IPL 2023: রবিবার সামনে মুম্বই ইন্ডিয়ানস, রাসেলের ফিটনেস নিয়ে উদ্বেগে কেকেআর
ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের কাছে হারের ৪৮ ঘণ্টার মধ্যেই ফের মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স। রবিবার মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে লড়াইয়ে কেকেআর। এবারের আইপিএল-এ প্রথম জয় পেয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠেছে রোহিত শর্মার দল।
ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের কাছে হারের ৪৮ ঘণ্টার মধ্যেই ফের মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স। রবিবার মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে লড়াইয়ে কেকেআর। আইপিএল-এ কেকেআর-এর বরাবরের গাঁট মুম্বই। রবিবারও লড়াই সহজ হবে না। এবারের আইপিএল-এ প্রথম জয় পেয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠেছে রোহিত শর্মার দল। কেকেআর-এর চিন্তা আন্দ্রে রাসেলের ফিটনেস নিয়ে। গত ম্যাচে বোলিং করার সময় চোট পান রাসেল। তিনি এদিন খেলতে না পারলে সুযোগ পেতে পারেন ডেভিড ওয়াইজি।ওপেনিং জুটি নিয়েও চিন্তায় নীতীশ রানা। রহমানউল্লাহ গুরবাজের বদলে জেসন রয় বা লিটন দাসের কথা ভাবা হতে পারে।