সংক্ষিপ্ত

IPL 2025 Rules: শনিবার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ দিয়ে শুরু হচ্ছে আইপিএল ২০২৫। এবারের আইপিএল-এ একাধিক নতুন নিয়ম চালু হচ্ছে।

IPL 2025: শনিবার শুরু হচ্ছে এবারের আইপিএল (IPL 2025)। এবারের আইপিএল-এ খেলোয়াড় পরিবর্তন সংক্রান্ত নতুন নিয়ম (Player Replacement Policy) চালু করা হয়েছে। বিসিসিআই-এর (BCCI) এই নিয়ম অনুযায়ী এবার কোনও দল লিগ পর্যায়ে ১২-তম ম্যাচ পর্যন্ত খেলোয়াড় বদল করতে পারবে। গত মরসুম পর্যন্ত আইপিএল-এর (IPL) প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সপ্তম ম্যাচের পরে আর খেলোয়াড় বদল করতে পারত না। এবার সেই নিয়মে বদল আনা হয়েছে। বিসিসিআই-এর নতুন নিয়ম অনুযায়ী, কোনও খেলোয়াড় চোট বা অন্য কোনও কারণে এবারের আইপিএল থেকে সরে যান, তাহলে তাঁর পরিবর্তে অন্য ক্রিকেটারকে দলে নিতে পারবে সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজি। তবে রেজিস্টার্ড অ্যাভেলেবল প্লেয়ার পুল থেকেই পরিবর্ত ক্রিকেটার নিতে হবে। পুরো মরসুমের জন্য পরিবর্ত খেলোয়াড়কে দলে নেওয়া যেতে পারে। যে ক্রিকেটারের পরিবর্তে নতুন ক্রিকেটারকে দলে নেওয়া হচ্ছে, তাঁদের দু'জনের পারিশ্রমিক একই হতে হবে। পরিবর্ত খেলোয়াড়কে বেশি পারিশ্রমিক দেওয়া চলবে না।

কোন পরিস্থিতিতে পরিবর্ত ক্রিকেটারকে দলে নেওয়া যাবে?

কোনও ক্রিকেটার যদি পুরো আইপিএল মরসুমের জন্যই ছিটকে যান, অসুস্থ হয়ে পড়ায় কোনও ম্যাচেই খেলতে না পারেন, তাহলে তাঁর পরিবর্তে অন্য কোনও ক্রিকেটারকে দলে নিতে পারবে সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজি। এই খেলোয়াড় যদি এবারের আইপিএল-এ কোনও ম্যাচে খেলেও থাকেন, তাহলে তাঁর পরিবর্ত খেলোয়াড় নেওয়া যাবে। তবে বিসিসিআই অনুমোদিত চিকিৎসক সবুজ সঙ্কেত দেওয়ার পরেই পরিবর্ত খেলোয়াড় নেওয়া যাবে। যে খেলোয়াড়কে পরিবর্তন করা হবে, তিনি ফিট হয়ে গেলেও আর এবারের আইপিএল-এ খেলতে পারবেন না।

আইপিএল শুরুর আগেই খেলোয়াড় বদল

এবারের আইপিএল শুরু হওয়ার আগেই একাধিক ফ্র্যাঞ্চাইজি খেলোয়াড় পরিবর্তন করতে বাধ্য হয়েছে। চোট পেয়ে ছিটকে গিয়েছেন উমরান মালিক। তাঁর পরিবর্তে চেতন সাকারিয়াকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। পাকিস্তান সুপার লিগের ফ্র্যাঞ্চাইজি পেশোয়ার জালমির সঙ্গে চুক্তি ভঙ্গ করে মুম্বই ইন্ডিয়ানসে যোগ দিয়েছেন করবিন বস্ক।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।