IPL 2025 Final: আইপিএল ফাইনাল শুরুর ঠিক আগে অভিনব সমাপ্তি অনুষ্ঠানে ভারতের সেনবাহিনীকে সম্মান জানাল ভারতীয় ক্রিকেট বোর্ড।
IPL 2025 Final: দেশের সেনাবাহিনীকে কুর্নিশ বিসিসিআই-এর। নাচ এবং গানের মাধ্যমে দেশপ্রেমের বার্তাই তুলে ধরা হল আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। আর সেই অনুষ্ঠানে পারফর্ম করলেন শঙ্কর মহাদেবন এবং তাঁর দুই ছেলে সিদ্ধার্থ ও শিবম।
আইপিএল ফাইনাল শুরুর ঠিক আগে অভিনব সমাপ্তি অনুষ্ঠানে ভারতের সেনবাহিনীকে সম্মান জানাল ভারতীয় ক্রিকেট বোর্ড। এমনকি, সমাপ্তি অনুষ্ঠানের মঞ্চটিও সাজানো হয়েছিল ভারতের জাতীয় পতাকার রঙে। এদিন প্রথমে হয় নাচের অনুষ্ঠান। তারপর সেখানে ‘মেরে দেশ কি মিট্টি’, ‘দেশ মেরে দেশ মেরে মেরি জান হ্যায় তু’ গানের সঙ্গে নাচ হয়। গ্যালারিতে থাকা সমর্থকদের হাতেও ছিল দেশের জাতীয় পতাকা। গ্যালারিতে সমর্থকরা সেই তালে তালে নাচতে থাকেন।
এরপর নাচের অনুষ্ঠান শেষ হওয়ার পর একটি ভিডিও দেখানো হয়, যা উৎসর্গ করা হয় দেশের সশস্ত্র বাহিনিকে। ঠিক কীভাবে পাহাড়, জঙ্গল, সমুদ্র এবং সমতলে সেনাবাহিনী দেশকে রক্ষা করছে, তা পরিষ্কারভাবে তুলে ধরা হয়।
আর এই অনুষ্ঠানের একদম শেষে দুই ছেলেকে নিয়ে পারফর্ম করতে নামেন শঙ্কর মহাদেবন। ‘বন্দেমাতরম’ থেকে ‘হাম হ্যায় হিন্দুস্তানি’, প্রায় ১০টি গান এদিন গেয়েছেন তারা। মঙ্গলবাড়, আইপিএল ফাইনাল শুরুর ঠিক আগে অভিনব এই সমাপ্তি অনুষ্ঠানে ভারতের সেনবাহিনীকে সম্মান জানায় ভারতীয় ক্রিকেট বোর্ড।
এদিনের এই সমাপ্তি অনুষ্ঠানের মঞ্চটিও সাজানো হয়েছিল ভারতের জাতীয় পতাকার রঙে। এদিন প্রথমে নাচের অনুষ্ঠান হয় এবং তারপর ‘মেরে দেশ কি মিট্টি’, ‘দেশ মেরে দেশ মেরে মেরি জান হ্যায় তু’ গানের সঙ্গে নাচ হয়। গ্যালারিতে থাকা সমর্থকদের হাতেও ছিল ভারতের জাতীয় পতাকা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।