খ্রিস্টান রীতি মেনে বিয়ে করলেন হার্দিক-নাতাসা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি
- FB
- TW
- Linkdin
প্রায় ৩ বছর একসঙ্গে সংসার করার পর নতুন করে বিয়ে করলেন হার্দিক পান্ডিয়া ও নাতাসা স্ট্যানকোভিচ
মঙ্গলবার ভ্যালেন্টাইনস ডে-তে রাজস্থানের উদয়পুরে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে স্ত্রী নাতাসা স্ট্যানকোভিচকে ফের বিয়ে করলেন হার্দিক পান্ডিয়া। তাঁর ও নাতাসার পরিবারের সদস্যরা ছিলেন।
নতুন করে নাতাসা স্ট্যানকোভিচকে বিয়ে করা নিয়ে গোপনীয়তা বজায় রেখেছিলেন হার্দিক পান্ডিয়া
উদয়পুরে এই বিয়ের অনুষ্ঠান নিয়ে গোপনীয়তা বজায় রেখেছিলেন হার্দিক পান্ডিয়া ও নাতাসা স্ট্যানকোভিচ। তাঁদের পরিবার ও ঘনিষ্ঠ মহলের বাইরে আর কেউ এই অনুষ্ঠানে ছিলেন না।
খ্রিস্টান রীতি মেনে বাবার হাত ধরে বিয়ের আসরে যান নাতাসা স্ট্যানকোভিচ
সাদা গাউন পরে বাবার হাত ধরে বিয়ের শপথ নিতে যান নাতাসা স্ট্যানকোভিচ। বিয়ের পোশাকে তাঁকে অসাধারণ সুন্দরী দেখতে লাগছিল।
বিয়ের আসরে হার্দিক পান্ডিয়া-নাতাসা স্ট্যানকোভিচের নাচের ভিডিও ভাইরাল
বিয়ের অনুষ্ঠান মিটে যাওয়ার পর নাচে মেতে ওঠেন হার্দিক পান্ডিয়া ও নাতাসা স্ট্যানকোভিচ। তাঁদের নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
হার্দিক পান্ডিয়ার ভাই ক্রুণাল পান্ডিয়া ও নাতাসা স্ট্যানকোভিচের পরিবার ছিল বিয়ের সাক্ষী
খ্রিস্টান বিয়ের আসরে পাত্র-পাত্রী ও তাঁদের সঙ্গীদের পরনে যে ধরনের পোশাক থাকে, সেই পোশাকই ছিল হার্দিক পান্ডিয়া, নাতাসা স্ট্যানকোভিচ, হার্দিকের ভাই ক্রুণাল পান্ডিয়া-সহ বাকি সঙ্গীদের পরনে ছিল সেরকমই পোশাক।
হার্দিক পান্ডিয়া ও নাতাসা স্ট্যানকোভিচের সঙ্গে ছিল তাদের ছেলে অগস্ত্য
বিয়ের অনুষ্ঠানে ছেলে অগস্ত্যকে নিয়ে গিয়েছিলেন হার্দিক পান্ডিয়া ও নাতাসা স্ট্যানকোভিচ। তাঁদের সঙ্গেই ছিল অগস্ত্য।
২০২০ সালে করোনা আবহে বিয়ে করেন হার্দিক পান্ডিয়া ও নাতাসা স্ট্যানকোভিচ
প্রায় ৩ বছর আগে বিয়ে করেন হার্দিক পান্ডিয়া ও নাতাসা স্ট্যানকোভিচ। সেই সময় তাঁরা বিশেষ কোনও অনুষ্ঠান করতে পারেননি। সেই আফশোস এবার মিটিয়ে নিলেন তাঁরা।