাংলা ক্রিকেটের ডার্বি। মুখোমুখি হয় মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল। আর সেই ম্যাচের শেষদিন, মোহনবাগানের জয়ের জন্য দরকার ছিল মাত্র ২৬৪ রান। আর হাতে ছিল ৫২২টি বল। আর ঠিক উল্টোদিকে ফাইনালে ওঠার জন্য ইস্টবেঙ্গলের দরকার ঠিক ৫টি উইকেট (Mohun Bagan vs East Bengal Cricket Live)।
এই সেমিফাইনালের দ্বিতীয় দিন, সন্দীপন দাস অসাধারণ সেঞ্চুরি উপহার দেন এবং শেষ অবধি অপরাজিত থাকেন। আর সেই সুবাদেই ইস্টবেঙ্গল প্রথম ইনিংসে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের বিরুদ্ধে ৯ উইকেট হারিয়ে তোলে ৪০৯ রান। যদিও একটা সময় লাল হলুদের রান ছিল ৬ উইকেট হারিয়ে ৩১০। কিন্তু সেখান থেকে দুরন্ত লড়াই করেন সন্দীপন দাস। বলা চলে, দুর্দান্ত ক্রিকেট উপহার দেন। ম্যাচের সপ্তম উইকেটে শ্রেয়ান চক্রবর্তীকে সঙ্গে নিয়ে ৫৯ রানের জুটি গড়েন তিনি (Mohun Bagan vs East Bengal Cricket Highlights)।

যদিও শ্রেয়ান প্যাভিলিয়নে ফিরে যান মাত্র ৩০ রানে। কিন্তু তারপর নেমে অলরাউন্ডার সুরজ সিন্ধু জয়সওয়াল এবং কনিষ্ক শেঠ খুব বেশি রান যোগ করতে পারেননি। তবে হাল ছাড়েননি সন্দীপন নিজে। কার্যত, অসাধারণ ক্রিকেট উপহার দেন এই ডানহাতি মিডল অর্ডার ব্যাটার (Mohun Bagan vs East Bengal Cricket match today)।
তাঁর সংগ্রহে ২৩৬ বলে ১০৮ রান এবং অপরাজিত থেকেই মাঠ ছাড়েন। তবে শুধু সন্দীপন একা নন। সাত্যকি দত্তও বেশ ভালো খেলেন, তাঁর সংগ্রহে ১০৭ রান। আর সেই সুবাদেই ইস্টবেঙ্গলের স্কোর তখন ৯ উইকেট হারিয়ে ৪০৯ রান। মোহনবাগানের হয়ে ৫ উইকেট পেয়েছেন সৌরভ হালদার।
অন্যদিকে, ইস্টবেঙ্গলের সুরজ সিন্ধু জয়সওয়াল শুরুটা বেশ ভালো করেন। ডানহাতি পেসার ইনিংসের প্রথম বলেই সবুজ মেরুনের শান্তনুকে আউট করেন। এমনকি, মাত্র ৮ রানে কনিষ্ক শেঠের বলে মোহনবাগান অধিনায়ক সুদীপ কুমার ঘরামি প্যাভিলিয়নে ফিরে যান (kolkata club cricket news bangla)।
অন্যদিকে, মাত্র ১ রানে করে আউট হন মোহনবাগানের অভিলীন ঘোষ। এছাড়া গীতাংশ খেরাকের ঝুলিতে মাত্র ১৯ রান। তবে শুভঙ্কর বলের কথা বলতেই হয়। কঠিন সময়ে দলের হয়ে দুর্দান্ত ইনিংস উপহার দেন এবং হাফ সেঞ্চুরি করেন। মোহনবাগানের স্কোর তখন ৫ উইকেট হারিয়ে ১৪৬ রান। ম্যাচের শেষ দিন মোহনবাগানের জয়ের জন্য দরকার ছিল ২৬৪ রান। ৫৯ রানে অপরাজিত ছিলেন শুভঙ্কর বল এবং রণজ্যোৎ সিং-এর ৪৫ রানও দলের জন্য বেশ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়।

শেষদিন ব্যাট করতে নেমে সেঞ্চুরি হাঁকান শুভঙ্কর বল, করেন ১৪৮ রান। তবে লাল হলুদের হয়ে বল হাতে রীতিমতো জ্বলে ওঠেন শ্রেয়ান চক্রবর্তী। তাঁর সংগ্রহে ৪টি গুরুত্বপূর্ণ উইকেট। এছাড়া বিকাশ সিং পেয়েছেন ২টি উইকেট। শেষপর্যন্ত, মোহনবাগানের ইনিংস শেষ হয় ৩৩২ রানে এসে।
ইস্টবেঙ্গল জয়ী ৭৭ রানে এবং ম্যাচের সেরা সন্দীপন দাস (Sandipan Das)।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


