ওয়াংখেড়ে স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সকে ৫ উইকেটে হারিয়ে দিল মুম্বই ইন্ডিয়ানস।
- Home
- Sports
- Cricket
- IPL 2023 MI Vs KKR Live Updates: কলকাতা নাইট রাইডার্সকে ৫ উইকেটে হারিয়ে দিল মুম্বই ইন্ডিয়ানস
IPL 2023 MI Vs KKR Live Updates: কলকাতা নাইট রাইডার্সকে ৫ উইকেটে হারিয়ে দিল মুম্বই ইন্ডিয়ানস
আইপিএল-এর প্রথম মরসুম থেকেই কলকাতা নাইট রাইডার্স ও মুম্বই ইন্ডিয়ানসের লড়াই চলছে। বরাবরই কেকেআর-এর কঠিন প্রতিপক্ষ মুম্বই। রবিবারও হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। পয়েন্ট তালিকায় পিছনের দিকে আছে রোহিত শর্মার দল। ফলে ঘরের মাঠে জয় পেতে মরিয়া মুম্বই।
- FB
- TW
- Linkdin
৪ বলে ৬ রান করে আউট হয়ে গেলেন মুম্বই ইন্ডিয়ানসের ব্যাটার নেহাল ওয়াধেরা। ১৮৪ রানে ৫ উইকেট হারাল মুম্বই।
২৫ বলে ৪৩ রান করে আউট হয়ে গেলেন মুম্বই ইন্ডিয়ানসের অধিনায়ক সূর্যকুমার যাদব। ১৭৬ রানে ৪ উইকেট হারাল মুম্বই।
২৫ বলে ৩০ রান করে আউট হয়ে গেলেন মুম্বই ইন্ডিয়ানসের ব্যাটার তিলক ভার্মা। ১৪৭ রানে তৃতীয় উইকেট হারাল মুম্বই।
১০ ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ানসের স্কোর ২ উইকেটে ১০৯। তিলক ভার্মা ১৬ ও সূর্যকুমার যাদব ১৪ রানে অপরাজিত। ৫৮ রান করে আউট হয়ে গিয়েছেন ঈশান কিষাণ।
২০ রান করে আউট মুম্বই ইন্ডিয়ানসের অধিনায়ক রোহিত শর্মা। সূযশ শর্মার বলে অসাধারণ ক্যাচ নিলেন উমেশ যাদব।
কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৪ ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ানসের স্কোর বিনা উইকেটে ৫৭। ঈশান কিষাণ ৪২ ও রোহিত শর্মা ১৩ রানে অপরাজিত।
কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে ৩ ওভারে ৩৫ রান করল মুম্বই ইন্ডিয়ানস। ঈশান কিষাণ ২৬ ও রোহিত শর্মা ৯ রানে অপরাজিত।
কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে প্রথম একাদশে ছিলেন না মুম্বই ইন্ডিয়ানসের অধিনায়ক রোহিত শর্মা। তবে 'ইমপ্যাক্ট প্লেয়ার' হিসেবে ব্যাটিং ওপেন করতে নামলেন তিনি।
২০০৮ সালে প্রথম আইপিএল-এ শতরান করেছিলেন ব্রেন্ডন ম্যাকালাম। তারপর রবিবার শতরান করলেন ভেঙ্কটেশ আইয়ার। ১৫ বছর পর শতরান পেলেন কেকেআর-এর কোনও ব্যাটার।
ভেঙ্কটেশ আইয়ারের শতরানের সুবাদে মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে ৬ উইকেটে ১৮৫ রান করল কলকাতা নাইট রাইডার্স। ১১ বলে ২১ রান করে অপরাজিত থাকেন আন্দ্রে রাসেল।
মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে বড় রান পেলেন না কলকাতা নাইট রাইডার্সের তারকা রিঙ্কু সিং। ১৮ বলে ১৮ রান করে আউট হয়ে গেলেন এই বাঁ হাতি ব্যাটার।
৫১ বলে ১০৪ রানের অসাধারণ ইনিংস খেলে আউট হয়ে গেলেন ভেঙ্কটেশ আইয়ার। ১৫৯ রানে ৫ উইকেট হারাল কলকাতা নাইট রাইডার্স।
মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে ৪৯ বলে শতরান করলেন ভেঙ্কটেশ আইয়ার। এটাই আইপিএল-এ তাঁর প্রথম শতরান।
১১ বলে ১৩ রান করে আউট হয়ে গেলেন শার্দুল ঠাকুর। ৮৬ রানে ব্যাটিং করছেন ভেঙ্কটেশ আইয়ার।
১০ বল খেলে ৫ রান করেই আউট হয়ে গেলেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক নীতীশ রানা। ৭৩ রানে ৩ উইকেট হারাল কেকেআর।
১২ বলে ৮ রান করে আউট হয়ে গেলেন কলকাতা নাইট রাইডার্সের ওপেনার রহমানউল্লাহ গুরবাজ। ৫৭ রানে দ্বিতীয় উইকেট হারাল কেকেআর।
শুরুতেই এন জগদীশন আউট হয়ে গেলেও, কলকাতা নাইট রাইডার্সের হয়ে ভালো ব্যাটিং করছেন ভেঙ্কটেশ আইয়ার। মন্থর ব্যাটিং করছেন রহমানউল্লাহ গুরবাজ।
৫ বলে খেলে ০ রানে আউট হয়ে গেলেন কলকাতা নাইট রাইডার্সের ওপেনার এন জগদীশন। ১১ রানে প্রথম উইকেট হারাল কেকেআর।
কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে প্রথম ওভারে বোলিং করছেন অর্জুন তেন্ডুলকর।