Royal Challengers Bengaluru: প্রথমবার আইপিএল (IPL 2025) চ্যাম্পিয়ন হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে নিজেদের শহরে কোনওরকম ভিকট্রি প্যারেড আয়োজন করা যাচ্ছে না। কারণ, বেঙ্গালুরু পুলিশ সেই অনুমতি দেয়নি।
Royal Challengers Bengaluru Victory Parade: প্রথমবার আইপিএল (IPL 2025) চ্যাম্পিয়ন হওয়ার পরেও বেঙ্গালুরু শহরে কোনওরকম ভিকট্রি প্যারেডে (Victory Parade) যোগ দিতে পারছেন না বিরাট কোহলিরা (Virat Kohli)। কারণ, বেঙ্গালুরু পুলিশ (Bengaluru Police) সেই অনুমতি দেয়নি। ফলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) ম্যানেজমেন্ট খোলা বাসে ভিকট্রি প্যারেডের পরিকল্পনা বাতিল করতে বাধ্য হয়েছে। বেঙ্গালুরু শহরে যানজট নিত্য ঘটনা। ক্রিকেটাররা ভিকট্রি প্যারেডে যোগ দিলে যানজট বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করছিল পুলিশ। এই কারণেই ভিকট্রি প্যারেডের অনুমতি দেওয়া হল না। মঙ্গলবার রাতে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) আইপিএল ফাইনালে (IPL 2025 Final) পাঞ্জাব কিংসকে (Punjab Kings) ৬ রানে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয় আরসিবি। এই জয়ের পরেই ভিকট্রি প্যারেডের কথা ঘোষণা করা হয়েছিল। বুধবার বিকেল সাড়ে তিনটেয় বেঙ্গালুরু শহরের বিধান সৌধ থেকে ভিকট্রি প্যারেড শুরু হয়ে এম চিন্নাস্বামী স্টেডিয়াম (M Chinnaswamy Stadium) পর্যন্ত যাওয়ার কথা ছিল। কিন্তু এখন যানজট এবং নিরাপত্তার কথা মাথায় রেখে এই অনুষ্ঠান বাতিল করা হয়েছে।
বিকেলে ক্রিকেটারদের সংবর্ধনা
নতুন সময়সূচি অনুযায়ী, বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে বুধবার বিকেল পাঁচটা থেকে সন্ধে ৬টার মধ্যে আরসিবি দলকে সংবর্ধনা দেওয়া হবে। খেলোয়াড়রা প্রথমে বিধান সৌধে গিয়ে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার (Siddaramaiah) সঙ্গে দেখা করবেন। তারপর সেখান থেকে সরাসরি স্টেডিয়ামে যাবেন ক্রিকেটাররা। স্টেডিয়ামে শুধু যাঁদের বৈধ পাস আছে তাঁদেরই প্রবেশাধিকার থাকবে। স্টেডিয়ামের আশেপাশে পার্কিংয়ের জায়গা কম থাকায় দর্শকদের মেট্রো এবং অন্যান্য পরিবহণের মাধ্যম ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।
ভিকট্রি প্যারেড বাতিল হওয়ায় হতাশ আরসিবি সমর্থকরা
এদিন খোলা বাসে ক্রিকেটারদের ভিকট্রি প্যারেডের সাক্ষী থাকার জন্য তৈরি হচ্ছিলেন আরসিবি সমর্থকরা। কিন্তু বেঙ্গালুরু পুলিশ সেই অনুমতি না দেওয়ায় ক্রিকেটপ্রেমীরা হতাশ। এম চিন্নাস্বামী স্টেডিয়ামে প্রবেশাধিকার সীমিত। ফলে বেশিরভাগ আরসিবি সমর্থকই সংবর্ধনারও সাক্ষী থাকতে পারছেন না।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


