- Home
- Sports
- Cricket
- IPL 2023: আইপিএল জিতে বিপুল আর্থিক পুরস্কার পেলেন ধোনিরা, সেরার তালিকায় ইডেন গার্ডেন্সও
IPL 2023: আইপিএল জিতে বিপুল আর্থিক পুরস্কার পেলেন ধোনিরা, সেরার তালিকায় ইডেন গার্ডেন্সও
- FB
- TW
- Linkdin
গুজরাট টাইটানসকে হারিয়ে পঞ্চমবার আইপিএল খেতাব জিতল চেন্নাই সুপার কিংস
এবারের আইপিএল চ্যাম্পিয়ন হয়ে ২০ কোটি টাকা পেল চেন্নাই সুপার কিংস। মহেন্দ্র সিং ধোনির দল এবার অসাধারণ পারফরম্যান্স দেখাল। ফাইনালেও অসাধারণ লড়াই করল সিএসকে।
এবারের আইপিএল-এ রানার্স হয়ে পুরস্কারমূল্য হিসেবে ১২.৫ কোটি টাকা পেল গুজরাট টাইটানস
চেন্নাই সুপার কিংসের কাছে শেষ বলে হেরে পরপর ২ বার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ হারাল গুজরাট টাইটানস। তবে হার্দিক পান্ডিয়ার দল যে লড়াই করল সেটা স্মরণীয় হয়ে থাকবে।
যুগ্মভাবে সেরা পিচ ও মাঠের পুরস্কার পেল ইডেন গার্ডেন্স ও ওয়াংখেড়ে
এবারের আইপিএল-এ সেরা পিচ ও মাঠের পুরস্কার পেল কলকাতার ইডেন গার্ডেন্স ও মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম। এই পুরস্কারমূল্য ৫০ লক্ষ টাকা।
এবারের আইপিএল-এ সবচেয়ে বেশি রান করে অরেঞ্জ ক্যাপ-সহ একাধিক পুরস্কার পেলেন শুবমান গিল
এবারের আইপিএল-এ সবচেয়ে বেশি রান করে অরেঞ্জ ক্যাপ জিতলেন গুজরাট টাইটানসের ওপেনার শুবমান গিল। তিনি এই মরসুমে সবচেয়ে বেশি বাউন্ডারি মেরেছেন। মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারও নির্বাচিত হলেন শুবমান। গেম চেঞ্জার অফ দ্য সিজনও নির্বাচিত হয়েছেন এই তরুণ ব্যাটার। প্রতিটি বিভাগেই পুরস্কারমূল্য ১০ লক্ষ টাকা।
এবারের আইপিএল-এ সবচেয়ে বেশি উইকেট নেওয়ার সুবাদে পার্পল ক্যাপ মহম্মদ সামির
এবারের আইপিএল-এ সবচেয়ে বেশি উইকেট নিয়ে পার্পল ক্যাপ জিতলেন গুজরাট টাইটানসের পেসার মহম্মদ সামি। ১০ লক্ষ টাকা পেলেন এই পেসার।
এবারের আইপিএল-এ সেরা ক্যাচের পুরস্কার পেলেন গুজরাট টাইটানসের রশিদ খান
এবারের আইপিএল-এ দ্বিতীয় সর্বাধিক উইকেট নিয়েছেন গুজরাট টাইটানসের আফগান অলরাউন্ডার রশিদ খান। তিনিই সেরা ক্যাচের পুরস্কার হিসেবে ১০ লক্ষ টাকা পেয়েছেন।
এবারের আইপিএল-এ সবচেয়ে লম্বা ওভার-বাউন্ডারি মারার নজির গ্লেন ম্যাক্সওয়েলের
এবারের আইপিএল-এ সবচেয়ে দীর্ঘ ওভার-বাউন্ডারি মেরে ১০ লক্ষ টাকা পুরস্কার পেলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের তারকা ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল।
এবারের আইপিএল-এ সেরা উঠতি খেলোয়াড়ের পুরস্কার পেলেন যশস্বী জয়সোয়াল
রাজস্থান রয়্যালসের হয়ে এবারের আইপিএল-এ সেরা উঠতি খেলোয়াড় হিসেবে ১০ লক্ষ টাকা পুরস্কার পেলেন যশস্বী জয়সোয়াল।
আইপিএল ফাইনালে ম্যাচের সেরা নির্বাচিত হয়ে ১ লক্ষ টাকা পেলেন ডেভন কনওয়ে
আইপিএল ফাইনালে গুজরাট টাইটানসের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসের হয়ে ওপেন করতে নেমে ২৫ বলে ৪৭ রান করেন ডেভন কনওয়ে। অসাধারণ ইনিংসের সুবাদে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন কনওয়ে।
আইপিএল ফাইনালে সেরা ক্যাচের পুরস্কার হিসেবে ১ লক্ষ টাকা পেলেন মহেন্দ্র সিং ধোনি
আইপিএল ফাইনালে দীপক চাহারের বলে ঋদ্ধিমান সাহার ক্যাচ নেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তিনিই সেরা ক্যাচের পুরস্কার হিসেবে ১ লক্ষ টাকা পেলেন।
আইপিএল ফাইনালে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে একাধিক পুরস্কার পেলেন সাই সুদর্শন
আইপিএল ফাইনালে গুজরাট টাইটানসের হয়ে ৪৭ বলে ৯৬ রানের অসাধারণ ইনিংস খেলেন সাই সুদর্শন। এই ইনিংসের সুবাদে তিনি ফাইনালের দীর্ঘতম ওভার-বাউন্ডারি, মোস্ট ভ্যালুয়েবল অ্যাসেট অফ দ্য ম্যাচ এবং গেম চেঞ্জার অফ দ্য ম্যাচের পুরস্কার পেলেন। প্রতিটি পুরস্কার ১ লক্ষ টাকা করে।
আইপিএল ফাইনালে স্ট্রাইকার অফ দ্য ম্যাচ হিসেবে ১ লক্ষ টাকা পুরস্কার পেলেন অজিঙ্কা রাহানে
এবারের আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন অজিঙ্কা রাহানে। তিনি ফাইনালে স্ট্রাইকার অফ দ্য ম্যাচ হিসেবে ১ লক্ষ টাকা পুরস্কার পেয়েছেন।